Ajker Patrika

কেন জিততে পারছেন না মেসিরা

কেন জিততে পারছেন না মেসিরা

ঢাকা: প্রথমার্ধে গোল করে এগিয়ে থাকাই যেন আর্জেন্টিনার দুর্ভাগ্য! এগিয়ে থেকেও যে লিওনেল মেসিরা ম্যাচ জিততে পারছে না। ১১ দিনের ব্যবধানে তিনটি ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি আকাশি–নীল শিবির। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের আগেও নিশ্চয় এগিয়ে থেকে জিততে না পারার পরিসংখ্যান ভাবাবে লিওনেল স্কোলানির দলকে। এগিয়ে থেকে জিততে না পারার পাশাপাশি আরও কিছু সমস্যা ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। সেই সমস্যাগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

মেসির ওপর নির্ভরশীলতা

চিলির বিপক্ষে দুই ম্যাচেই মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসি কোনো গোল করেননি। এমনকি তিন ম্যাচে মেসি নিজেও কিছু সহজ সুযোগ মিস করেছেন। সেই মিসগুলোও ভুগিয়েছে আর্জেন্টিনাকে। একদিকে মেসি নির্ভরশীলতা ও অন্যদিকে মেসির মিস দুটোই ভোগাচ্ছে আর্জেন্টিনাকে।

স্কোলানির কৌশল

চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-২-২-২ ছকে দল সাজিয়েছিলেন স্কোলানি। এরপর কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিলেন। একই কৌশল অবলম্বন করেছিলেন কোপায় চিলির বিপক্ষে ম্যাচেও। নির্দিষ্ট ফরম্যাশনে কোচের থিতু হতে না পারাও ভোগাচ্ছে দলটিকে। এর মাঝে দলের মূল দুই ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসও ছন্দে নেই। এ দুজন একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না।

রক্ষণভাগে সমস্যা

আর্জেন্টিনার আরেকটি দুশ্চিন্তার নাম রক্ষণ। লুকাস মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এমনকি ডিফেন্সিভ ট্যাকলও ঠিকঠাক করতে পারছে না আর্জেন্টিনার রক্ষণভাগ। যে কারণে প্রতিপক্ষ পেনাল্টিও পাচ্ছে বেশি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৫০ মিনিটে লুইস মুরিয়েলকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। পরে স্পটকিকে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষের অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড মিগুয়েল বোরজার হেডে ২-২ গোলে ম্যাচ ড্র করে কলম্বিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত