Ajker Patrika

ফন গালের সঙ্গে কিসের শত্রুতা মেসিদের 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৯: ৫১
ফন গালের সঙ্গে কিসের শত্রুতা মেসিদের 

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল যুদ্ধংদেহী মনোভাব। গতকাল লুসাইলে ম্যাচ শেষ হওয়ার পরেও এর রেশ থেকে যায়। যেখানে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের সঙ্গে লিওনেল মেসিরা এক বিশেষ উদ্‌যাপন করলেন। 

লুসাইলে গতকাল ফন গালের একটা কথা আর্জেন্টিনার ফুটবলারদের তাতিয়ে দিয়েছিল। নেদারল্যান্ডস কোচ বলেছিলেন, ‘আমরা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে আমরা জিতে যাব।’ ২-২ গোলে সমতা হলে ডাচ ফুটবলাররা বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তবে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ জেতার পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে এক বিশেষ উদ্‌যাপন করেন ফন গালের উদ্দেশ্যে। এই উদ্‌যাপনের নাম টোপো গিগিও উদ্‌যাপন। 

মেসির এই টোপো গিগিও উদ্‌যাপন করার কারণ অবশ্য ভিন্ন। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি সাত মৌসুমে ৬ লিগ জেতা হুয়ান রিকেলমেকে এনেছিল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুইস ফন গাল। আর তাঁর সহকারী হিসেবে ছিলেন হোসে মরিনহো। ফন গাল ও মরিনহোর কৌশলে নিজের চিরচেনা সত্তাকেই হারিয়ে বসেন রিকেলমে। বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক প্রতিভাকে একপ্রকার গলা টিপে মেরেছিলেন ফন গাল। 

ছবি: ইএসপিএনফন গালের সঙ্গে আর্জেন্টাইনদের দ্বৈরথের সেখানেই শেষ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে আনহেল দি মারিয়ার ক্যারিয়ারও প্রায় ধসিয়ে দিতে বসেছিলেন ডাচ কোচ। ম্যানইউ ছাড়ার পর ফন গালকে ‘সবচেয়ে বাজে কোচের’ তকমা দিয়েছিলেন দি মারিয়া। এসব বিষয় তো ছিলই, ম্যাচের আগে ডাচ কোচের ওই কথা আরও তাঁতিয়ে রেখেছিল পুরো আর্জেন্টিনা শিবিরকে। মেসিকে আটকে দেবেন, ফন গালের এই কথাটাও পছন্দ হয়নি আলভেসিলেস্তেদের। মেসি, মার্তিনেজ তো বটেই; সুযোগ পেয়ে নিকোলাস ওতামেন্দি, লাওতারো মার্তিনেজরাও টোপো গিগিও উদ্‌যাপন দেখিয়ে দিয়েছেন ডাচ কোচকে। 

ছবি: ইএসপিএননেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়েটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত