ক্রীড়া ডেস্ক

দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।

দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে