
৩৬ বছরের অপেক্ষা তো আর কম সময়ের নয়। লুসাইলে গতকাল ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে অবশেষে শিরোপাখরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই শিরোপা জয়ে বাংলাদেশের কোটি কোটি ‘আর্জেন্টাইন সমর্থক’ বাধভাঙা উচ্ছ্বাস করেছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দ, উচ্ছ্বাস ছুঁয়ে গেছে মাশরাফি বিন মর্তুজাকেও।
গতকাল লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দুলছিল পেন্ডুলামের মতো। কখনো আর্জেন্টিনার দিকে, কখনো ফ্রান্সের দিকে ম্যাচটা হেলে যাচ্ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয় বাচ্চাদের সঙ্গে উদযাপন করেছেন মাশরাফি। মেসিকে তো অভিনন্দন জানিয়েছেনই, এই জয়ে লিওনেল স্কালোনিসহ পুরো আর্জেন্টাইন কোচিং স্টাফকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
মেসি, স্কালোনির তো প্রশংসা করেছেনই, একই সঙ্গে ‘গুরু’ ডিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেছেন মাশরাফি। প্রয়াত কিংবদন্তির হাত ধরেই ১৯৮৬ তে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক বলেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত, আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরুতো স্রেফ একজন, যে আজ এই পৃথিবীতে নাই। সে থাকলে আজ কি করত কে জানে, তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কি না সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দি গ্রেটেস্ট ম্যারাডোনা। অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসি বাহিনীকে, বিশেষ করে কোচ স্কালোনি সহ পুরো কোচিং স্টাফকে।’
আর্জেন্টিনা ফাইনাল খেলবে, কিন্তু শিরোপা আর ছোঁয়া হবে না-এটা যেন একসময় ছিল ‘অলিখিত নিয়ম।’ ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ এর কোপা আমেরিকা-গল্পটা একই। বারবারই হাতছোঁয়া দূরত্বে থেকে শিরোপাবঞ্চিত হতে হয়েছে আর্জেন্টিনাকে। যে কারণে আর্জেন্টিনা সমর্থকদের অনেক ‘ট্রল’ও সহ্য করতে হয়েছে। তবে সমর্থক হিসেবে আর্জেন্টিনার প্রতি মাশরাফির ভালোবাসা একটু কমেনি। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বলেন, ‘এমন একটা দলকে সমর্থন করি, যে দলটাকে নিয়ে শুধু মজা করতে দেখেছি আর হাসির পাত্র হয়েছি। কিন্তু কখনও দলটার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কমেনি বরং বেড়েছে।’

৩৬ বছরের অপেক্ষা তো আর কম সময়ের নয়। লুসাইলে গতকাল ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে অবশেষে শিরোপাখরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসিদের এই শিরোপা জয়ে বাংলাদেশের কোটি কোটি ‘আর্জেন্টাইন সমর্থক’ বাধভাঙা উচ্ছ্বাস করেছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দ, উচ্ছ্বাস ছুঁয়ে গেছে মাশরাফি বিন মর্তুজাকেও।
গতকাল লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দুলছিল পেন্ডুলামের মতো। কখনো আর্জেন্টিনার দিকে, কখনো ফ্রান্সের দিকে ম্যাচটা হেলে যাচ্ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয় বাচ্চাদের সঙ্গে উদযাপন করেছেন মাশরাফি। মেসিকে তো অভিনন্দন জানিয়েছেনই, এই জয়ে লিওনেল স্কালোনিসহ পুরো আর্জেন্টাইন কোচিং স্টাফকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
মেসি, স্কালোনির তো প্রশংসা করেছেনই, একই সঙ্গে ‘গুরু’ ডিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেছেন মাশরাফি। প্রয়াত কিংবদন্তির হাত ধরেই ১৯৮৬ তে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক বলেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত, আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরুতো স্রেফ একজন, যে আজ এই পৃথিবীতে নাই। সে থাকলে আজ কি করত কে জানে, তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কি না সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দি গ্রেটেস্ট ম্যারাডোনা। অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসি বাহিনীকে, বিশেষ করে কোচ স্কালোনি সহ পুরো কোচিং স্টাফকে।’
আর্জেন্টিনা ফাইনাল খেলবে, কিন্তু শিরোপা আর ছোঁয়া হবে না-এটা যেন একসময় ছিল ‘অলিখিত নিয়ম।’ ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ এর কোপা আমেরিকা-গল্পটা একই। বারবারই হাতছোঁয়া দূরত্বে থেকে শিরোপাবঞ্চিত হতে হয়েছে আর্জেন্টিনাকে। যে কারণে আর্জেন্টিনা সমর্থকদের অনেক ‘ট্রল’ও সহ্য করতে হয়েছে। তবে সমর্থক হিসেবে আর্জেন্টিনার প্রতি মাশরাফির ভালোবাসা একটু কমেনি। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বলেন, ‘এমন একটা দলকে সমর্থন করি, যে দলটাকে নিয়ে শুধু মজা করতে দেখেছি আর হাসির পাত্র হয়েছি। কিন্তু কখনও দলটার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কমেনি বরং বেড়েছে।’

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে