
ইউরোপ পর্ব শেষে এখন আমেরিকা পর্ব শুরুর অপেক্ষা সার্জিও বুসকেতসের। বার্সেলোনার পর এবার বুসকেতসের নতুন ঠিকানা ইন্টার মিয়ামি। তবে তাঁকে পরিচয় করাতে গিয়ে হাস্যকর এক ভুল করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বুসকেতসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। বুসকেতসকে মিয়ামির সঙ্গে পরিচয় করানোর পর এমএলএস টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়। স্পেনের ২০১০ বিশ্বকাপ শিরোপার সঙ্গে চুমু খাওয়া ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছিল, ‘তিনি তো শুধুই জিতেছেন।’ ক্যাপশনের সঙ্গে মেডেলের ইমোজি জুড়ে দেয়। সামাজিকমাধ্যমে এই ছবি ভাইরাল হলে টনক নড়ে এমএলএসের। কেননা, বুসকেতসের জায়গায় ভুল করে আলভারো আরবেলোয়ার ছবি পোস্ট করা হয়। আরবেলোয়ার জায়গায় বুসকেতসের ছবি বসিয়ে ভুল সংশোধন করা হয়। এরপর বুসকেতস, আরবেলোয়ার ছবি পাশাপাশি বসিয়ে এমএলএস ক্যাপশন দিয়েছে, ‘কেন আরবেলোয়া ও বুসকেতসকে দেখতে একই রকম মনে হচ্ছে। নতুন চশমা দরকার অ্যাডমিনের।’ চশমা ও কপালে হাত দেওয়া—এই দুটো ইমোজি ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছে এমএলএস।
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন মেসি-বুসকেতস। দুই বছর পর আবার তাঁদের এক ক্লাবে খেলার সৌভাগ্য হচ্ছে। মেসি ও বুসকেতস—দুজনের সঙ্গেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে মিয়ামি। আর মেসির সঙ্গে শনিবার আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। মেসি ও বুসকেতসের বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জেতার কীর্তি রয়েছে। মেসি লা লিগা জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস।

ইউরোপ পর্ব শেষে এখন আমেরিকা পর্ব শুরুর অপেক্ষা সার্জিও বুসকেতসের। বার্সেলোনার পর এবার বুসকেতসের নতুন ঠিকানা ইন্টার মিয়ামি। তবে তাঁকে পরিচয় করাতে গিয়ে হাস্যকর এক ভুল করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বুসকেতসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। বুসকেতসকে মিয়ামির সঙ্গে পরিচয় করানোর পর এমএলএস টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়। স্পেনের ২০১০ বিশ্বকাপ শিরোপার সঙ্গে চুমু খাওয়া ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছিল, ‘তিনি তো শুধুই জিতেছেন।’ ক্যাপশনের সঙ্গে মেডেলের ইমোজি জুড়ে দেয়। সামাজিকমাধ্যমে এই ছবি ভাইরাল হলে টনক নড়ে এমএলএসের। কেননা, বুসকেতসের জায়গায় ভুল করে আলভারো আরবেলোয়ার ছবি পোস্ট করা হয়। আরবেলোয়ার জায়গায় বুসকেতসের ছবি বসিয়ে ভুল সংশোধন করা হয়। এরপর বুসকেতস, আরবেলোয়ার ছবি পাশাপাশি বসিয়ে এমএলএস ক্যাপশন দিয়েছে, ‘কেন আরবেলোয়া ও বুসকেতসকে দেখতে একই রকম মনে হচ্ছে। নতুন চশমা দরকার অ্যাডমিনের।’ চশমা ও কপালে হাত দেওয়া—এই দুটো ইমোজি ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছে এমএলএস।
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন মেসি-বুসকেতস। দুই বছর পর আবার তাঁদের এক ক্লাবে খেলার সৌভাগ্য হচ্ছে। মেসি ও বুসকেতস—দুজনের সঙ্গেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে মিয়ামি। আর মেসির সঙ্গে শনিবার আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। মেসি ও বুসকেতসের বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জেতার কীর্তি রয়েছে। মেসি লা লিগা জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৫ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে