
র্যাঙ্কিংয়ের ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতে রুখে চমকে দিয়েছে বাংলাদেশ নারী দল। গোলশূন্য সেই ড্রয়ের ম্যাচ আফঈদা খন্দকার-মারিয়া মান্দারাদের জুগিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের শেষ ম্যাচে আজ স্বাগতিক জর্ডানকে হারাতে উন্মুখ বাংলাদেশ। আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
জর্ডান র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার চেয়ে এগিয়ে। বাংলাদেশ (১৩৩) থেকে ৫৯ ধাপ ওপরে আছে তারা (৭৪)। তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। জর্ডান খুব যে ছন্দে আছে, সেটা বলার উপায় নেই। বাংলাদেশের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু ম্যাচটা নিয়ে বেশ আশাবাদী, ‘আশা করছি, আমাদের মেয়েরা কাল (আজ) ভালো একটি ম্যাচ খেলবে। মেয়েরা নিরাশ করবে না, জয় নিয়ে ফিরবে। শেষ ম্যাচে ভালো খেলে আমাদের মেয়েরা দেশবাসীকে আনন্দ দেবে।’
জর্ডানের সঙ্গে বাংলাদেশের সবশেষ দেখা হয়েছে ২০২১ সালে। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে হজম করতে হয়েছিল ৫ গোল। এবার জয়ের প্রত্যয় মিডফিল্ডার মারিয়া মান্দার, ‘আজকের (গতকাল) অনুশীলনটা আমরা ভালোভাবে শেষ করেছি। জর্ডানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত। কাল (আজ) আমরা ভালোভাবে খেলে জয় নিয়ে ফিরব।’
মারিয়াসহ বিদ্রোহী ৯ ফুটবলার যোগ হওয়ায় দলের শক্তিমত্তাও বেড়েছে। সেটার ছাপ দেখা গেছে ইন্দোনেশিয়া ম্যাচে। কোচ পিটার বাটলারের অধীনে প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন মিডফিল্ডার স্বপ্না রানী সরকার। তিনি বলেন, ‘আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পরদিন সুইমিং করেছি। আজ (গতকাল) অনুশীলন করলাম, সব মিলিয়ে ভালো প্রস্তুতি নিয়েছি।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১৩ ঘণ্টা আগে