ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লিওনেল মেসিরা না থাকায় এল-ক্লাসিকোর সেই জৌলুসটা হয়তো নেই। কিন্তু যে ‘হাইপ’ তাঁরা তৈরি করে গেছেন, এখনো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ ঘিরে থাকে উত্তাপ। স্প্যানিশ দুই ক্লাবের ভক্ত-সমর্থকদের মধ্যে কথার লড়াই জমে ওঠে।
ইন্টার মিলান-পিএসজি ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের ইউরোপীয় ফুটবল শেষ হয়েছে। সদ্য সমাপ্ত মৌসুমে বার্সার কাছে চারবার এল ক্লাসিকো হেরেছে রিয়াল। এখন রিয়াল-বার্সা প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ আসছে লামিনে ইয়ামালের কারণে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’ গতকাল ইয়ামালের এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। ভবিষ্যতে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন কিনা, এটা জানতে চাওয়া হয় ইয়ামালের কাছে। উত্তরে স্প্যানিশ তরুণ ফুটবলার বলেছেন, ‘না, অসম্ভব (রিয়াল মাদ্রিদের হয়ে খেলা)।’
১৭ বছর বয়সী ইয়ামালের বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ মৌসুমটা কেটেছে অসাধারণ। সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে। চ্যাম্পিয়নস লিগের টুর্নামেন্ট সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি। জাদুকরী গোলে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। এল ক্লাসিকো, স্প্যানিশ সুপার কাপ, লা লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগের আক্ষেপটা যে রয়েই গেল তাঁর। ‘এল পার্তিদাসো দে কোপে’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্য নিয়ে ইয়ামাল বলেন, ‘প্রত্যেক বছর উন্নতি করব। আগামী বছরে আরও বেশি গোল ও অ্যাসিস্ট করব। শারীরিকভাবে বর্তমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হব।’
বার্সেলোনার খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর লা মাসিয়া থেকে উঠে এসেছেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছরে বার্সার হয়ে অভিষেক হয় তাঁর। দুই বছরে কাতালানদের জার্সিতে ১০৬ ম্যাচ খেলেছেন। করেছেন ২৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। ছন্দে থাকা এই তরুণ গড়ে চলেছেন একের পর এক রেকর্ডও।
বার্সেলোনা-রিয়ালের নিজেদের মধ্যে খেলোয়াড় কেনাবেচা একরকম ‘নিষিদ্ধ’ই বলা চলে। আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই ঠিকই। তবে দুই দলই বছরের পর বছর ধরে ব্যাপারটি মেনে আসছে। ২০০০ সালে লুইস ফিগো বার্সা ছেড়ে রিয়ালে যাওয়ার পর তুলকালাম কাণ্ড ঘটেছিল। এমনকি রিয়ালের জার্সিতে ক্যাম্প ন্যুতে খেলতে যাওয়া ফিগোর দিকে শূকরের মাথা ছুড়ে মারা হয়েছিল।

ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লিওনেল মেসিরা না থাকায় এল-ক্লাসিকোর সেই জৌলুসটা হয়তো নেই। কিন্তু যে ‘হাইপ’ তাঁরা তৈরি করে গেছেন, এখনো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ ঘিরে থাকে উত্তাপ। স্প্যানিশ দুই ক্লাবের ভক্ত-সমর্থকদের মধ্যে কথার লড়াই জমে ওঠে।
ইন্টার মিলান-পিএসজি ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুমের ইউরোপীয় ফুটবল শেষ হয়েছে। সদ্য সমাপ্ত মৌসুমে বার্সার কাছে চারবার এল ক্লাসিকো হেরেছে রিয়াল। এখন রিয়াল-বার্সা প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ আসছে লামিনে ইয়ামালের কারণে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’ গতকাল ইয়ামালের এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। ভবিষ্যতে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন কিনা, এটা জানতে চাওয়া হয় ইয়ামালের কাছে। উত্তরে স্প্যানিশ তরুণ ফুটবলার বলেছেন, ‘না, অসম্ভব (রিয়াল মাদ্রিদের হয়ে খেলা)।’
১৭ বছর বয়সী ইয়ামালের বার্সেলোনার হয়ে ২০২৪-২৫ মৌসুমটা কেটেছে অসাধারণ। সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে। চ্যাম্পিয়নস লিগের টুর্নামেন্ট সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি। জাদুকরী গোলে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। এল ক্লাসিকো, স্প্যানিশ সুপার কাপ, লা লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগের আক্ষেপটা যে রয়েই গেল তাঁর। ‘এল পার্তিদাসো দে কোপে’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্য নিয়ে ইয়ামাল বলেন, ‘প্রত্যেক বছর উন্নতি করব। আগামী বছরে আরও বেশি গোল ও অ্যাসিস্ট করব। শারীরিকভাবে বর্তমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী হব।’
বার্সেলোনার খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর লা মাসিয়া থেকে উঠে এসেছেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছরে বার্সার হয়ে অভিষেক হয় তাঁর। দুই বছরে কাতালানদের জার্সিতে ১০৬ ম্যাচ খেলেছেন। করেছেন ২৫ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৪ গোলে। ছন্দে থাকা এই তরুণ গড়ে চলেছেন একের পর এক রেকর্ডও।
বার্সেলোনা-রিয়ালের নিজেদের মধ্যে খেলোয়াড় কেনাবেচা একরকম ‘নিষিদ্ধ’ই বলা চলে। আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই ঠিকই। তবে দুই দলই বছরের পর বছর ধরে ব্যাপারটি মেনে আসছে। ২০০০ সালে লুইস ফিগো বার্সা ছেড়ে রিয়ালে যাওয়ার পর তুলকালাম কাণ্ড ঘটেছিল। এমনকি রিয়ালের জার্সিতে ক্যাম্প ন্যুতে খেলতে যাওয়া ফিগোর দিকে শূকরের মাথা ছুড়ে মারা হয়েছিল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নিতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদেশের ভ
২২ মিনিট আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
১ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
১ ঘণ্টা আগে