ক্রীড়া ডেস্ক

বেশ কয়েকটি কারণে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলে অসন্তোষ অবস্থা বিরাজ করছে। লম্বা ছুটি শেষে ক্যাম্পে ফিরলেও তাদের অনেকেই স্বস্তিতে নেই। একে তো অক্টোবরের পর থেকে বাফুফের চুক্তিতে নেই সাবিনারা। তার ওপর বিদেশি লিগে ডাক পাওয়া দুজন খেলোয়াড়কে ছাড়পত্র দেয়নি ফুটবল ফেডারেশন। এ ছাড়া বাফুফের ঘোষিত বোনাসও হাতে পায়নি মেয়েরা। এমন সব বিষয় নিয়ে হতাশার মাঝে এবার অনুশীলন বর্জনের ডাক তাদের।
যদিও একটি সূত্র বলছে, নারী দলের বিদেশি কোচ পিটার বাটলারকে ডাগআউটে দেখতে চায় না দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়। যেটা অবশ্য নতুন নয়। এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। তারপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়।
জানা গেছে, সিংহভাগ ফুটবলারই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিফেন্ডার আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা সাফ জেতার পর এটা (চুক্তি) নিয়ে আশায় ছিলাম। ভাবছিলাম তারা (বাফুফে) দ্রুত আমাদের চুক্তিতে অন্তর্ভুক্ত করবে। কিন্তু অক্টোবরের পর থেকে বেতন পাচ্ছি না। এটা কী ঠিক হলো বলেন।’
আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুটো ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। সেখানে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। এই দুটি ম্যাচ ও জুনের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ১৫ জানুয়ারি জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হয়েছে। এত দিন সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন চলছিল। এখন থেকে পিটার বাটলার তাদের অনুশীলন করাবেন। কিন্তু বাটলার আসার পর মঙ্গলবার তাঁর অধীনে অনুশীলনে অংশ নেননি কয়েকজন সিনিয়র ফুটবলার। আজ পুরো নারী ফুটবল দলই অনুশীলনই বর্জন করল।

বেশ কয়েকটি কারণে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলে অসন্তোষ অবস্থা বিরাজ করছে। লম্বা ছুটি শেষে ক্যাম্পে ফিরলেও তাদের অনেকেই স্বস্তিতে নেই। একে তো অক্টোবরের পর থেকে বাফুফের চুক্তিতে নেই সাবিনারা। তার ওপর বিদেশি লিগে ডাক পাওয়া দুজন খেলোয়াড়কে ছাড়পত্র দেয়নি ফুটবল ফেডারেশন। এ ছাড়া বাফুফের ঘোষিত বোনাসও হাতে পায়নি মেয়েরা। এমন সব বিষয় নিয়ে হতাশার মাঝে এবার অনুশীলন বর্জনের ডাক তাদের।
যদিও একটি সূত্র বলছে, নারী দলের বিদেশি কোচ পিটার বাটলারকে ডাগআউটে দেখতে চায় না দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়। যেটা অবশ্য নতুন নয়। এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। তারপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়।
জানা গেছে, সিংহভাগ ফুটবলারই চুক্তি নিয়ে উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিফেন্ডার আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা সাফ জেতার পর এটা (চুক্তি) নিয়ে আশায় ছিলাম। ভাবছিলাম তারা (বাফুফে) দ্রুত আমাদের চুক্তিতে অন্তর্ভুক্ত করবে। কিন্তু অক্টোবরের পর থেকে বেতন পাচ্ছি না। এটা কী ঠিক হলো বলেন।’
আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুটো ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। সেখানে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। এই দুটি ম্যাচ ও জুনের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ১৫ জানুয়ারি জাতীয় নারী দলের ক্যাম্প শুরু হয়েছে। এত দিন সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন চলছিল। এখন থেকে পিটার বাটলার তাদের অনুশীলন করাবেন। কিন্তু বাটলার আসার পর মঙ্গলবার তাঁর অধীনে অনুশীলনে অংশ নেননি কয়েকজন সিনিয়র ফুটবলার। আজ পুরো নারী ফুটবল দলই অনুশীলনই বর্জন করল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে