
নিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
সৌদি প্রো লিগে গত রাতে আল নাসর ২-১ গোলে জিতেছে আল–রায়েদের বিপক্ষে। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল নাসরের জয়ে প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড রেকর্ডটি গড়েছেন পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে। যেখানে সৌদি ক্লাবটির হয়ে জিতেছেন ৬৬ ম্যাচ। ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে খেলেছেন ৯৪ ম্যাচ।
স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু রোনালদোর। স্বদেশি ক্লাবের হয়ে জেতেন ১৩ ম্যাচ। স্যার আলেক্স ফার্গুসনের হাত ধরে ২০০৯ সালে চলে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ ক্লাবটির হয়ে দুই মেয়াদে তিনি জেতেন ২১৪ ম্যাচ। যা তাঁর ক্লাব ক্যারিয়ারের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ জয়।
রোনালদো তাঁর ক্লাব ক্যারিয়ারের সর্বোচ্চ ৩১৬ জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ক্লাবটির জার্সিতে চারটি চ্যাম্পিয়নস লিগ, দুই বার লা লিগা জিতেছেন। যেখানে তিনি ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। জুভেন্টাসের হয়ে তিনি জিতেছেন ৬৬ ম্যাচ।
আল রায়েদ-আল নাসর ম্যাচে গত রাতে প্রথম গোলটা আসে রোনালদোর পা থেকেই। পর্তুগিজ ফরোয়ার্ড গোলটি করেন ৩৫ মিনিটে। সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে এটা তাঁর ৯২১তম গোল। ১-০ গোলে এগিয়ে যাওয়া আল নাসরের দ্বিতীয় গোলেও তাঁর অবদান রয়েছে।রোনালদোর অ্যাসিস্টে ৪৭ মিনিটে গোলটি করেন নাওয়াফ বুশাল। ৭৬ মিনিটে আল রায়েদের একমাত্র গোলটি করেন তাদের স্ট্রাইকার আমির সায়ুদ।
২-১ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে তিনে আল নাসর। ১৮ ম্যাচে ১১ জয়, ৫ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ৩৮। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল, আল ইত্তিহাদ দুটি দলেরই পয়েন্ট ৪৩।
| ক্লাব | জয় |
|---|---|
| রিয়াল মাদ্রিদ | ৩১৬ |
| ম্যানচেস্টার ইউনাইটেড | ২১৪ |
| জুভেন্টাস | ৯১ |
| আল নাসর | ৬৬ |
| স্পোর্টিং লিসবন | ১৩ |

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে