
ঢাকা: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ন্যূনতম ছাড় দিতে নারাজ। এমনকি কাতালুনিয়ার স্বাধীনতা ও স্পেনের রাজনৈতিক মেরুকরণেও দুই ক্লাবের পাল্টাপাল্টি ভূমিকা রয়েছে। তবে ইউরোপিয়ান সুপার লিগ বিতর্কে দুই পক্ষই এক বিন্দুতে এসে মিলেছে।
রিয়ালের মতো বার্সা কর্তৃপক্ষও এই লিগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে। যেখানে তারা বলেছে, এই প্রতিযোগিতায় যোগ না দেওয়া ‘ঐতিহাসিক ভুল’ হবে বলে বিবেচনা করেছিল তারা।
বার্সার বিবৃতিতে বলা হয়, যে দৃঢ় বিশ্বাস থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা হলো, প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সুযোগটি ফিরিয়ে দেওয়া হবে ঐতিহাসিক ভুল। বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব হিসেবে আমাদের উদ্দেশ্য হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এটা ক্লাবের আত্মপরিচয়ের অপরিহার্য অংশও বটে।
এই আয়োজনকে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অবকাঠামোগত পরিবর্তনের জন্য জরুরি বলে মনে করছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, ‘এটা বৈশ্বিকভাবে ফুটবলকে অর্থনৈতিক নিশ্চয়তা ও স্থায়িত্ব প্রদান করবে। পাশাপাশি এটা বিশ্বব্যাপী ফুটবলের ভক্ত–সমর্থক বাড়াতেও গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে, যা কিনা খেলাটির প্রধান চালিকাশক্তি।
ফলে বর্তমান প্রেক্ষাপটে বার্সেলোনার পরিচালকেরা সুপার লিগকে জরুরি বিষয় বলে মনে করেছে।
এ কারণে সুপার লিগের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার প্রস্তাবটিও তারা সাদরে গ্রহণ করেছে। নিজেদের সিদ্ধান্তের পক্ষে যৌক্তিকতা দিতে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাটি এমনভাবে সাজানো হয়েছে যেন এর মান ও আকর্ষণ বাড়ে। একইভাবে এটি বার্সেলোনার অপরিহার্য মূলনীতি যে ফুটবল পরিবারের সামগ্রিক সংহতির জন্য নতুন ফর্মুলা খুঁজে বের করা।
তবে ভক্ত–সমর্থকদের কাছ থেকে আসা প্রতিবাদকেও অগ্রাহ্য করছে না বলে জানিয়েছে ক্লাবটি। ভবিষ্যতে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছে তারা।

ঢাকা: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ন্যূনতম ছাড় দিতে নারাজ। এমনকি কাতালুনিয়ার স্বাধীনতা ও স্পেনের রাজনৈতিক মেরুকরণেও দুই ক্লাবের পাল্টাপাল্টি ভূমিকা রয়েছে। তবে ইউরোপিয়ান সুপার লিগ বিতর্কে দুই পক্ষই এক বিন্দুতে এসে মিলেছে।
রিয়ালের মতো বার্সা কর্তৃপক্ষও এই লিগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে। যেখানে তারা বলেছে, এই প্রতিযোগিতায় যোগ না দেওয়া ‘ঐতিহাসিক ভুল’ হবে বলে বিবেচনা করেছিল তারা।
বার্সার বিবৃতিতে বলা হয়, যে দৃঢ় বিশ্বাস থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা হলো, প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার সুযোগটি ফিরিয়ে দেওয়া হবে ঐতিহাসিক ভুল। বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব হিসেবে আমাদের উদ্দেশ্য হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া। এটা ক্লাবের আত্মপরিচয়ের অপরিহার্য অংশও বটে।
এই আয়োজনকে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অবকাঠামোগত পরিবর্তনের জন্য জরুরি বলে মনে করছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, ‘এটা বৈশ্বিকভাবে ফুটবলকে অর্থনৈতিক নিশ্চয়তা ও স্থায়িত্ব প্রদান করবে। পাশাপাশি এটা বিশ্বব্যাপী ফুটবলের ভক্ত–সমর্থক বাড়াতেও গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে, যা কিনা খেলাটির প্রধান চালিকাশক্তি।
ফলে বর্তমান প্রেক্ষাপটে বার্সেলোনার পরিচালকেরা সুপার লিগকে জরুরি বিষয় বলে মনে করেছে।
এ কারণে সুপার লিগের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার প্রস্তাবটিও তারা সাদরে গ্রহণ করেছে। নিজেদের সিদ্ধান্তের পক্ষে যৌক্তিকতা দিতে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাটি এমনভাবে সাজানো হয়েছে যেন এর মান ও আকর্ষণ বাড়ে। একইভাবে এটি বার্সেলোনার অপরিহার্য মূলনীতি যে ফুটবল পরিবারের সামগ্রিক সংহতির জন্য নতুন ফর্মুলা খুঁজে বের করা।
তবে ভক্ত–সমর্থকদের কাছ থেকে আসা প্রতিবাদকেও অগ্রাহ্য করছে না বলে জানিয়েছে ক্লাবটি। ভবিষ্যতে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছে তারা।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৪ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৫ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে