
যেন বিরানভূমি। উষ্ণ মরুভূমিতে পথ হারানো পথিকের মতো উদভ্রান্ত ও এলোমেলো। ফাইনালের ফ্রান্স দলকে দেখে এমনটাই মনে হচ্ছিল বারবার। নিজেদের হারিয়ে ফেরা দলটি দুই গোল হজম করেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। কাতার বিশ্বকাপের শুরু থেকেই যে দুর্ধর্ষ ফরাসিদের দেখা গিয়েছিল, ফাইনালের দিনে লুসাইলে যেন হারিয়ে গেল ফরাসিদের সেই সোনার কাঠি।
চ্যাম্পিয়ন হিসেবে দুর্দান্ত প্রতাপ নিয়ে মাঠে এসেছিল ফ্রান্স। মাঠ ও মাঠের বাইরে ফরাসিদের রুখে দেওয়ার মতো কেউ ছিলই না, তাদের হারিয়ে খুঁজতে হয়েছে লুসাইলে। ম্যাচ জুড়ে রাজত্বই করেছে লাতিন সৌন্দর্যের মুখপাত্র আর্জেন্টিনা। প্রথমার্ধে আর্জেন্টাইনদের কাছে যেন পাত্তাই পেল না। প্রথমার্ধে শেষে এক ভাঙাচোরা ফ্রান্সকে দেখে মায়াই হচ্ছিল।
দ্বিতীয়ার্ধে তারা ফিরে এল স্বরূপে। যেন ফিনিক্স পাখি। ৯০ মিনিটের খেলা ফুটবল যখন মানসিক চাপকে ডিঙিয়ে নিজেদের চ্যাম্পিয়ন রূপে দেখা দেয় ৮০ মিনিটে। ওতামেন্দির করা ফাউল থেকে এমবাপ্পের নিজের মত গতিতে করা পেনাল্টিই ম্যাচে ফেরায় ফ্রান্সকে। আর পুরো দলই যেন জেগে উঠে ফিনিক্স পাখির মতো। ধ্বংসস্তূপ থেকে উঠে আবারও চ্যাম্পিয়নদের রূপ দেখিয়ে এক মিনিট পরই সমতায় ফেরায় এমবাপ্পে। যেন মেসির সামনে তার চেয়ে আরও বড় এক তারকার উত্থান নিশ্চিত করা বার্তা।
তবুও যেন বাকি ছিল নাটকীয়তা। আর্জেন্টিনার অতিরিক্ত সময়ের জন্য জমিয়ে রাখা শক্তি পুনরুজ্জীবিত করে দেন মেসি। কিন্তু যে ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে ফ্রান্স, তারা কি এতেই হেরে যাবে? মোটেই না। সে কথার প্রমাণ রেখে ২ মিনিট বাকি থাকতে আবারও সমতায় ফেরে ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কমবয়সী হয়ে হ্যাটট্রিক করার রেকর্ড করেন ফ্রান্সের আরেক মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়লেও অপরাজিত ও লড়াকু শক্তির দুর্দমনীয় প্রমাণ রেখে ফুটবলকেই জিতিয়ে দিয়েছে ফ্রান্স। তাদের হাতেই তোলা থাকল সেরা ফুটবলে সৌন্দর্যের প্রতীক।

যেন বিরানভূমি। উষ্ণ মরুভূমিতে পথ হারানো পথিকের মতো উদভ্রান্ত ও এলোমেলো। ফাইনালের ফ্রান্স দলকে দেখে এমনটাই মনে হচ্ছিল বারবার। নিজেদের হারিয়ে ফেরা দলটি দুই গোল হজম করেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। কাতার বিশ্বকাপের শুরু থেকেই যে দুর্ধর্ষ ফরাসিদের দেখা গিয়েছিল, ফাইনালের দিনে লুসাইলে যেন হারিয়ে গেল ফরাসিদের সেই সোনার কাঠি।
চ্যাম্পিয়ন হিসেবে দুর্দান্ত প্রতাপ নিয়ে মাঠে এসেছিল ফ্রান্স। মাঠ ও মাঠের বাইরে ফরাসিদের রুখে দেওয়ার মতো কেউ ছিলই না, তাদের হারিয়ে খুঁজতে হয়েছে লুসাইলে। ম্যাচ জুড়ে রাজত্বই করেছে লাতিন সৌন্দর্যের মুখপাত্র আর্জেন্টিনা। প্রথমার্ধে আর্জেন্টাইনদের কাছে যেন পাত্তাই পেল না। প্রথমার্ধে শেষে এক ভাঙাচোরা ফ্রান্সকে দেখে মায়াই হচ্ছিল।
দ্বিতীয়ার্ধে তারা ফিরে এল স্বরূপে। যেন ফিনিক্স পাখি। ৯০ মিনিটের খেলা ফুটবল যখন মানসিক চাপকে ডিঙিয়ে নিজেদের চ্যাম্পিয়ন রূপে দেখা দেয় ৮০ মিনিটে। ওতামেন্দির করা ফাউল থেকে এমবাপ্পের নিজের মত গতিতে করা পেনাল্টিই ম্যাচে ফেরায় ফ্রান্সকে। আর পুরো দলই যেন জেগে উঠে ফিনিক্স পাখির মতো। ধ্বংসস্তূপ থেকে উঠে আবারও চ্যাম্পিয়নদের রূপ দেখিয়ে এক মিনিট পরই সমতায় ফেরায় এমবাপ্পে। যেন মেসির সামনে তার চেয়ে আরও বড় এক তারকার উত্থান নিশ্চিত করা বার্তা।
তবুও যেন বাকি ছিল নাটকীয়তা। আর্জেন্টিনার অতিরিক্ত সময়ের জন্য জমিয়ে রাখা শক্তি পুনরুজ্জীবিত করে দেন মেসি। কিন্তু যে ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে ফ্রান্স, তারা কি এতেই হেরে যাবে? মোটেই না। সে কথার প্রমাণ রেখে ২ মিনিট বাকি থাকতে আবারও সমতায় ফেরে ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কমবয়সী হয়ে হ্যাটট্রিক করার রেকর্ড করেন ফ্রান্সের আরেক মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়ে আর্জেন্টিনা মাঠ ছাড়লেও অপরাজিত ও লড়াকু শক্তির দুর্দমনীয় প্রমাণ রেখে ফুটবলকেই জিতিয়ে দিয়েছে ফ্রান্স। তাদের হাতেই তোলা থাকল সেরা ফুটবলে সৌন্দর্যের প্রতীক।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৮ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে