
দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।

দুর্ঘটনা কখন ঘটবে, সেটা তো আগে থেকে অনুমান করা যায় না। গত রাতে কল্পনাই করতে পারেননি এমন কিছু তাঁর সঙ্গে ঘটতে যাচ্ছে। প্রতিপক্ষের বুটের আঘাতে থেঁতলে গেছে দোন্নারুম্মার মুখ। তবে যাঁর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, তিনি লাল কার্ড দেখেননি।
মোনাকোর স্তেদি লুই দ্বিতীয় স্টেডিয়ামে গত রাতে লিগ ওয়ানে মুখোমুখি হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মোনাকো। ম্যাচের ১৭ মিনিটে পিএসজি গোলরক্ষব দোন্নারুম্মার সঙ্গে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। তবে সিঙ্গো নিজেকে থামিয়ে রাখতে পারেননি। দোন্নারুম্মাকে টপকে গোল দিতে গেলে তাঁর (সিঙ্গো) বুটের তলার দিকটা সরাসরি দোন্নারুম্মার মুখে আঘাত করে। পিএসজি গোলরক্ষকের গালের বেশির ভাগ অংশ কেটে যায়।
দোন্নারুম্মার কেটে যাওয়া অংশে রক্তপাত বন্ধ করতে ১০ স্টাপল দিয়ে কোনোমতে জোড়া লাগানো হয়। তবে বেশিক্ষণ তিনি থাকতে পারেননি। ২২ মিনিটে গোলরক্ষক বদলে ফেলে পিএসজি। দোন্নারুম্মার পরিবর্তে এরপর দলটির গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন মাতভেই সাফোনোভ। জখমকাণ্ডে অবশ্য লাল কার্ডে দেখেননি সিঙ্গো। মোনাকোর ডিফেন্ডার যে হলুদ কার্ড দেখেন, সেটা ১৩ মিনিটে। দোন্নারুম্মার দুর্ঘটনার পর আরেকটি হলুদ কার্ড দেখলেই মাঠের বাইরে চলে যেতেন সিঙ্গো।
নিয়মিত গোলরক্ষক দোন্নারুম্মা পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল পিএসজি জয় নিয়ে মাঠ ছেড়েছে। পিএসজি ৪-২ গোলে জিতেছে মোনাকোর বিপক্ষে। পিএসজির জোড়া গোল করেন উসমান দেম্বেলে, যার একটি করেছেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে। একটি করে গোল করেন দেসিরি দু ও গনসালো রামোস। লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। ১৬ ম্যাচে তারা জিতেছে ১২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র করেছে।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে