
বৈরী আবহাওয়ায় স্থগিত হওয়ায় গতকাল মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচটি হতে পেরেছিল ১৮ মিনিট। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপাজয়ী সাদা-কালোরা। কিন্তু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ম্যাচের বাকি সময়ে ‘খেল’ দেখাল রহমতগঞ্জ। আগের দিন দুই গোল হজম করা রহমতগঞ্জ চ্যাম্পিয়নদের ৩ গোল ফিরিয়ে দিয়ে জিতল ৪-৩ ব্যবধানে।
৩১ মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। মিনিট ছয়েক মোহামেডানকে আবার এগিয়ে দেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু ম্যাচের শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ। ৮৪ ও ৮৬ মিনিটে দুটি গোলই করেন ঘানার স্যামুয়েল বোয়াটেং।
চলতি প্রিমিয়ার লিগ ফুটবলে এটি মোহামেডানের দ্বিতীয় হার। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে রহমতগঞ্জ। ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আবাহনী ক্রীড়া চক্র। গতকাল যারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিগ টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন এনামুল ইসলাম গাজী। ১টি করে গোল করেন এমেকা ওগবুগ, আসাদুজ্জামান বাবলু ও রাফায়েল অগাস্তো। বড় এই জয়ের পর ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে আবাহনী।
দিনের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ১-১ গোলে রুখে দিয়েছে ফর্টিস। বিরতির আগে ৪৪ মিনিটে আলামিনের গোলে এগিয়ে যায় পুলিশ। ৬৮ মিনিটে ওমরের গোলে সমতায় ফেরে ফর্টিস।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে