Ajker Patrika

টানা তৃতীয়বার সেমিতে ওঠা ইংল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া

টানা তৃতীয়বার সেমিতে ওঠা ইংল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানো জয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ মেয়েরা। 

এ নিয়ে টানা তৃতীয়বার শেষ চারে উঠল ইংল্যান্ড। তবে একবারও ফাইনাল খেলা হয়নি তাদের। এবার সেই স্বপ্ন পূরণ করতে হলে ১৬ আগস্ট সিডনিতেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারাতে হবে তাদের। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২০ শটের রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে প্রথমবার শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার মেয়েরাও। 

৪৪ মিনিটে কাইসেদোর পাসে সান্তোসের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংল্যান্ডকে। প্রথমার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে হেম্প একটি গোল শোধ দেন। ৬৩ মিনিটে ডি-বক্সের ভেতর রুসোর আড়াআড়ি শটে ব্যবধান বাড়ায় ইংলিশ মেয়েরা। সেই ব্যবধান ধরে রেখে সেমি নিশ্চিত করে ইংল্যান্ড। 

গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে ইংল্যান্ড। ব্রাজিলকে হারিয়ে ফিনালিসিমাও ঘরে তুলেছে তারা। এবার প্রথমবারের মতো বিশ্বকাপ জিতলে প্রধান শিরোপা জয়ের তৃতীয় চক্র পূরণ হবে ‘সিংহীদের’। 

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ১৫ আগস্ট নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-সুইডেন। গত আসরের চ্যাম্পিয়নদের দৌড় থেমে গেছে আগেই। এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী বিশ্বকাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত