
এবারের মৌসুমে শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে শেষ দিকের ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই আল নাসরের। সেই কাজ অবশ্য ঠিকঠাকই করছেন দলের খেলোয়াড়েরা। বিশেষ করে ধারাবাহিকভাবেই সরাসরি দলের জয়ে অবদান রাখছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সর্বশেষ ম্যাচের পর গতকাল তো আল শাবাবের বিপক্ষে দলের ত্রাণকর্তা হয়েছেন রোনালদো। সিআর সেভেনের গোলেই দলের জয় নিশ্চিত হয়। ৫৯ মিনিটে করা গোলটিও ছিল দেখার মতোই। প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দলের তৃতীয় গোল করেন তিনি। গোলটি পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছিল পর্তুগিজ তারকার খেলায়। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর গোলেই প্রতিপক্ষের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় আল নাসর।
এমন কঠিন ম্যাচ শেষে তাই সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রোনালদো। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘প্রত্যাবর্তন ও জয়ের জন্য দুর্দান্ত টিম স্পিরিট ছিল। প্রয়োজনের সময় আমাদের পাশে থাকার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’
শেষ পর্যন্ত রোনালদোর গোলে জয় নিশ্চিত হলেও গতকালের ম্যাচটি আল নাসরের জন্য কঠিন ছিল। আল শাবাবের বিপক্ষে নিজেদের মাঠে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। প্রতিপক্ষের হয়ে দুটি গোলই করেছেন ক্রিস্টিয়ান গুনাঙ্কা। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে অবশ্য এক গোল শোধ করেন দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। বিরতির পর ৫১ মিনিটে সমতাসূচক গোলটি করেন আবদুর রহমান ঘারিব। আর এমন কঠিন ম্যাচের জয়ের নায়ক রোনালদো যথাসময়ে সামনে এলেন এবং দলের জয় নিশ্চিত করলেন।
নিজেদের কাজটা ঠিকঠাক করলেও আল নাসরের শিরোপা যে নিশ্চিত হবে এমনটা ভাবার সুযোগ নেই। শীর্ষে থাকা আল ইত্তিহাদের হারও কামনা করতে হবে তাদের। অন্যথায় ৩ পয়েন্টে এগিয়ে থাকা প্রতিপক্ষ চ্যাম্পিয়ন হবে। ২৮ ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ৬৬। আর সমান ম্যাচে দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৬৩।

এবারের মৌসুমে শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে শেষ দিকের ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই আল নাসরের। সেই কাজ অবশ্য ঠিকঠাকই করছেন দলের খেলোয়াড়েরা। বিশেষ করে ধারাবাহিকভাবেই সরাসরি দলের জয়ে অবদান রাখছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সর্বশেষ ম্যাচের পর গতকাল তো আল শাবাবের বিপক্ষে দলের ত্রাণকর্তা হয়েছেন রোনালদো। সিআর সেভেনের গোলেই দলের জয় নিশ্চিত হয়। ৫৯ মিনিটে করা গোলটিও ছিল দেখার মতোই। প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে বোকা বানিয়ে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দলের তৃতীয় গোল করেন তিনি। গোলটি পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছিল পর্তুগিজ তারকার খেলায়। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর গোলেই প্রতিপক্ষের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় আল নাসর।
এমন কঠিন ম্যাচ শেষে তাই সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রোনালদো। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘প্রত্যাবর্তন ও জয়ের জন্য দুর্দান্ত টিম স্পিরিট ছিল। প্রয়োজনের সময় আমাদের পাশে থাকার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’
শেষ পর্যন্ত রোনালদোর গোলে জয় নিশ্চিত হলেও গতকালের ম্যাচটি আল নাসরের জন্য কঠিন ছিল। আল শাবাবের বিপক্ষে নিজেদের মাঠে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়ে তারা। প্রতিপক্ষের হয়ে দুটি গোলই করেছেন ক্রিস্টিয়ান গুনাঙ্কা। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে অবশ্য এক গোল শোধ করেন দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। বিরতির পর ৫১ মিনিটে সমতাসূচক গোলটি করেন আবদুর রহমান ঘারিব। আর এমন কঠিন ম্যাচের জয়ের নায়ক রোনালদো যথাসময়ে সামনে এলেন এবং দলের জয় নিশ্চিত করলেন।
নিজেদের কাজটা ঠিকঠাক করলেও আল নাসরের শিরোপা যে নিশ্চিত হবে এমনটা ভাবার সুযোগ নেই। শীর্ষে থাকা আল ইত্তিহাদের হারও কামনা করতে হবে তাদের। অন্যথায় ৩ পয়েন্টে এগিয়ে থাকা প্রতিপক্ষ চ্যাম্পিয়ন হবে। ২৮ ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ৬৬। আর সমান ম্যাচে দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৬৩।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে