
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল যুদ্ধংদেহী মনোভাব। গতকাল লুসাইলে ম্যাচ শেষ হওয়ার পরেও এর রেশ থেকে যায়। যেখানে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের সঙ্গে লিওনেল মেসিরা এক বিশেষ উদ্যাপন করলেন।
লুসাইলে গতকাল ফন গালের একটা কথা আর্জেন্টিনার ফুটবলারদের তাতিয়ে দিয়েছিল। নেদারল্যান্ডস কোচ বলেছিলেন, ‘আমরা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে আমরা জিতে যাব।’ ২-২ গোলে সমতা হলে ডাচ ফুটবলাররা বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তবে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ জেতার পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে এক বিশেষ উদ্যাপন করেন ফন গালের উদ্দেশ্যে। এই উদ্যাপনের নাম টোপো গিগিও উদ্যাপন।
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার কারণ অবশ্য ভিন্ন। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি সাত মৌসুমে ৬ লিগ জেতা হুয়ান রিকেলমেকে এনেছিল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুইস ফন গাল। আর তাঁর সহকারী হিসেবে ছিলেন হোসে মরিনহো। ফন গাল ও মরিনহোর কৌশলে নিজের চিরচেনা সত্তাকেই হারিয়ে বসেন রিকেলমে। বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক প্রতিভাকে একপ্রকার গলা টিপে মেরেছিলেন ফন গাল।
ফন গালের সঙ্গে আর্জেন্টাইনদের দ্বৈরথের সেখানেই শেষ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে আনহেল দি মারিয়ার ক্যারিয়ারও প্রায় ধসিয়ে দিতে বসেছিলেন ডাচ কোচ। ম্যানইউ ছাড়ার পর ফন গালকে ‘সবচেয়ে বাজে কোচের’ তকমা দিয়েছিলেন দি মারিয়া। এসব বিষয় তো ছিলই, ম্যাচের আগে ডাচ কোচের ওই কথা আরও তাঁতিয়ে রেখেছিল পুরো আর্জেন্টিনা শিবিরকে। মেসিকে আটকে দেবেন, ফন গালের এই কথাটাও পছন্দ হয়নি আলভেসিলেস্তেদের। মেসি, মার্তিনেজ তো বটেই; সুযোগ পেয়ে নিকোলাস ওতামেন্দি, লাওতারো মার্তিনেজরাও টোপো গিগিও উদ্যাপন দেখিয়ে দিয়েছেন ডাচ কোচকে।
নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়েটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল যুদ্ধংদেহী মনোভাব। গতকাল লুসাইলে ম্যাচ শেষ হওয়ার পরেও এর রেশ থেকে যায়। যেখানে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের সঙ্গে লিওনেল মেসিরা এক বিশেষ উদ্যাপন করলেন।
লুসাইলে গতকাল ফন গালের একটা কথা আর্জেন্টিনার ফুটবলারদের তাতিয়ে দিয়েছিল। নেদারল্যান্ডস কোচ বলেছিলেন, ‘আমরা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে আমরা জিতে যাব।’ ২-২ গোলে সমতা হলে ডাচ ফুটবলাররা বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তবে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ জেতার পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে এক বিশেষ উদ্যাপন করেন ফন গালের উদ্দেশ্যে। এই উদ্যাপনের নাম টোপো গিগিও উদ্যাপন।
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার কারণ অবশ্য ভিন্ন। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি সাত মৌসুমে ৬ লিগ জেতা হুয়ান রিকেলমেকে এনেছিল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুইস ফন গাল। আর তাঁর সহকারী হিসেবে ছিলেন হোসে মরিনহো। ফন গাল ও মরিনহোর কৌশলে নিজের চিরচেনা সত্তাকেই হারিয়ে বসেন রিকেলমে। বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক প্রতিভাকে একপ্রকার গলা টিপে মেরেছিলেন ফন গাল।
ফন গালের সঙ্গে আর্জেন্টাইনদের দ্বৈরথের সেখানেই শেষ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে আনহেল দি মারিয়ার ক্যারিয়ারও প্রায় ধসিয়ে দিতে বসেছিলেন ডাচ কোচ। ম্যানইউ ছাড়ার পর ফন গালকে ‘সবচেয়ে বাজে কোচের’ তকমা দিয়েছিলেন দি মারিয়া। এসব বিষয় তো ছিলই, ম্যাচের আগে ডাচ কোচের ওই কথা আরও তাঁতিয়ে রেখেছিল পুরো আর্জেন্টিনা শিবিরকে। মেসিকে আটকে দেবেন, ফন গালের এই কথাটাও পছন্দ হয়নি আলভেসিলেস্তেদের। মেসি, মার্তিনেজ তো বটেই; সুযোগ পেয়ে নিকোলাস ওতামেন্দি, লাওতারো মার্তিনেজরাও টোপো গিগিও উদ্যাপন দেখিয়ে দিয়েছেন ডাচ কোচকে।
নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়েটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে