
সর্বশেষ কয়েক মৌসুম ধরে দলবদলের সময় এলেই পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। চলমান দলবদলেও এর ব্যতিক্রম হয়নি। এবার তো স্বয়ং ফরাসি তারকাই গুঞ্জনকে জোরালো করেছেন।
ক্লাব ছাড়তে চেয়ে পিএসজিকে চিঠিও দিয়েছেন এমবাপ্পে। সেই চিঠির পরই তাঁকে ধরে রাখতে নানান প্রস্তাব দিয়ে এসেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে অবশ্য ২৪ বছর বয়সী তারকার মন গলাতে পারেনি। নতুন করে চুক্তিও নবায়ন করাতে পারেনি পিএসজি।
এবার অবশ্য এমবাপ্পেকে ধরে রাখতে অবিশ্বাস্য এক প্রস্তাবই দিয়েছে পিএসজি। সাধারণত এমন প্রস্তাবের উদাহরণ খুব কমই রয়েছে ক্লাব ফুটবলে। এমবাপ্পেকে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তারা। আর টাকার পরিমাণ চোখ কপালে ওঠার মতো। ১২১৫৮ কোটি ৭৫ লাখ টাকা। অবিশ্বাস্য চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ডিফেন্সা সেন্ট্রাল।
এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া রুখতেই এমন আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে পিএসজি। যদি এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে স্বপ্নের ক্লাব রিয়ালে যাওয়ার আশা জলাঞ্জলি দিতে হবে তাঁকে। মেয়াদ শেষ হওয়ার পরেও আর যেতে পারবেন না তিনি। কেননা, তখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছে যাবেন তিনি। মেয়াদ শেষ হওয়ার সময় তাঁর বয়স হবে ৩৪। এখন সিদ্ধান্ত ২০১৮ বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নের।
পিএসজিকে চিঠি দেওয়ার সময় অবশ্য এমবাপ্পে স্পষ্ট জানিয়েছেন, নতুন করে আর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। আগামী মৌসুমে মেয়াদ শেষ হলেই ক্লাব ছাড়বেন ফরাসি ফরোয়ার্ড। আর তাই যদি হয়, তাহলে পিএসজি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিক্রি করে দেবে তাঁকে। কারণ, মেয়াদ পূর্ণ হলে দলবদলের টাকা পাবে না তারা।

সর্বশেষ কয়েক মৌসুম ধরে দলবদলের সময় এলেই পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। চলমান দলবদলেও এর ব্যতিক্রম হয়নি। এবার তো স্বয়ং ফরাসি তারকাই গুঞ্জনকে জোরালো করেছেন।
ক্লাব ছাড়তে চেয়ে পিএসজিকে চিঠিও দিয়েছেন এমবাপ্পে। সেই চিঠির পরই তাঁকে ধরে রাখতে নানান প্রস্তাব দিয়ে এসেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে অবশ্য ২৪ বছর বয়সী তারকার মন গলাতে পারেনি। নতুন করে চুক্তিও নবায়ন করাতে পারেনি পিএসজি।
এবার অবশ্য এমবাপ্পেকে ধরে রাখতে অবিশ্বাস্য এক প্রস্তাবই দিয়েছে পিএসজি। সাধারণত এমন প্রস্তাবের উদাহরণ খুব কমই রয়েছে ক্লাব ফুটবলে। এমবাপ্পেকে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তারা। আর টাকার পরিমাণ চোখ কপালে ওঠার মতো। ১২১৫৮ কোটি ৭৫ লাখ টাকা। অবিশ্বাস্য চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ডিফেন্সা সেন্ট্রাল।
এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া রুখতেই এমন আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে পিএসজি। যদি এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে স্বপ্নের ক্লাব রিয়ালে যাওয়ার আশা জলাঞ্জলি দিতে হবে তাঁকে। মেয়াদ শেষ হওয়ার পরেও আর যেতে পারবেন না তিনি। কেননা, তখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছে যাবেন তিনি। মেয়াদ শেষ হওয়ার সময় তাঁর বয়স হবে ৩৪। এখন সিদ্ধান্ত ২০১৮ বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নের।
পিএসজিকে চিঠি দেওয়ার সময় অবশ্য এমবাপ্পে স্পষ্ট জানিয়েছেন, নতুন করে আর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। আগামী মৌসুমে মেয়াদ শেষ হলেই ক্লাব ছাড়বেন ফরাসি ফরোয়ার্ড। আর তাই যদি হয়, তাহলে পিএসজি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিক্রি করে দেবে তাঁকে। কারণ, মেয়াদ পূর্ণ হলে দলবদলের টাকা পাবে না তারা।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১০ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১১ ঘণ্টা আগে