ক্রীড়া ডেস্ক

গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
বার্সার কাছে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে হেরেছে লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো দলের কাছে। দলের সেরা খেলোয়াড়দের সঙ্গেও তাঁর বনিবনা হচ্ছিল না। সব মিলিয়ে আলোনসোর রিয়াল ছাড়ার বিষয়টি যেন অবধারিতই ছিল। বার্সার কাছে হারের পর এল আনুষ্ঠানিক ঘোষণা।
আলোনসো অধ্যায় শেষে রিয়ালকে পথ দেখানোর দায়িত্ব পাওয়া আরবেলোয়াকে নিয়ে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে। ক্লাব ক্যারিয়ারে লম্বা সময় রিয়ালের জার্সিতে খেলেছেন সাবেক এই ডিফেন্ডার। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে খেলেছেন। দুটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন মোট আটটি শিরোপা। কোচিং ক্যারিয়ারেও রিয়ালের সঙ্গে আরবেলোয়ার সম্পর্ক নতুন নয়। ২০২৫ সালের জুনে রিয়ালের ‘বি’ দলের (রিয়াল কাস্তিয়া) দায়িত্ব নেন। রিয়ালের সঙ্গে তাই তাঁর বোঝাপড়াটা দারুণ।
আরবেলোয়ার কোচিংয়ে কাস্তিয়া প্রিমেরা আরএফইএফের গ্রুপ-১ এর চার নম্বরে আছে রিয়াল ‘বি’ দল। সফলতার হিসেব নয়, বরং কোচিংয়ে তাঁর শক্তি অন্য জায়গায়। খেলোয়াড় তৈরিতে বেশ পটু তিনি। আরবেলোয়ার হাত ধরেই গড়ে উঠেছে রিয়ালের তরুণ প্রতিভা বিকাশের কাঠামো। রিয়ালের একাডেমি কাস্তিয়ায় যেসব তরুণ প্রতিভাবান ফুটবলার আছেন তাদের বড় একটা অংশই উঠে এসেছে তাঁর তৈরি কাঠামো থেকে।
আরবেলোয়ার বড় গুণ হলো তিনি সহজেই তরুণ খেলোয়াড়দের প্রতিভা বের করে আনতে পারেন। শক্তি, সামর্থ্য বুঝে পরবর্তী সেই খেলোয়াড়কে আরও শাণিত করে তুলতে তাঁর ঝুড়ি নেই। কোচ হিসেবে বেশ আক্রমণাত্মক তিনি। বলের দখল রেখে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতেই বেশ পছন্দ আরবেলোয়ার। দলকে ৪-৩-৩ ফরমেশনই বেশি খেলান তিনি। পরিস্থিতি বিবেচনায় ৩-৫-২ ফরমেশনে দল সাজান আরবেলোয়া।

গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
বার্সার কাছে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে হেরেছে লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো দলের কাছে। দলের সেরা খেলোয়াড়দের সঙ্গেও তাঁর বনিবনা হচ্ছিল না। সব মিলিয়ে আলোনসোর রিয়াল ছাড়ার বিষয়টি যেন অবধারিতই ছিল। বার্সার কাছে হারের পর এল আনুষ্ঠানিক ঘোষণা।
আলোনসো অধ্যায় শেষে রিয়ালকে পথ দেখানোর দায়িত্ব পাওয়া আরবেলোয়াকে নিয়ে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে। ক্লাব ক্যারিয়ারে লম্বা সময় রিয়ালের জার্সিতে খেলেছেন সাবেক এই ডিফেন্ডার। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে খেলেছেন। দুটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন মোট আটটি শিরোপা। কোচিং ক্যারিয়ারেও রিয়ালের সঙ্গে আরবেলোয়ার সম্পর্ক নতুন নয়। ২০২৫ সালের জুনে রিয়ালের ‘বি’ দলের (রিয়াল কাস্তিয়া) দায়িত্ব নেন। রিয়ালের সঙ্গে তাই তাঁর বোঝাপড়াটা দারুণ।
আরবেলোয়ার কোচিংয়ে কাস্তিয়া প্রিমেরা আরএফইএফের গ্রুপ-১ এর চার নম্বরে আছে রিয়াল ‘বি’ দল। সফলতার হিসেব নয়, বরং কোচিংয়ে তাঁর শক্তি অন্য জায়গায়। খেলোয়াড় তৈরিতে বেশ পটু তিনি। আরবেলোয়ার হাত ধরেই গড়ে উঠেছে রিয়ালের তরুণ প্রতিভা বিকাশের কাঠামো। রিয়ালের একাডেমি কাস্তিয়ায় যেসব তরুণ প্রতিভাবান ফুটবলার আছেন তাদের বড় একটা অংশই উঠে এসেছে তাঁর তৈরি কাঠামো থেকে।
আরবেলোয়ার বড় গুণ হলো তিনি সহজেই তরুণ খেলোয়াড়দের প্রতিভা বের করে আনতে পারেন। শক্তি, সামর্থ্য বুঝে পরবর্তী সেই খেলোয়াড়কে আরও শাণিত করে তুলতে তাঁর ঝুড়ি নেই। কোচ হিসেবে বেশ আক্রমণাত্মক তিনি। বলের দখল রেখে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতেই বেশ পছন্দ আরবেলোয়ার। দলকে ৪-৩-৩ ফরমেশনই বেশি খেলান তিনি। পরিস্থিতি বিবেচনায় ৩-৫-২ ফরমেশনে দল সাজান আরবেলোয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
১১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
৩ ঘণ্টা আগে