ক্রীড়া ডেস্ক

জিততেই যেন ভুলে গেছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। এমন পরিস্থিতিতে দলকে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মেসি।
মায়ামি সবশেষ তিন ম্যাচের মধ্যে হেরেছে দুটিতে। ড্র হয়েছে এক ম্যাচ। যেখানে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। এই ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪ শট নিয়েছে মেসি-সুয়ারেজদের দল। কিন্তু কোনো গোলই তো করতে পারেনি মায়ামি।
অরলান্ডো সিটির কাছে বড় ব্যবধানে হারের পর অ্যাপল টিভির সঙ্গে মেসি কথা বলেছেন। মায়ামি যে কঠিন সময় পার করছে, সেটা স্বীকার করেছেন স্বয়ং মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমরা দল হিসেবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। কারণ, দল যখন জেতে, তখন সহজ হয়। কিন্তু এখন কঠিন সময় আসছে। এখন সবাইকে আরও বেশি একত্রিত হতে হবে।’
চেজ স্টেডিয়ামে ৪ মে এমএলএসে নিউইয়র্ক রেডবুলসকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ইন্টার মায়ামি। এই জয়ের পর মায়ামি দিশা হারিয়েছে। পরের তিন ম্যাচে তারা করেছে ৪ গোল। বিপরীতে ১০ গোল হজম করেছে। আর মায়ামির সবশেষ তিন ম্যাচে মেসি করেছেন ১ গোল। অনেক সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সব ভুলে এখন সামনে এগোনোর পরিকল্পনা করছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমাদের সামনে এগোতে হবে। সত্যিকারের দল হিসেবে সামনে এগোতে হবে। আমাদের যা প্রয়োজন, সেটা আছে। সামনে কী আছে সেটা নিয়ে ভাবতে হবে। পরের ম্যাচের জন্য প্রস্তুত হবে।’
৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে। ইন্টার মায়ামির পরের ম্যাচ এমএলএসে ফিলাডেলফিয়ার বিপক্ষে। সুবারু পার্কে রোববার বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় শুরু হবে মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচ।

জিততেই যেন ভুলে গেছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। এমন পরিস্থিতিতে দলকে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মেসি।
মায়ামি সবশেষ তিন ম্যাচের মধ্যে হেরেছে দুটিতে। ড্র হয়েছে এক ম্যাচ। যেখানে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। এই ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪ শট নিয়েছে মেসি-সুয়ারেজদের দল। কিন্তু কোনো গোলই তো করতে পারেনি মায়ামি।
অরলান্ডো সিটির কাছে বড় ব্যবধানে হারের পর অ্যাপল টিভির সঙ্গে মেসি কথা বলেছেন। মায়ামি যে কঠিন সময় পার করছে, সেটা স্বীকার করেছেন স্বয়ং মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমরা দল হিসেবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। কারণ, দল যখন জেতে, তখন সহজ হয়। কিন্তু এখন কঠিন সময় আসছে। এখন সবাইকে আরও বেশি একত্রিত হতে হবে।’
চেজ স্টেডিয়ামে ৪ মে এমএলএসে নিউইয়র্ক রেডবুলসকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ইন্টার মায়ামি। এই জয়ের পর মায়ামি দিশা হারিয়েছে। পরের তিন ম্যাচে তারা করেছে ৪ গোল। বিপরীতে ১০ গোল হজম করেছে। আর মায়ামির সবশেষ তিন ম্যাচে মেসি করেছেন ১ গোল। অনেক সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সব ভুলে এখন সামনে এগোনোর পরিকল্পনা করছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমাদের সামনে এগোতে হবে। সত্যিকারের দল হিসেবে সামনে এগোতে হবে। আমাদের যা প্রয়োজন, সেটা আছে। সামনে কী আছে সেটা নিয়ে ভাবতে হবে। পরের ম্যাচের জন্য প্রস্তুত হবে।’
৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে। ইন্টার মায়ামির পরের ম্যাচ এমএলএসে ফিলাডেলফিয়ার বিপক্ষে। সুবারু পার্কে রোববার বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় শুরু হবে মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে