ক্রীড়া ডেস্ক

খবরটা আগেই পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠছে না ব্যালন ডি’অর। রিয়ালও সেটি জেনে আর প্যারিস সফরে যায়নি। অথচ ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিল লস ব্লাঙ্কোসদেরই ৭ জন। বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল। আর বর্ষসেরা কোচ রিয়ালই কার্লো আনচেলত্তি।
ভিনির হাতে ব্যালন ডি’অর উঠছে—এমনটাই জানিয়েছিল মার্কাসহ বেশ কয়েকটি ক্রীড়া মাধ্যম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাজি ধরেছিলেন অনেকে। এমনকি গতকাল অনুষ্ঠান শুরুর আগে ফাঁস হয়ে যাওয়া একটি তালিকাকেও সবার ওপরে ছিল ভিনির নাম। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আগে খবর আসতে থাকে, ভিনি নয় রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর একের পর এক টুইটে জানা যায়, ভিনির হাতে ফ্রান্স ফুটবলের দেওয়া ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কার উঠছে না জেনে প্যারিসে যাচ্ছেন না রিয়ালের কেউ। আসলেই গতরাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আলো ঝলমলে মঞ্চে দেখা যায়নি লস ব্লাঙ্কোসদের কাউকে। তারকার মেলা বসলেও ভিনি-এমবাপ্পেরা ছিলেন না। ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল।
শেষ পর্যন্ত যে গুঞ্জন, সেটিই সত্যিই হয়েছে। ভিনি নয়, রদ্রির হাতে উঠেছে ব্যালন ডি’অর। কেন এভাবে পাশার দান উল্টে গেল? ভিনিকে বর্ষসেরার এই পুরস্কার না দেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্স ফুটবলের নির্বাচন প্রক্রিয়া। অনেকে মনে করছেন, মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরে বিভিন্নভাবে আলোচিত-সমালোচিত হওয়ার কারণে উয়েফা এই পুরস্কার দেয়নি ২৪ বছর বয়সী রিয়াল ফরোয়ার্ডকে।
তবে কেন ব্যালন ডি’অর পাননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার ব্যাখ্যা দিয়েছেন ভিনি। ব্রাজিলিয়ান তারকা তাঁর এক্স অ্যাকাউন্টে হতাশার সঙ্গে লিখেছেন, ‘এটা (ব্যালন ডি’অর) জিততে পরবর্তীতে এর চেয়ে আরও ১০ গুন ভালো করতে হবে আমার। তারা (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’

খবরটা আগেই পেয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠছে না ব্যালন ডি’অর। রিয়ালও সেটি জেনে আর প্যারিস সফরে যায়নি। অথচ ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিল লস ব্লাঙ্কোসদেরই ৭ জন। বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল। আর বর্ষসেরা কোচ রিয়ালই কার্লো আনচেলত্তি।
ভিনির হাতে ব্যালন ডি’অর উঠছে—এমনটাই জানিয়েছিল মার্কাসহ বেশ কয়েকটি ক্রীড়া মাধ্যম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাজি ধরেছিলেন অনেকে। এমনকি গতকাল অনুষ্ঠান শুরুর আগে ফাঁস হয়ে যাওয়া একটি তালিকাকেও সবার ওপরে ছিল ভিনির নাম। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আগে খবর আসতে থাকে, ভিনি নয় রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর একের পর এক টুইটে জানা যায়, ভিনির হাতে ফ্রান্স ফুটবলের দেওয়া ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কার উঠছে না জেনে প্যারিসে যাচ্ছেন না রিয়ালের কেউ। আসলেই গতরাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আলো ঝলমলে মঞ্চে দেখা যায়নি লস ব্লাঙ্কোসদের কাউকে। তারকার মেলা বসলেও ভিনি-এমবাপ্পেরা ছিলেন না। ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল।
শেষ পর্যন্ত যে গুঞ্জন, সেটিই সত্যিই হয়েছে। ভিনি নয়, রদ্রির হাতে উঠেছে ব্যালন ডি’অর। কেন এভাবে পাশার দান উল্টে গেল? ভিনিকে বর্ষসেরার এই পুরস্কার না দেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্স ফুটবলের নির্বাচন প্রক্রিয়া। অনেকে মনে করছেন, মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরে বিভিন্নভাবে আলোচিত-সমালোচিত হওয়ার কারণে উয়েফা এই পুরস্কার দেয়নি ২৪ বছর বয়সী রিয়াল ফরোয়ার্ডকে।
তবে কেন ব্যালন ডি’অর পাননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার ব্যাখ্যা দিয়েছেন ভিনি। ব্রাজিলিয়ান তারকা তাঁর এক্স অ্যাকাউন্টে হতাশার সঙ্গে লিখেছেন, ‘এটা (ব্যালন ডি’অর) জিততে পরবর্তীতে এর চেয়ে আরও ১০ গুন ভালো করতে হবে আমার। তারা (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৬ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে