Ajker Patrika

বিশেষ কারণে সাদা জার্সি পরে খেলবে আর্সেনাল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ০৪
বিশেষ কারণে সাদা জার্সি পরে খেলবে আর্সেনাল

বিশ্বজুড়ে ‘কিশোর গ্যাং সংস্কৃতি’ বেড়েই চলেছে। প্রতিনিয়ত পাল্টে যাওয়া নতুন প্রজন্ম একের পর এক অপরাধে জড়াচ্ছে। তাদের সহিংস আচরণে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। 

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তো কিশোর অপরাধ ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে কিশোরেরা অযথাই ঘটাচ্ছে রক্তপাত। ছুরি হামলায় কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণ। 

শুধু ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত লন্ডনে ১০ হাজার ছুরি হামলার ঘটনা ঘটেছে। এমনকি সদ্য বিদায়ি বছরের শেষ সপ্তাহে ১৬ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে একজনকে হত্যা করে, যা ছিল গত বছর লন্ডনে কিশোরদের হাতে ৩০তম হত্যা। 

এসবের প্রতিবাদে এবং সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিনব এক কর্মসূচি হাতে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল আর্সেনাল। লন্ডনের জায়ান্ট ক্লাবটি আগামীকাল রাতে এফএ কাপের ম্যাচে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে। এই ম্যাচে গানাররা সাদা রঙের জার্সি পরে খেলবে। ক্লাবের ঐতিহ্যবাহী লাল রঙের বিন্দুমাত্র চিহ্ন সেখানে থাকবে না। বিশেষ জার্সিটি বানিয়েছে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’। 

ছুরি হামলার বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে এরই মধ্যে সাদা জার্সি গায়ে চাপিয়ে প্রচার শুরু করেছে আর্সেনাল। কর্মসূচির নাম দিয়েছে ‘নো মোর রেড’ (আর নয় লাল)। রক্ত লাল বলেই সেই রং বাদ দিয়ে শুদ্ধতা ও শান্তির প্রতীক সাদা জার্সি বেছে নিয়েছেন মিকেল আর্তেতার শিষ্যরা। 

১৫ বছর হলো আর্সেনালের কমিউনিটিতে কাজ করেন জ্যাক আয়রনসাইড নামে এক ব্যক্তি। কর্মসূচির ব্যাপারে তিনি বলেছেন, ‘সাদা জার্সি ছুরি হামলার বিরুদ্ধে শক্ত অবস্থানের প্রতীক। এটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। লন্ডন ক্রমেই বসবাসের জন্য ভয়ংকর শহর হয়ে উঠছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাজ সচেতনতা বাড়ানো এবং সমাধান খোঁজা। আমরা অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করতে পারি।’ 

আর্সেনালের এই বিশেষ জার্সিগুলো বিক্রি করা হবে না। আগামীকাল ম্যাচ শেষে ফুটবলাররা এগুলো কিশোর সহিংসতার বিরুদ্ধে কাজ করা সংস্থাগুলোকে উপহার দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত