
ঢাকা: সামনে ঢাউস দুটি বার্গার। বার্গার দুটি দেখে এডেন হ্যাজার্ডের পেট কি তখন খুদায় চোঁ–চোঁ করছিল? বার্গারের সামনে চোখ বড় বড় করে জিহ্বা বের করে আছেন বেলজিয়াম তারকা! যেন এক মিনিটেই বার্গার দুটো সাবাড় করে দেবেন!
হ্যাজার্ড আসলেই ক্ষুধার্ত ছিলেন কি না, নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত হওয়া গেছে, বেলজিয়ান তারকার এই চেহারাটা আসলে একটা বিজ্ঞাপনের সৌজন্যে। ইউরোর বেলজিয়ামের দল দেখে অনুপ্রাণিত হয়ে ম্যাকডোনাল্ডসের ‘রেড ডেভিলস বার্গার’ নামে একটি বিজ্ঞাপন ছেড়েছে। সেই বিজ্ঞাপনেরই মডেল হয়েছেন হ্যাজার্ড। একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তাঁর সতীর্থ কেভিন ডি ব্রুইনা, ইউরি তিয়েলেমানসও। আর এই বিজ্ঞাপনেই হ্যাজার্ডকে দেখে খেপেছেন রিয়াল সমর্থকেরা। চোটে পড়ে পুরো মৌসুমেই রিয়াল ফরোয়ার্ড যে ছিলেন নিজের ছায়া হয়ে। হয়তো রিয়াল সমর্থকদের মনে প্রশ্ন, মাঠে তাঁর সাফল্যের ‘খুদা’টা দেখা গেল কই?
রিয়াল সমর্থকদের তোপের মুখে পড়া নতুন নয় হ্যাজার্ডের কাছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনলালে চেলসির কাছে হারের পর সতীর্থদের সঙ্গে খুনসুটি করে সমর্থকদের ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সতীর্থ থিবো কর্তোয়ার সমর্থন পাচ্ছেন বেলজিয়াম তারকা। জাতীয় দল ও ক্লাব সতীর্থ কর্তোয়া বলেছেন, ‘আমরা সবাই জানি এখনকার সংবাদমাধ্যম ও ভক্তদের কাছ থেকে এ রকম চাপ আসে। তবে সে (হ্যাজার্ড) এটা ভালো সামলাতে পারবে। আমি তাকে যথেষ্ট ভালো জানি। এখনো সে সবকিছু বদলে দেওয়ার সামর্থ্য রাখে।’
২০১৯ সালে চেলসি থেকে রিয়ালে এসেছিলেন হ্যাজার্ড। রিয়ালে এসে বারবার চোটে পড়ায় বাজে সময় কেটেছে এই বেলজিয়াম তারকার। তবু কর্তোয়ার বিশ্বাস, আগামী মৌসুমে রিয়ালেই থাকবেন হ্যাজার্ড, ‘আমি শতভাগ নিশ্চিত সে এখানেই থাকবে। সে রিয়াল ছাড়তে চায় না। শুধু মাদ্রিদের সংবাদমাধ্যমই তার রিয়াল ছেড়ে যাওয়া নিয়ে লিখেছে। কিন্তু হ্যাজার্ড এখানেই খেলা চালিয়ে যেতে চায়। রিয়ালের হয়ে শিরোপা জিততে চায়।’
ক্লাব ফুটবলে খেলোয়াড়, কোচ নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। কদিন আগেও কোচ ইস্যুতে জিনেদিন জিদানকে নিয়ে কম আলোচনা হয়নি। রিয়ালে এসব সমালোচনা প্রসঙ্গে কর্তোয়া বলেছেন, ‘রিয়ালে সবাইকে নিয়ে সব সময় সমালোচনা হয়। এর আগে গ্যারেথ বেলকে নিয়েও অনেক সমালোচনা হয়েছে কিন্তু বেল আমাদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিল।’

ঢাকা: সামনে ঢাউস দুটি বার্গার। বার্গার দুটি দেখে এডেন হ্যাজার্ডের পেট কি তখন খুদায় চোঁ–চোঁ করছিল? বার্গারের সামনে চোখ বড় বড় করে জিহ্বা বের করে আছেন বেলজিয়াম তারকা! যেন এক মিনিটেই বার্গার দুটো সাবাড় করে দেবেন!
হ্যাজার্ড আসলেই ক্ষুধার্ত ছিলেন কি না, নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত হওয়া গেছে, বেলজিয়ান তারকার এই চেহারাটা আসলে একটা বিজ্ঞাপনের সৌজন্যে। ইউরোর বেলজিয়ামের দল দেখে অনুপ্রাণিত হয়ে ম্যাকডোনাল্ডসের ‘রেড ডেভিলস বার্গার’ নামে একটি বিজ্ঞাপন ছেড়েছে। সেই বিজ্ঞাপনেরই মডেল হয়েছেন হ্যাজার্ড। একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তাঁর সতীর্থ কেভিন ডি ব্রুইনা, ইউরি তিয়েলেমানসও। আর এই বিজ্ঞাপনেই হ্যাজার্ডকে দেখে খেপেছেন রিয়াল সমর্থকেরা। চোটে পড়ে পুরো মৌসুমেই রিয়াল ফরোয়ার্ড যে ছিলেন নিজের ছায়া হয়ে। হয়তো রিয়াল সমর্থকদের মনে প্রশ্ন, মাঠে তাঁর সাফল্যের ‘খুদা’টা দেখা গেল কই?
রিয়াল সমর্থকদের তোপের মুখে পড়া নতুন নয় হ্যাজার্ডের কাছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনলালে চেলসির কাছে হারের পর সতীর্থদের সঙ্গে খুনসুটি করে সমর্থকদের ট্রলের শিকার হয়েছিলেন। যদিও সতীর্থ থিবো কর্তোয়ার সমর্থন পাচ্ছেন বেলজিয়াম তারকা। জাতীয় দল ও ক্লাব সতীর্থ কর্তোয়া বলেছেন, ‘আমরা সবাই জানি এখনকার সংবাদমাধ্যম ও ভক্তদের কাছ থেকে এ রকম চাপ আসে। তবে সে (হ্যাজার্ড) এটা ভালো সামলাতে পারবে। আমি তাকে যথেষ্ট ভালো জানি। এখনো সে সবকিছু বদলে দেওয়ার সামর্থ্য রাখে।’
২০১৯ সালে চেলসি থেকে রিয়ালে এসেছিলেন হ্যাজার্ড। রিয়ালে এসে বারবার চোটে পড়ায় বাজে সময় কেটেছে এই বেলজিয়াম তারকার। তবু কর্তোয়ার বিশ্বাস, আগামী মৌসুমে রিয়ালেই থাকবেন হ্যাজার্ড, ‘আমি শতভাগ নিশ্চিত সে এখানেই থাকবে। সে রিয়াল ছাড়তে চায় না। শুধু মাদ্রিদের সংবাদমাধ্যমই তার রিয়াল ছেড়ে যাওয়া নিয়ে লিখেছে। কিন্তু হ্যাজার্ড এখানেই খেলা চালিয়ে যেতে চায়। রিয়ালের হয়ে শিরোপা জিততে চায়।’
ক্লাব ফুটবলে খেলোয়াড়, কোচ নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। কদিন আগেও কোচ ইস্যুতে জিনেদিন জিদানকে নিয়ে কম আলোচনা হয়নি। রিয়ালে এসব সমালোচনা প্রসঙ্গে কর্তোয়া বলেছেন, ‘রিয়ালে সবাইকে নিয়ে সব সময় সমালোচনা হয়। এর আগে গ্যারেথ বেলকে নিয়েও অনেক সমালোচনা হয়েছে কিন্তু বেল আমাদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৪০ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে