
ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে দলটি। তবে লাতিন আমেরিকার দেশটি পঞ্চমবারের মতো ফুটসাল জিতেছে ২০১২ সালে। ফুটবলের এই ইনডোর টুর্নামেন্টের র্যাঙ্কিং প্রথমবারের মতো প্রকাশ করেছে ফিফা। সবার ওপরে রয়েছে ব্রাজিল।
ফুটসালে ছেলেদের র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ৪৬০০ ‘এ’ ম্যাচের ওপর ভিত্তি করে। ফিফার মূল দুই সদস্য মুখোমুখি হলেই আন্তর্জাতিক ম্যাচটিকে ‘এ’ দলের মর্যাদা দেবে। উজবেকিস্তানে হতে যাওয়া ২০২৪ ফুটসাল টুর্নামেন্টটির বাছাইপর্ব যে হবে ২৬ মে, সেখানেও এই র্যাঙ্কিং কাজ করবে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। ২, ৩ ও ৪ নম্বরে আছে পর্তুগাল, স্পেন ও ইরান। স্পেন দুবার জিতেছে ফুটসাল চ্যাম্পিয়ন। পর্তুগাল ও আর্জেন্টিনা ফুটসালের শিরোপা জিতেছে একবার করে। ছেলেদের ক্ষেত্রে ফুটসাল র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ১৩৯ দলের ওপর ভিত্তি করে। তবে এই ১৩৯ দলের মধ্যেও নেই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে।
ছেলেদের র্যাঙ্কিংয়ে এশিয়ার দলের মধ্যে ইরানের পর দ্বিতীয় সেরা অবস্থানে কাজাখস্তান। কাজাখস্তান অবস্থান করছে ৮ নম্বরে। ৬, ৭, ৯ ও ১০ নম্বরে রয়েছে মরক্কো, রাশিয়া, থাইল্যান্ড ও ফ্রান্স। ২০২৪ ফুটসালের আয়োজক উজবেকিস্তান অবস্থান করছে ১১ নম্বরে। মেয়েদের ফুটসাল র্যাঙ্কিংয়েও সবার ওপরে ব্রাজিল। নারীদের র্যাঙ্কিংয়ে আছে ৬৯ দল। এই ৬৯ দলের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে ৪৪ নম্বরে। এখানে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থান ৬ নম্বরে রয়েছে থাইল্যান্ড। ২, ৩ ও ৪ নম্বরে রয়েছে স্পেন, পর্তুগাল ও আর্জেন্টিনা।
ইনডোর টুর্নামেন্ট ফুটসাল র্যাঙ্কিং এবারই প্রথমবার প্রকাশ করা হলেও ফুটবলের র্যাঙ্কিং ফিফা প্রকাশ করে আসছে অনেক আগে থেকে। ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ফিফা ছেলেদের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। মেয়েদের র্যাঙ্কিংয়ে ফিফা প্রকাশ করা শুরু করেছে ২০০৩ থেকে। ছেলেদের র্যাঙ্কিং ফিফা সবশেষ প্রকাশ করেছে এ বছরের ৪ এপ্রিল। আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। ২, ৩, ৪ ও ৫ নম্বরে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ব্রাজিল। বাংলাদেশ অবস্থান করছে ১৮৪ নম্বরে।

ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে দলটি। তবে লাতিন আমেরিকার দেশটি পঞ্চমবারের মতো ফুটসাল জিতেছে ২০১২ সালে। ফুটবলের এই ইনডোর টুর্নামেন্টের র্যাঙ্কিং প্রথমবারের মতো প্রকাশ করেছে ফিফা। সবার ওপরে রয়েছে ব্রাজিল।
ফুটসালে ছেলেদের র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ৪৬০০ ‘এ’ ম্যাচের ওপর ভিত্তি করে। ফিফার মূল দুই সদস্য মুখোমুখি হলেই আন্তর্জাতিক ম্যাচটিকে ‘এ’ দলের মর্যাদা দেবে। উজবেকিস্তানে হতে যাওয়া ২০২৪ ফুটসাল টুর্নামেন্টটির বাছাইপর্ব যে হবে ২৬ মে, সেখানেও এই র্যাঙ্কিং কাজ করবে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। ২, ৩ ও ৪ নম্বরে আছে পর্তুগাল, স্পেন ও ইরান। স্পেন দুবার জিতেছে ফুটসাল চ্যাম্পিয়ন। পর্তুগাল ও আর্জেন্টিনা ফুটসালের শিরোপা জিতেছে একবার করে। ছেলেদের ক্ষেত্রে ফুটসাল র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ১৩৯ দলের ওপর ভিত্তি করে। তবে এই ১৩৯ দলের মধ্যেও নেই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে।
ছেলেদের র্যাঙ্কিংয়ে এশিয়ার দলের মধ্যে ইরানের পর দ্বিতীয় সেরা অবস্থানে কাজাখস্তান। কাজাখস্তান অবস্থান করছে ৮ নম্বরে। ৬, ৭, ৯ ও ১০ নম্বরে রয়েছে মরক্কো, রাশিয়া, থাইল্যান্ড ও ফ্রান্স। ২০২৪ ফুটসালের আয়োজক উজবেকিস্তান অবস্থান করছে ১১ নম্বরে। মেয়েদের ফুটসাল র্যাঙ্কিংয়েও সবার ওপরে ব্রাজিল। নারীদের র্যাঙ্কিংয়ে আছে ৬৯ দল। এই ৬৯ দলের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে ৪৪ নম্বরে। এখানে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থান ৬ নম্বরে রয়েছে থাইল্যান্ড। ২, ৩ ও ৪ নম্বরে রয়েছে স্পেন, পর্তুগাল ও আর্জেন্টিনা।
ইনডোর টুর্নামেন্ট ফুটসাল র্যাঙ্কিং এবারই প্রথমবার প্রকাশ করা হলেও ফুটবলের র্যাঙ্কিং ফিফা প্রকাশ করে আসছে অনেক আগে থেকে। ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ফিফা ছেলেদের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। মেয়েদের র্যাঙ্কিংয়ে ফিফা প্রকাশ করা শুরু করেছে ২০০৩ থেকে। ছেলেদের র্যাঙ্কিং ফিফা সবশেষ প্রকাশ করেছে এ বছরের ৪ এপ্রিল। আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। ২, ৩, ৪ ও ৫ নম্বরে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ব্রাজিল। বাংলাদেশ অবস্থান করছে ১৮৪ নম্বরে।

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১৫ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৩ ঘণ্টা আগে