
উয়েফা চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল বার্সেলোনা। এখন পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে বার্সা।
তবে বার্সা সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ২০০৫ সালের পরে। এই সময়ের মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে তারা। ২০০৩-০৪ মৌসুমের পর সব আসরে সরাসরি সুযোগও পেয়েছে তারা। তবে সেই ভুলে যাওয়া স্মৃতি এই মৌসুমে আবার ফিরে আসার হুমকি দেখছে কাতালান জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগে বার্সার পরের ম্যাচ বায়ার্ন মিউনিখের সঙ্গে। এই ম্যাচে হেরে গেলে বিদায় নিতে হতে পারে বার্সাকে। বার্সা হারলে আর বেনফিকা জিতলে বিদায় নিতে হবে কাতালান ক্লাবটিকেই। এমনকি ড্র করলেও থাকবে শঙ্কা। যে কারণে এখন চোখ রাঙাচ্ছে ২০ বছর আগের দুঃস্মৃতি।
পেপ গার্দিওলার অধীনে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বার্সা। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলটি গড়ে তুলেছিলেন গার্দিওলা। কিন্তু বার্সা গ্রুপ পর্ব থেকে শেষবার বাদ পড়ার দুঃস্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে জাভি ও গার্দিওলার নাম।
২০০০-০১ মৌসুমে বার্সা যখন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ থেকে বাদ পড়ে, সেবার অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল গার্দিওলার হাতেই। যদিও সেবার চোটে পড়ে কোনো ম্যাচ খেলা হয়নি গার্দিওলার। তবে গার্দিওলা না পারলেও ঠিকই মাঠে নেমে ব্যর্থতার সাক্ষী হয়েছেন দলের তরুণ সদস্য জাভি। সমীকরণ না মিললে আরেকবার বার্সার বিদায়ের সাক্ষী হতে পারেন জাভি।
শুধু গার্দিওলা ও জাভিই নন, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া সেই দলে ছিলেন একাধিক ক্লাব কিংবদন্তিও। সেই তালিকায় ছিলেন প্যাটট্রিক ক্লুইভার্ট, কার্লোস পুয়োল, রিভালদো ও লুইস এনরিকের মতো তারকারাও। সেবার বার্সাকে টপকে নকআউটে গিয়েছিল এসি মিলান ও লিডস ইউনাইটেড।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল বার্সেলোনা। এখন পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে বার্সা।
তবে বার্সা সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ২০০৫ সালের পরে। এই সময়ের মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে তারা। ২০০৩-০৪ মৌসুমের পর সব আসরে সরাসরি সুযোগও পেয়েছে তারা। তবে সেই ভুলে যাওয়া স্মৃতি এই মৌসুমে আবার ফিরে আসার হুমকি দেখছে কাতালান জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগে বার্সার পরের ম্যাচ বায়ার্ন মিউনিখের সঙ্গে। এই ম্যাচে হেরে গেলে বিদায় নিতে হতে পারে বার্সাকে। বার্সা হারলে আর বেনফিকা জিতলে বিদায় নিতে হবে কাতালান ক্লাবটিকেই। এমনকি ড্র করলেও থাকবে শঙ্কা। যে কারণে এখন চোখ রাঙাচ্ছে ২০ বছর আগের দুঃস্মৃতি।
পেপ গার্দিওলার অধীনে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বার্সা। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাকে নিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দলটি গড়ে তুলেছিলেন গার্দিওলা। কিন্তু বার্সা গ্রুপ পর্ব থেকে শেষবার বাদ পড়ার দুঃস্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে জাভি ও গার্দিওলার নাম।
২০০০-০১ মৌসুমে বার্সা যখন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ থেকে বাদ পড়ে, সেবার অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল গার্দিওলার হাতেই। যদিও সেবার চোটে পড়ে কোনো ম্যাচ খেলা হয়নি গার্দিওলার। তবে গার্দিওলা না পারলেও ঠিকই মাঠে নেমে ব্যর্থতার সাক্ষী হয়েছেন দলের তরুণ সদস্য জাভি। সমীকরণ না মিললে আরেকবার বার্সার বিদায়ের সাক্ষী হতে পারেন জাভি।
শুধু গার্দিওলা ও জাভিই নন, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া সেই দলে ছিলেন একাধিক ক্লাব কিংবদন্তিও। সেই তালিকায় ছিলেন প্যাটট্রিক ক্লুইভার্ট, কার্লোস পুয়োল, রিভালদো ও লুইস এনরিকের মতো তারকারাও। সেবার বার্সাকে টপকে নকআউটে গিয়েছিল এসি মিলান ও লিডস ইউনাইটেড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৪ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে