
বন্ধুকে নিয়ে বাইরে থেকে বাড়ি ফিরেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল। ঘরে ফিরে গাড়ি গ্যারেজে ঢোকাতেই পড়লেন মুখে মুখোশ পরা দুই ডাকাতের হামলার মুখে। বেসবল ব্যাট হাতে ডাকাতদের দাবি, গ্যাব্রিয়েলের ৪৫ হাজার পাউন্ড দামের গাড়িসহ মূল্যবান জিনিসপত্র দিয়ে দিতে হবে তাদের!
হাতের দামি ঘড়ি দিয়ে দিলেও শেষ পর্যন্ত কিন্তু ডাকাতদের হুমকির কাছে নত স্বীকার করেননি ব্রাজিলিয়ান ফুটবলার। গাড়ির চাবি দেওয়ার সময় চালাকি করে ঝাপটে ধরেন করেছেন ডাকাতদের একজনকে। ভয় পেয়ে পরে গাড়ি ছাড়াই পালিয়েছে দুই ডাকাত। ফেলে যাওয়া টুপি থেকে ডিএনএ সূত্র ধরে উত্তর লন্ডন পুলিশ বের করেছে ডাকাতের পরিচয়ও।
২৭ মিলিয়ন পাউন্ড খরচায় গত বছর ফরাসি ক্লাব লিল থেকে ২৩ বছর বয়সী গ্যাব্রিয়েলকে কিনেছে আর্সেনাল। গানার জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ। ছিলেন টোকিও অলিম্পিকে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডেও। বন্ধু রদ্রিগো তাবারেজকে নিয়ে বাইরে থেকে উত্তর লন্ডনের বার্নেট শহরে বাড়ি ফেরার পথে গ্যাব্রিয়েলের কালো মার্সিডিজকে অনুসরণ করে কালো মুখোশে মুখ ঢাকা তিন ডাকাত। গাড়ি ঢোকানোর পথে গ্যাব্রিয়েলের বাড়ির গ্যারেজে ঢুকে পড়ে দুই ডাকাত, তৃতীয় জনের দায়িত্ব ছিল গ্যারেজের বৈদ্যুতিক দরজা খুলে রাখার যাতে প্রয়োজনের মুহূর্তে পালানো সহজ হয়!
গ্যারেজের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে বেসবল ব্যাট হাতে ডাকাতের হুমকির মুখে ঘড়ি, মোবাইল ফোন দিয়ে দিয়ে দেন গ্যাব্রিয়েল। এক পর্যায়ে এক ডাকাতকে তিনি ঝাপটেও ধরেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর নিজেকে ছাড়িয়ে নিয়ে সঙ্গীসহ পালিয়ে যায় সেই ডাকাত। ফেলে যায় মাথার টুপি। টুপিতে থাকা চুলের ডিএনএ থেকে উত্তর লন্ডন পুলিশ চিহ্নিত করেছে ডাকাতকে। আবদেরহাম মুস নামের এই ২৬ বছর বয়সী এই ব্যক্তিকে কিছুদিন আগেই মাদক পাচারের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত মুস এখন পর্যন্ত পলাতক।
হ্যারো ক্রাউন কোর্টের কৌশলী মার্টিন লুইস জানিয়েছেন মারামারির পর সুস্থই আছেন গ্যাব্রিয়েল আর তার বন্ধু। তবে মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন দুজনে। বিচারক অনুপমা থমপসনের দাবি, দামি গাড়ির কারণেই ডাকাতদের নজরে পড়েন গ্যাব্রিয়েল। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতি মোকাবিলা করায় ফুটবলার ও তার বন্ধুর সাহসের প্রশংসাও করেছেন বিচারক।
আর্সেনাল ফুটবলারদের ডাকাতের হামলার মুখে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালে অস্ত্রধারী ডাকাতের সঙ্গে মারামারি করে রক্ষা পান সাবেক আর্সেনাল ফুটবলার সিড কোলাসিনাচ ও মেসুত ওজিল।

বন্ধুকে নিয়ে বাইরে থেকে বাড়ি ফিরেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল। ঘরে ফিরে গাড়ি গ্যারেজে ঢোকাতেই পড়লেন মুখে মুখোশ পরা দুই ডাকাতের হামলার মুখে। বেসবল ব্যাট হাতে ডাকাতদের দাবি, গ্যাব্রিয়েলের ৪৫ হাজার পাউন্ড দামের গাড়িসহ মূল্যবান জিনিসপত্র দিয়ে দিতে হবে তাদের!
হাতের দামি ঘড়ি দিয়ে দিলেও শেষ পর্যন্ত কিন্তু ডাকাতদের হুমকির কাছে নত স্বীকার করেননি ব্রাজিলিয়ান ফুটবলার। গাড়ির চাবি দেওয়ার সময় চালাকি করে ঝাপটে ধরেন করেছেন ডাকাতদের একজনকে। ভয় পেয়ে পরে গাড়ি ছাড়াই পালিয়েছে দুই ডাকাত। ফেলে যাওয়া টুপি থেকে ডিএনএ সূত্র ধরে উত্তর লন্ডন পুলিশ বের করেছে ডাকাতের পরিচয়ও।
২৭ মিলিয়ন পাউন্ড খরচায় গত বছর ফরাসি ক্লাব লিল থেকে ২৩ বছর বয়সী গ্যাব্রিয়েলকে কিনেছে আর্সেনাল। গানার জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৩৩ ম্যাচ। ছিলেন টোকিও অলিম্পিকে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডেও। বন্ধু রদ্রিগো তাবারেজকে নিয়ে বাইরে থেকে উত্তর লন্ডনের বার্নেট শহরে বাড়ি ফেরার পথে গ্যাব্রিয়েলের কালো মার্সিডিজকে অনুসরণ করে কালো মুখোশে মুখ ঢাকা তিন ডাকাত। গাড়ি ঢোকানোর পথে গ্যাব্রিয়েলের বাড়ির গ্যারেজে ঢুকে পড়ে দুই ডাকাত, তৃতীয় জনের দায়িত্ব ছিল গ্যারেজের বৈদ্যুতিক দরজা খুলে রাখার যাতে প্রয়োজনের মুহূর্তে পালানো সহজ হয়!
গ্যারেজের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে বেসবল ব্যাট হাতে ডাকাতের হুমকির মুখে ঘড়ি, মোবাইল ফোন দিয়ে দিয়ে দেন গ্যাব্রিয়েল। এক পর্যায়ে এক ডাকাতকে তিনি ঝাপটেও ধরেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর নিজেকে ছাড়িয়ে নিয়ে সঙ্গীসহ পালিয়ে যায় সেই ডাকাত। ফেলে যায় মাথার টুপি। টুপিতে থাকা চুলের ডিএনএ থেকে উত্তর লন্ডন পুলিশ চিহ্নিত করেছে ডাকাতকে। আবদেরহাম মুস নামের এই ২৬ বছর বয়সী এই ব্যক্তিকে কিছুদিন আগেই মাদক পাচারের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত মুস এখন পর্যন্ত পলাতক।
হ্যারো ক্রাউন কোর্টের কৌশলী মার্টিন লুইস জানিয়েছেন মারামারির পর সুস্থই আছেন গ্যাব্রিয়েল আর তার বন্ধু। তবে মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন দুজনে। বিচারক অনুপমা থমপসনের দাবি, দামি গাড়ির কারণেই ডাকাতদের নজরে পড়েন গ্যাব্রিয়েল। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে কঠিন পরিস্থিতি মোকাবিলা করায় ফুটবলার ও তার বন্ধুর সাহসের প্রশংসাও করেছেন বিচারক।
আর্সেনাল ফুটবলারদের ডাকাতের হামলার মুখে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালে অস্ত্রধারী ডাকাতের সঙ্গে মারামারি করে রক্ষা পান সাবেক আর্সেনাল ফুটবলার সিড কোলাসিনাচ ও মেসুত ওজিল।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
২ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে