Ajker Patrika

মেসিদের কোচ হিসেবেই থাকছেন কোমান

মেসিদের কোচ হিসেবেই থাকছেন কোমান

ঢাকা: এই মৌসুম শেষের আগেই বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের চাকরি থাকা, না থাকা নিয়ে চলছিল জোর গুঞ্জন। কাল সেই গুঞ্জনের ডালপালা ছেটে দিলেন হুয়ান লাপোর্তা। ২০২২ পর্যন্ত কোমান বার্সার কোচের পদেই থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন বার্সা সভাপতি।

গত বছর বার্সার কোচের পদে দায়িত্ব পেয়েছিলেন কোমান। তখন বার্সার সঙ্গে দুই বছরের মেয়াদেই চুক্তি হয়েছিল এই ডাচ ভদ্রলোকের। কিন্তু ২০২০-২১ মৌসুমে বার্সার পারফরম্যান্স তেমন একটা ভালো ছিল না। চ্যাম্পিয়নস লিগ, লা-লিগা কিছুই পাওয়া হয়নি কাতালানদের। তারওপর কাতার থেকে স্পেনে জাভি হার্নান্দেজের বেড়াতে আসায় কোমানের চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছিল। লাপোর্তা কাল সভা শেষে কোমানের চাকরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। বার্সেলোনার অফিসিয়াল টুইটে কোমানের ২০২২ পর্যন্ত বার্সার কোচের পদে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লাপোর্তা আরও জানিয়েছেন, কোমানের এজেন্ট চুক্তি নিয়ে কিছু আলোচনা করতে চান। কিন্তু লাপোর্তা চুক্তিতে কোনোরকম পরিবর্তন করাকে ঠিক মনে করছেন না। কোমানের বেতন কাটা হচ্ছে না। এ প্রসঙ্গে লাপোর্তা বলেছেন, ‘আপাতত, আগের চুক্তিতেই কোমান থাকছেন। গত এক মৌসুমে কোমানের কোনো বেতন কাটা হয়নি। দরকার হলে এই নিয়ে পরে কথা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত