
রেকর্ড গড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির হয়ে আলো ছড়াতে উন্মুখ হয়ে আছেন তিনি। তবে বিতর্কিত এক কাণ্ডের জন্য সৌদিতে অভিষেক হতে তাঁর অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।
এর জন্য অবশ্য রোনালদো নিজেই দায়ী। গত বছরের এপ্রিলে এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ১৪ বছর বয়সী কিশোর ভক্ত জ্যাকব হার্ডিংয়ের মোবাইল ভেঙেছিলেন তিনি।
প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে ১-০ গোলে হারার পর ড্রেসিংরুমে ফেরার পথে ওই ভক্ত ছবি তুলতে চাইলে এমন কাণ্ড ঘটান তিনি। এর জন্য পরে অবশ্য ভক্ত ও তাঁর মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন সিআর সেভেন।
কিন্তু ক্ষমা চেয়েও পার পাননি রোনালদো। সেই ঘটনার তদন্ত করে বিশ্বকাপের আগে তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ায় সেই নিষেধাজ্ঞা এখন বহাল আছে। তাই আল নাসরের হয়ে ৩৭ বছর বয়সী তারকাকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে সৌদি আরবের অভিষেকেও পিছিয়ে গেছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
তবে রোনালদো মনে করেছিলেন তাঁর নিষেধাজ্ঞা হয়তো শেষ হয়েছে। কেননা, ম্যানইউর সঙ্গে তাঁর চুক্তি থাকা অবস্থায় দুটি ম্যাচ খেলেছিল তাঁর সাবেক ক্লাব। অবশ্য ওই দুই ম্যাচের সময় ক্লাবের সঙ্গে ছিলেন না তিনি। এ জন্যই আজ আল তায়েরের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু বিধি বাম। এদিকে তাঁর অভিষেক ম্যাচ দেখার জন্য আল নাসরের ২৮ হাজার সমর্থকও টিকিট কেটেছিল। এখন রোনালদোর মতো তাঁদেরও অপেক্ষা করতে হচ্ছে।
রোনালদো যোগ দেওয়ার পরেই অনেক কিছুর পরিবর্তন হয়েছে আল নাসরসহ পুরো সৌদি আরবের। পর্তুগিজ তারকাকে কেনার সময় ক্লাবটির টুইটারে অনুসারী ছিল ৫ লাখ।
অনুসারীর সংখ্যা এখন তরতর করে বেড়ে প্রায় ৯৫ কোটির মতো হয়েছে। এ ছাড়া দেশটিতে তাঁর জার্সিও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।

রেকর্ড গড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির হয়ে আলো ছড়াতে উন্মুখ হয়ে আছেন তিনি। তবে বিতর্কিত এক কাণ্ডের জন্য সৌদিতে অভিষেক হতে তাঁর অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।
এর জন্য অবশ্য রোনালদো নিজেই দায়ী। গত বছরের এপ্রিলে এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ১৪ বছর বয়সী কিশোর ভক্ত জ্যাকব হার্ডিংয়ের মোবাইল ভেঙেছিলেন তিনি।
প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে ১-০ গোলে হারার পর ড্রেসিংরুমে ফেরার পথে ওই ভক্ত ছবি তুলতে চাইলে এমন কাণ্ড ঘটান তিনি। এর জন্য পরে অবশ্য ভক্ত ও তাঁর মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন সিআর সেভেন।
কিন্তু ক্ষমা চেয়েও পার পাননি রোনালদো। সেই ঘটনার তদন্ত করে বিশ্বকাপের আগে তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ায় সেই নিষেধাজ্ঞা এখন বহাল আছে। তাই আল নাসরের হয়ে ৩৭ বছর বয়সী তারকাকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে সৌদি আরবের অভিষেকেও পিছিয়ে গেছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
তবে রোনালদো মনে করেছিলেন তাঁর নিষেধাজ্ঞা হয়তো শেষ হয়েছে। কেননা, ম্যানইউর সঙ্গে তাঁর চুক্তি থাকা অবস্থায় দুটি ম্যাচ খেলেছিল তাঁর সাবেক ক্লাব। অবশ্য ওই দুই ম্যাচের সময় ক্লাবের সঙ্গে ছিলেন না তিনি। এ জন্যই আজ আল তায়েরের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু বিধি বাম। এদিকে তাঁর অভিষেক ম্যাচ দেখার জন্য আল নাসরের ২৮ হাজার সমর্থকও টিকিট কেটেছিল। এখন রোনালদোর মতো তাঁদেরও অপেক্ষা করতে হচ্ছে।
রোনালদো যোগ দেওয়ার পরেই অনেক কিছুর পরিবর্তন হয়েছে আল নাসরসহ পুরো সৌদি আরবের। পর্তুগিজ তারকাকে কেনার সময় ক্লাবটির টুইটারে অনুসারী ছিল ৫ লাখ।
অনুসারীর সংখ্যা এখন তরতর করে বেড়ে প্রায় ৯৫ কোটির মতো হয়েছে। এ ছাড়া দেশটিতে তাঁর জার্সিও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
৩৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে