ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবারের মৌসুমে সুযোগ কম পাননি মার্কাস রাশফোর্ড। কিন্তু প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচ খেলে তার প্রতিদান দিতে পারেননি তিনি। ৭ গোলের সঙ্গে ২ অ্যাসিস্ট করেছেন রেড ডেভিলসের এই স্ট্রাইকার।
ছন্দে না থাকার মূল্যই এবার দিলেন রাশফোর্ড। বাজে ছন্দের কারণে তাঁকে ইংল্যান্ডের ইউরোর প্রাথমিক দলে রাখেননি কোচ গ্যারেথ সাউথগেট। রাশফোর্ডের সঙ্গ ইউরোর ৩৩ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ জর্ডান হেন্ডারসনেরও।
লিভারপুল থেকে গত গ্রীষ্মে আল ইত্তিফাকে নাম লেখানোর মধ্যে দিয়েই অনেকটা হেন্ডারসনের জাতীয় দলের ক্যারিয়ার শঙ্কায় পড়েছিল। এটা বুঝতে পেরেই হয়তো গত জানুয়ারিতে ডাচ ক্লাব আয়াক্সকে নাম লেখান তিনি। কিন্তু তাতেও কোনো লাভ হলো না তাঁর। যদিও সবশেষ ব্রাজিল এবং বেলজিয়াম দলের বিপক্ষে ইংল্যান্ড দলে ছিলেন হেন্ডারসন। তবে কোনো ম্যাচেই খেলার সুযোগ পাননি তিনি। এবার তো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলার আশাই শেষ হয়েছে তাঁর।
রাশফোর্ড-হেন্ডারসনের মতো বাদ পড়েছেন রাহিম স্টার্লিংও। এ ছাড়া ইউরোপীয় ফুটবল মাতানো তারকা খেলোয়াড়েরাই সুযোগ পেয়েছেন দলে। হেরি কেইন, জুড বেলিংহাম, ফিল ফোডেনদের দলে গোলবারের নিচের দায়িত্ব থাকবেন জর্ডান পিকফোর্ড-অ্যারন রামসডেলরা।
অভিষেকের অপেক্ষায় আছেন পাঁচ ফুটবলার। তাঁরা হচ্ছেন—জার্ড ব্রানথওয়েট, কার্টিস জোনস, জারেল কানশা, অ্যাডাম ওয়ারটন এবং জেমস ট্রাফোর্ড। তার আগে অবশ্য এই পাঁচ ফুটবলার চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়ে যদি-কিন্তু থেকে যাচ্ছে। আগামী ৭ জুনের মধ্যে ৭ ফুটবলারকে বাদ দিয়ে ২৬ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে সাউথগেটকে। সার্বিয়ার বিপক্ষে ১৬ জুনের ম্যাচ দিয়ে ইউরোর যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ‘সি’ গ্রুপে ‘থ্রি লায়নস’দের বাকি সঙ্গী স্লোভেনিয়া ও ডেনমার্ক।
ইংল্যান্ডের প্রাথমিক ইউরো স্কোয়াড:
গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন রামসডেল (আর্সেনাল), জেমস ট্রাফোর্ড (বার্নলি)।
ডিফেন্ডার: জার্ড ব্রানথওয়েট (এভারটন), লুইস ডানক (ব্রাইটন), জো গোমেজ (লিভারপুল), মার্ক গুয়েহি (ক্রিস্টাল প্যালেস), এজরি কোনসা (অ্যাস্টন ভিলা), হ্যারি ম্যাগুয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড), জারেল কানশা (লিভারপুল), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কিয়েরান ট্রিপিয়ার (নিউক্যাসল ইউনাইটেড), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।
মিডফিল্ডার: ট্রেন্ট আলেক্সান্দার-আরনল্ড (লিভারপুল), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কনর গ্যালাঘার (চেলসি), কার্টিস জোনস (লিভারপুল), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেকলান রাইস (আর্সেনাল), অ্যাডাম ওয়ারটন (ক্রিস্টাল প্যালেস)।
ফরোয়ার্ড: জ্যারড বাওয়েন (ওয়েস্ট হাম), এবেরেসি এজি (ক্রিস্টাল প্যালেস), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), জেমস ম্যাডিসন (টটেনহাম), কোল পালমার (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল), ইভান টনি (ব্রেন্টফোর্ড), ওলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা)।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে