Ajker Patrika

কাসেমিরোর গ্রেপ্তার চেয়ে বিদ্রুপের শিকার সাবেক ফুটবলার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫৩
কাসেমিরোর গ্রেপ্তার চেয়ে বিদ্রুপের শিকার সাবেক ফুটবলার

বিপজ্জনক ফাউল করে লাল কার্ড দেখলেন কাসেমিরো। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড-ক্রিস্টাল প্যালেস ম্যাচে ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় কাসেমিরোর গ্রেপ্তার চেয়েছেন ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড গ্যাব্রিয়েল অ্যাগবনলাহর। গ্রেপ্তার চেয়ে সামাজিক মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন সাবেক এই ইংলিশ ফুটবলার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফাউল করেছিলেন কাসেমিরো। প্যালেসের উইল হিউজের গলা ধরে টান দিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে লাল কার্ড দেখান রেফারি। কাসেমিরোর এই বিপজ্জনক ফাউল দেখে খেপেছেন অ্যাগবনলাহর। টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার বলেন, ‘কাসেমিরো ভেবেছিল, সে ইউএফসিতে ব্রক লেসনারকে ফিরিয়ে এনেছে। যেভাবে উইল হিউজের গলা চেপে ধরেছিল, তাতে তাকে গ্রেপ্তার করা উচিত। বাচ্চারা তো পরে দেখেছে যে কীভাবে কাসেমিরো প্রতিপক্ষ খেলোয়াড়ের গলা চেপে ধরেছিল।’

অ্যাগবনলাহরকে নিয়ে নেটিজেনরা বিদ্রুপ শুরু করে দেন। ক্যারি নামের একজন টুইট করেছেন, ‘গ্যাবিকে গ্রেপ্তার করা উচিত।’ জ্যাকি ডেটোনা টুইটারে মন্তব্য করেছেন, ‘এটা খুবই হাস্যকর।’ গ্রাহাম মার্ফি নামের একজন টুইটারে অবাক হওয়ার ইমোজি পাঠিয়েছেন।

গতকাল ওল্ড ট্রাফোর্ডে প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ইউনাইটেডের গোল দুটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ড। আর প্যালেসের হয়ে গোল করেছেন জেফ্রি স্ক্লাপ। এই জয়ে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন ৩ নম্বরে রেড ডেভিলরা। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। ইউনাইটেডের চেয়ে গানার্সরা এক ম্যাচ কম খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত