নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।
দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।
আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’
সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।

জামাল ভূঁইয়ার এখন যেন অখণ্ড অবসর। গত ডিসেম্বর থেকে লম্বা ছুটিতে বাংলাদেশ অধিনায়ক। ছুটিতে আর্জেন্টিনা থেকে ডেনমার্ক হয়ে আবার আর্জেন্টিনায় ক্লাব সোল দে মায়োতে ফিরলেও এই লম্বা ছুটি যেন এখন অসহনীয় হয়ে উঠেছে জামালের জন্য।
দেড় মৌসুমের চুক্তিতে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন জামাল। দলটির অর্ধেক মৌসুম খেলেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। সব মিলিয়ে খেলেছেন ৬ ম্যাচ। লিগে চার ম্যাচ খেলে করেছেন ২ গোল। মার্চের শেষে শুরু হবে নতুন মৌসুম। ডিসেম্বরে লিগ শেষ হওয়ার পর থেকে আর খেলাতেই নেই জামাল।
বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা এবার যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পাননি, জামাল সেখানে ফুটবল থেকে দূরে তিন মাস ধরে। দীর্ঘ একটা বিশ্রাম আরামদায়ক হলেও এর উল্টো ফলটাও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। এমনিতে জাতীয় দলে তাঁকে ৬০ মিনিটের বেশি খেলার সুযোগ দেন না কোচ হাভিয়ের কাবরেরা। তিন মাসের বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকায় জামালকে খেলায় তাগিদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে।
আর জাতীয় দলের ফেরার তাগিদ থেকেই আবারও বিপিএল ফুটবলে ফিরতে পারেন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে আবাহনীর সঙ্গে তার প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে। জামাল নিজ থেকেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানালেন ক্লাবটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম, ’ জামাল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে চুক্তির বিষয়টি নিশ্চিত না। ক্লাব দেখছে বিষয়টি।’
সোল দে মায়োর সঙ্গে মাসিক ১৪ হাজার ডলারে আগামী অক্টোবর পর্যন্ত চুক্তি জামালের। প্রতি ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনে তাঁকে খেলানোর জন্য ৫-৬ লাখ টাকা বিমান ভাড়া গুনতে হয় বাফুফেকে। গুঞ্জন আছে, জামালের পেছনে এভাবে আর বিমান ভাড়া গুনতে রাজি নয় বাফুফে। সব মিলিয়েই আর্জেন্টিনার চুক্তি বাতিল করে আবারও বাংলাদেশেই ফিরতে পারেন জামাল।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে