
রেকর্ড গড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির হয়ে আলো ছড়াতে উন্মুখ হয়ে আছেন তিনি। তবে বিতর্কিত এক কাণ্ডের জন্য সৌদিতে অভিষেক হতে তাঁর অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।
এর জন্য অবশ্য রোনালদো নিজেই দায়ী। গত বছরের এপ্রিলে এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ১৪ বছর বয়সী কিশোর ভক্ত জ্যাকব হার্ডিংয়ের মোবাইল ভেঙেছিলেন তিনি।
প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে ১-০ গোলে হারার পর ড্রেসিংরুমে ফেরার পথে ওই ভক্ত ছবি তুলতে চাইলে এমন কাণ্ড ঘটান তিনি। এর জন্য পরে অবশ্য ভক্ত ও তাঁর মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন সিআর সেভেন।
কিন্তু ক্ষমা চেয়েও পার পাননি রোনালদো। সেই ঘটনার তদন্ত করে বিশ্বকাপের আগে তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ায় সেই নিষেধাজ্ঞা এখন বহাল আছে। তাই আল নাসরের হয়ে ৩৭ বছর বয়সী তারকাকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে সৌদি আরবের অভিষেকেও পিছিয়ে গেছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
তবে রোনালদো মনে করেছিলেন তাঁর নিষেধাজ্ঞা হয়তো শেষ হয়েছে। কেননা, ম্যানইউর সঙ্গে তাঁর চুক্তি থাকা অবস্থায় দুটি ম্যাচ খেলেছিল তাঁর সাবেক ক্লাব। অবশ্য ওই দুই ম্যাচের সময় ক্লাবের সঙ্গে ছিলেন না তিনি। এ জন্যই আজ আল তায়েরের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু বিধি বাম। এদিকে তাঁর অভিষেক ম্যাচ দেখার জন্য আল নাসরের ২৮ হাজার সমর্থকও টিকিট কেটেছিল। এখন রোনালদোর মতো তাঁদেরও অপেক্ষা করতে হচ্ছে।
রোনালদো যোগ দেওয়ার পরেই অনেক কিছুর পরিবর্তন হয়েছে আল নাসরসহ পুরো সৌদি আরবের। পর্তুগিজ তারকাকে কেনার সময় ক্লাবটির টুইটারে অনুসারী ছিল ৫ লাখ।
অনুসারীর সংখ্যা এখন তরতর করে বেড়ে প্রায় ৯৫ কোটির মতো হয়েছে। এ ছাড়া দেশটিতে তাঁর জার্সিও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।

রেকর্ড গড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির হয়ে আলো ছড়াতে উন্মুখ হয়ে আছেন তিনি। তবে বিতর্কিত এক কাণ্ডের জন্য সৌদিতে অভিষেক হতে তাঁর অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।
এর জন্য অবশ্য রোনালদো নিজেই দায়ী। গত বছরের এপ্রিলে এভারটন-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ১৪ বছর বয়সী কিশোর ভক্ত জ্যাকব হার্ডিংয়ের মোবাইল ভেঙেছিলেন তিনি।
প্রতিপক্ষের মাঠ গুডিসন পার্কে ১-০ গোলে হারার পর ড্রেসিংরুমে ফেরার পথে ওই ভক্ত ছবি তুলতে চাইলে এমন কাণ্ড ঘটান তিনি। এর জন্য পরে অবশ্য ভক্ত ও তাঁর মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন সিআর সেভেন।
কিন্তু ক্ষমা চেয়েও পার পাননি রোনালদো। সেই ঘটনার তদন্ত করে বিশ্বকাপের আগে তাঁকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ায় সেই নিষেধাজ্ঞা এখন বহাল আছে। তাই আল নাসরের হয়ে ৩৭ বছর বয়সী তারকাকে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এতে করে সৌদি আরবের অভিষেকেও পিছিয়ে গেছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার।
তবে রোনালদো মনে করেছিলেন তাঁর নিষেধাজ্ঞা হয়তো শেষ হয়েছে। কেননা, ম্যানইউর সঙ্গে তাঁর চুক্তি থাকা অবস্থায় দুটি ম্যাচ খেলেছিল তাঁর সাবেক ক্লাব। অবশ্য ওই দুই ম্যাচের সময় ক্লাবের সঙ্গে ছিলেন না তিনি। এ জন্যই আজ আল তায়েরের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু বিধি বাম। এদিকে তাঁর অভিষেক ম্যাচ দেখার জন্য আল নাসরের ২৮ হাজার সমর্থকও টিকিট কেটেছিল। এখন রোনালদোর মতো তাঁদেরও অপেক্ষা করতে হচ্ছে।
রোনালদো যোগ দেওয়ার পরেই অনেক কিছুর পরিবর্তন হয়েছে আল নাসরসহ পুরো সৌদি আরবের। পর্তুগিজ তারকাকে কেনার সময় ক্লাবটির টুইটারে অনুসারী ছিল ৫ লাখ।
অনুসারীর সংখ্যা এখন তরতর করে বেড়ে প্রায় ৯৫ কোটির মতো হয়েছে। এ ছাড়া দেশটিতে তাঁর জার্সিও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
৫ মিনিট আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে