ক্রীড়া ডেস্ক

দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।

দারুণ ছন্দে রয়েছে দু’দলই। লড়াইও হয়েছে বেশ। তবে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও নিজেদের মাঠে সুফল মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের প্রথম লেগে ৮ গোলের ম্যাচে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে কাতালানরা। একটি করে গোল করেছেন দুই দলের আট ফুটবলার। ম্যাচের নির্দিষ্ট সময় পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল বার্সা। শেষ বাঁশির আওয়াজ শুনতে কেবল নড়েচড়ে বসছিলেন সমর্থকেরা। ঠিক এমন সময় আলেক্সান্ডার সরলথের গোল। পুরো গ্যালারিই যেন চুপসে গেল।
গতকাল রাতে ম্যাচের ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর, ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। বাকি সময়ে দুই গোল খেয়ে বসে স্বাগতিকেরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথের ৯৬ তম মিনিটে গোলে বার্সেলোনার মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল আতলেতিকো। এবার গোল করলেন ৯৩ মিনিটে।
হুলিয়ান আলভারেজের ম্যাজিকে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। কর্নারে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আঁতোয়া গ্রিজমান ক্রস বাড়ান বক্সে, ক্লেমন্ত লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কোপ দেল রের এবারের মৌসুমে ৬ ম্যাচে সর্বোচ্চ ৫ গোল আলভারেজের। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট তাঁর।
সেই রেশ না কাটতেই ষষ্ঠ মিনিটে আরেকটি গোল হজম করে বসে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাইলাইন ডিফেন্স টনিক, তার মধ্যে ডিফেন্ডার জুলেস কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে আতলতিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে জালে বল জড়ান সাবেক ফরাসি তারকা গ্রিজমান।
ঘুরে দাঁড়াতে বার্সেলোনাও বেশি সময় নেয়নি। তারপরই প্রথমার্ধে করে বসল ৩ গোল। ১৯ মিনিটে মিডফিল্ডার পেদ্রি, ২১ মিনিটে পাও কুবার্সি সমতায় ফেরান দলকে। ৪১ মিনিটে দলকে এগিয়ে নেন ইনিগো মার্তিনেজ। ৩-২ গোলে শেষ হয় প্রথমার্ধ।
৭২ মিনিটে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি আতলেতিকো। উল্টো ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন মিনিট ছয়েক আগেই বদলি নামা রবার্তো লেভানদোভস্কি। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন আতলেতিকোর ডিফেন্ডার মার্কাস লরেন্তে। বার্সেলোনা যখন জয় প্রায় দেখেই ফেলছিল, তখনই ৯৩ মিনিটে সরলথের গোল। আগামী ২ এপ্রিল আতলেতিকোর মাঠে হবে সেমির ফিরতি লেগ।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৪ ঘণ্টা আগে