
বন্ধুকে নিয়ে বাইরে থেকে বাড়ি ফিরেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল। ঘরে ফিরে গাড়ি গ্যারেজে ঢোকাতেই পড়লেন মুখে মুখোশ পরা দুই ডাকাতের হামলার মুখে। বেসবল ব্যাট হাতে ডাকাতদের দাবি, গ্যাব্রিয়েলের ৪৫ হাজার পাউন্ড দামের গাড়িসহ মূল্যবান জিনিসপত্র দিয়ে দিতে হবে তাদের!
হাতের দামি ঘড়ি দিয়ে দিলেও শেষ পর্যন্ত কিন্তু ডাকাতদের হুমকির কাছে নত স্বীকার করেননি ব্রাজিলিয়ান ফুটবলার। গাড়ির চাবি দেওয়ার সময় চালাকি করে ঝাপটে ধরেন করেছেন ডাকাতদের একজনকে। ভয় পেয়ে পরে গাড়ি ছাড়াই পালিয়েছে দুই ডাকাত। ফেলে যাওয়া টুপি থেকে ডিএনএ সূত্র ধরে উত্তর লন্ডন পুলিশ বের করেছে ডাকাতের পরিচয়ও।
২৭ মিলিয়ন পাউন্ড খরচায় গত বছর ফরাসি ক্লাব লিল থেকে ২৩ বছর বয়সী গ্যাব্রিয়েলকে কিনেছে আর্সেনাল। গানার জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ। ছিলেন টোকিও অলিম্পিকে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডেও। বন্ধু রদ্রিগো তাবারেজকে নিয়ে বাইরে থেকে উত্তর লন্ডনের বার্নেট শহরে বাড়ি ফেরার পথে গ্যাব্রিয়েলের কালো মার্সিডিজকে অনুসরণ করে কালো মুখোশে মুখ ঢাকা তিন ডাকাত। গাড়ি ঢোকানোর পথে গ্যাব্রিয়েলের বাড়ির গ্যারেজে ঢুকে পড়ে দুই ডাকাত, তৃতীয় জনের দায়িত্ব ছিল গ্যারেজের বৈদ্যুতিক দরজা খুলে রাখার যাতে প্রয়োজনের মুহূর্তে পালানো সহজ হয়!
গ্যারেজের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে বেসবল ব্যাট হাতে ডাকাতের হুমকির মুখে ঘড়ি, মোবাইল ফোন দিয়ে দিয়ে দেন গ্যাব্রিয়েল। এক পর্যায়ে এক ডাকাতকে তিনি ঝাপটেও ধরেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর নিজেকে ছাড়িয়ে নিয়ে সঙ্গীসহ পালিয়ে যায় সেই ডাকাত। ফেলে যায় মাথার টুপি। টুপিতে থাকা চুলের ডিএনএ থেকে উত্তর লন্ডন পুলিশ চিহ্নিত করেছে ডাকাতকে। আবদেরহাম মুস নামের এই ২৬ বছর বয়সী এই ব্যক্তিকে কিছুদিন আগেই মাদক পাচারের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত মুস এখন পর্যন্ত পলাতক।
হ্যারো ক্রাউন কোর্টের কৌশলী মার্টিন লুইস জানিয়েছেন মারামারির পর সুস্থই আছেন গ্যাব্রিয়েল আর তার বন্ধু। তবে মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন দুজনে। বিচারক অনুপমা থমপসনের দাবি, দামি গাড়ির কারণেই ডাকাতদের নজরে পড়েন গ্যাব্রিয়েল। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতি মোকাবিলা করায় ফুটবলার ও তার বন্ধুর সাহসের প্রশংসাও করেছেন বিচারক।
আর্সেনাল ফুটবলারদের ডাকাতের হামলার মুখে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালে অস্ত্রধারী ডাকাতের সঙ্গে মারামারি করে রক্ষা পান সাবেক আর্সেনাল ফুটবলার সিড কোলাসিনাচ ও মেসুত ওজিল।

বন্ধুকে নিয়ে বাইরে থেকে বাড়ি ফিরেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল। ঘরে ফিরে গাড়ি গ্যারেজে ঢোকাতেই পড়লেন মুখে মুখোশ পরা দুই ডাকাতের হামলার মুখে। বেসবল ব্যাট হাতে ডাকাতদের দাবি, গ্যাব্রিয়েলের ৪৫ হাজার পাউন্ড দামের গাড়িসহ মূল্যবান জিনিসপত্র দিয়ে দিতে হবে তাদের!
হাতের দামি ঘড়ি দিয়ে দিলেও শেষ পর্যন্ত কিন্তু ডাকাতদের হুমকির কাছে নত স্বীকার করেননি ব্রাজিলিয়ান ফুটবলার। গাড়ির চাবি দেওয়ার সময় চালাকি করে ঝাপটে ধরেন করেছেন ডাকাতদের একজনকে। ভয় পেয়ে পরে গাড়ি ছাড়াই পালিয়েছে দুই ডাকাত। ফেলে যাওয়া টুপি থেকে ডিএনএ সূত্র ধরে উত্তর লন্ডন পুলিশ বের করেছে ডাকাতের পরিচয়ও।
২৭ মিলিয়ন পাউন্ড খরচায় গত বছর ফরাসি ক্লাব লিল থেকে ২৩ বছর বয়সী গ্যাব্রিয়েলকে কিনেছে আর্সেনাল। গানার জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ। ছিলেন টোকিও অলিম্পিকে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডেও। বন্ধু রদ্রিগো তাবারেজকে নিয়ে বাইরে থেকে উত্তর লন্ডনের বার্নেট শহরে বাড়ি ফেরার পথে গ্যাব্রিয়েলের কালো মার্সিডিজকে অনুসরণ করে কালো মুখোশে মুখ ঢাকা তিন ডাকাত। গাড়ি ঢোকানোর পথে গ্যাব্রিয়েলের বাড়ির গ্যারেজে ঢুকে পড়ে দুই ডাকাত, তৃতীয় জনের দায়িত্ব ছিল গ্যারেজের বৈদ্যুতিক দরজা খুলে রাখার যাতে প্রয়োজনের মুহূর্তে পালানো সহজ হয়!
গ্যারেজের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে বেসবল ব্যাট হাতে ডাকাতের হুমকির মুখে ঘড়ি, মোবাইল ফোন দিয়ে দিয়ে দেন গ্যাব্রিয়েল। এক পর্যায়ে এক ডাকাতকে তিনি ঝাপটেও ধরেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর নিজেকে ছাড়িয়ে নিয়ে সঙ্গীসহ পালিয়ে যায় সেই ডাকাত। ফেলে যায় মাথার টুপি। টুপিতে থাকা চুলের ডিএনএ থেকে উত্তর লন্ডন পুলিশ চিহ্নিত করেছে ডাকাতকে। আবদেরহাম মুস নামের এই ২৬ বছর বয়সী এই ব্যক্তিকে কিছুদিন আগেই মাদক পাচারের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত মুস এখন পর্যন্ত পলাতক।
হ্যারো ক্রাউন কোর্টের কৌশলী মার্টিন লুইস জানিয়েছেন মারামারির পর সুস্থই আছেন গ্যাব্রিয়েল আর তার বন্ধু। তবে মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন দুজনে। বিচারক অনুপমা থমপসনের দাবি, দামি গাড়ির কারণেই ডাকাতদের নজরে পড়েন গ্যাব্রিয়েল। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতি মোকাবিলা করায় ফুটবলার ও তার বন্ধুর সাহসের প্রশংসাও করেছেন বিচারক।
আর্সেনাল ফুটবলারদের ডাকাতের হামলার মুখে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালে অস্ত্রধারী ডাকাতের সঙ্গে মারামারি করে রক্ষা পান সাবেক আর্সেনাল ফুটবলার সিড কোলাসিনাচ ও মেসুত ওজিল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে