ক্রীড়া ডেস্ক
বিপদ তো বলে কয়ে আসে না। সিরি ‘আ’ তে গত রাতে সুস্থ স্বাভাবিক এদোয়ার্দো বোভ হঠাৎই জ্ঞান হারালেন। মাঠে খেলতে পেরেছেন কেবল ১৬ মিনিট। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে ইতালির এই তরুণ মিডফিল্ডারকে।
আর্তেমিও ফ্র্যাঙ্কি স্টেডিয়ামে গত রাতে স্বাগতিক ফিওরেন্তিনা খেলেছে ইন্টার মিলানের বিপক্ষে। ফিওরেন্তিনার শুরুর একাদশেই ছিলেন বোভ। এই ম্যাচের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুতই। ভিডিওতে দেখা গেছে, মাঠে এক হাঁটু গেড়ে বোভ বসে আছেন। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টাও করেন। তবে কয়েক পা এগোনোর পর ভারসাম্য হারিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। এই অবস্থা দেখে ফিওরেন্তিনা, ইন্টার মিলান দুই দলের খেলোয়াড়েরা তৎক্ষণাৎ মেডিকেল টিমকে খবর দেন। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যাওয়া হয় ক্যারেগি ইউনিভার্সিটি হাসপাতালে।
মাঠে লুটিয়ে পড়ার দুই ঘণ্টা পর বোভকে নিয়ে আপডেট দিয়েছে ফিওরেন্তিনা। ইতালিয়ান ক্লাবটি বলেছে, ‘ফিওরেন্তিনা ও ক্যারেগি ইউনিভার্সিটি হাসপাতাল জানাচ্ছে যে ফিওরেন্তিনা-ইন্টার ম্যাচে লুটিয়ে পড়া এদোয়ার্দো বোভকে শুরুতে মাঠে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাঁকে ইন্টেনসিভ কেয়ারে নেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় তাঁর অবস্থা কী দাঁড়ায়, সেটা পুনরায় মূল্যায়ন করা হবে।’ বোভের সুস্থতা কামনা করে ফিওরেন্তিনা ক্লাবের সভাপতি রোকো কোমিসো বলেছেন, ‘আমরা তোমার সঙ্গে আছি এদোয়ার্দো। তুমি অসাধারণ একজন ছেলে। আমরা এই মুহূর্তে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
ফিওরেন্তিনা-ইন্টার মিলান ম্যাচ ১৬ মিনিট পর্যন্তই হয়েছে। এই ম্যাচ বাতিল হওয়ায় ৩২ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের সিরি ‘আ’-এর পয়েন্ট টেবিলে শীর্ষে নাপোলি। ক্লাবটি খেলেছে ১৪ ম্যাচ। দুই, তিন ও চারে থাকা আতালান্তা, ইন্টার মিলান, ফিওরেন্তিনা প্রত্যেকেরই পয়েন্ট ২৮। তিনটি দলই খেলেছে ১৩টি করে ম্যাচ।
এ বছরের আগস্টে এক মৌসুমের জন্য ধারে এএস রোমা থেকে ফিওরেন্তিনায় এসেছেন বোভ। ফিওরেন্তিনার জার্সিতে বোভ এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে করেছেন ১ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।
বিপদ তো বলে কয়ে আসে না। সিরি ‘আ’ তে গত রাতে সুস্থ স্বাভাবিক এদোয়ার্দো বোভ হঠাৎই জ্ঞান হারালেন। মাঠে খেলতে পেরেছেন কেবল ১৬ মিনিট। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে ইতালির এই তরুণ মিডফিল্ডারকে।
আর্তেমিও ফ্র্যাঙ্কি স্টেডিয়ামে গত রাতে স্বাগতিক ফিওরেন্তিনা খেলেছে ইন্টার মিলানের বিপক্ষে। ফিওরেন্তিনার শুরুর একাদশেই ছিলেন বোভ। এই ম্যাচের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুতই। ভিডিওতে দেখা গেছে, মাঠে এক হাঁটু গেড়ে বোভ বসে আছেন। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টাও করেন। তবে কয়েক পা এগোনোর পর ভারসাম্য হারিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। এই অবস্থা দেখে ফিওরেন্তিনা, ইন্টার মিলান দুই দলের খেলোয়াড়েরা তৎক্ষণাৎ মেডিকেল টিমকে খবর দেন। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যাওয়া হয় ক্যারেগি ইউনিভার্সিটি হাসপাতালে।
মাঠে লুটিয়ে পড়ার দুই ঘণ্টা পর বোভকে নিয়ে আপডেট দিয়েছে ফিওরেন্তিনা। ইতালিয়ান ক্লাবটি বলেছে, ‘ফিওরেন্তিনা ও ক্যারেগি ইউনিভার্সিটি হাসপাতাল জানাচ্ছে যে ফিওরেন্তিনা-ইন্টার ম্যাচে লুটিয়ে পড়া এদোয়ার্দো বোভকে শুরুতে মাঠে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাঁকে ইন্টেনসিভ কেয়ারে নেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় তাঁর অবস্থা কী দাঁড়ায়, সেটা পুনরায় মূল্যায়ন করা হবে।’ বোভের সুস্থতা কামনা করে ফিওরেন্তিনা ক্লাবের সভাপতি রোকো কোমিসো বলেছেন, ‘আমরা তোমার সঙ্গে আছি এদোয়ার্দো। তুমি অসাধারণ একজন ছেলে। আমরা এই মুহূর্তে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
ফিওরেন্তিনা-ইন্টার মিলান ম্যাচ ১৬ মিনিট পর্যন্তই হয়েছে। এই ম্যাচ বাতিল হওয়ায় ৩২ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের সিরি ‘আ’-এর পয়েন্ট টেবিলে শীর্ষে নাপোলি। ক্লাবটি খেলেছে ১৪ ম্যাচ। দুই, তিন ও চারে থাকা আতালান্তা, ইন্টার মিলান, ফিওরেন্তিনা প্রত্যেকেরই পয়েন্ট ২৮। তিনটি দলই খেলেছে ১৩টি করে ম্যাচ।
এ বছরের আগস্টে এক মৌসুমের জন্য ধারে এএস রোমা থেকে ফিওরেন্তিনায় এসেছেন বোভ। ফিওরেন্তিনার জার্সিতে বোভ এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে করেছেন ১ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।
ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
৪১ মিনিট আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
২ ঘণ্টা আগেঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৫ ঘণ্টা আগে