Ajker Patrika

জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করছেন রোনালদো

জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করছেন রোনালদো

দুঃসময় শেষ হচ্ছে না জুভেন্টাসের। সর্বশেষ মৌসুমে দল বদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১০ পয়েন্ট কাটা গেছে তুরিনের বুড়িদের। এতে সিরি আর পয়েন্ট তালিকায় ৭ নম্বরে শেষ করায় উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়নি তারা। 

সঙ্গে আর্থিক ফেয়ার প্লে নীতি ভঙ্গ করায় এক বছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় জুভেন্টাসকে নিষিদ্ধ করেছে উয়েফা। গত মৌসুমে জরিমানাও গুনতে হয়েছে তাদের। শাস্তি মাথায় নিয়ে মৌসুম শুরু করেও দুঃসময় পিছু ছাড়ছে না ইতালির ক্লাবের। পাওনা বেতন না পাওয়ায় এবার জুভের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

রোনালদো যে মামলা করবেন বিষয়টি নিশ্চিত করেছে ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট। সংবাদমাধ্যমটি ২০ পেজের একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ২৩২ কোটি ৭৪ লাখ টাকা সাবেক ক্লাব জুভেন্টাসের কাছে পাওনা পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর। মহামারি করোনার সময় বেতন স্থগিত করার অনুরোধে রাজি হয়েছিলেন আল নাসর তারকা। তা এখনো না পাওয়ায় এবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তুরিনের বুড়িদের হয়ে তিন বছর খেলেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। 

দুই দিন আগে জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আরেক সাবেক ফুটবলার লিওনার্দো বোনুচ্চিও। যদিও তাঁর মামলা আর্থিক সংক্রান্ত কোনো বিষয়ে নয়। ৩৬ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘ভোগান্তির পর আমি সিদ্ধান্ত নিয়েছি, জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করার। আমি অপমানিতবোধ করেছি।’ 

বোনুচ্চিরটা অর্থ সংক্রান্ত না হলেও জুভেন্টাসের বিপক্ষে এর আগে পাওলো দিবালা মামলা করেছিলেন। পরে অবশ্য মামলা তুলে নেন গত মৌসুম থেকে রোমার খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড। তুরিনের বুড়িদের সঙ্গে পরে ৩৫ কোটি টাকায় সমঝোতা হওয়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত