ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ ফুটবলের নবজাগরণের দেখছেন অনেকেই। হামজাদের মতো ফুটবল তারকারা বাংলাদেশের হয়ে খেলায় ভক্ত-সমর্থকদের মাঝে ম্যাচের টিকিট পাওয়া নিয়েও জেগেছে আশা-প্রত্যাশা। ব্যাপারটি অনুভব করছে ফুটবল ফেডারেশনও। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সংস্কার কাজ চলমান ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা বাফুফের। সেই উপলক্ষে আজ বাফুফের কম্পিটিশন কমিটি বসেছিল বৈঠকে। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও।
বাফুফে জানিয়েছে, সমর্থকদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করবে তারা। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজারের বেশি টিকিট বিক্রির আশা তাদের। সভা শেষে কমপিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, নতুন মাঠে দর্শক ফেরাতে সব চেষ্টাই করবে বাফুফে। তিনি বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকেরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এ জন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’
হামজার ঘরের মাঠে অভিষেক ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনাও আছে বাফুফের। এ নিয়ে তাজওয়ার বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে। বাফুফেও সেই পথে হাটতে চায়, আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশ ফুটবলের নবজাগরণের দেখছেন অনেকেই। হামজাদের মতো ফুটবল তারকারা বাংলাদেশের হয়ে খেলায় ভক্ত-সমর্থকদের মাঝে ম্যাচের টিকিট পাওয়া নিয়েও জেগেছে আশা-প্রত্যাশা। ব্যাপারটি অনুভব করছে ফুটবল ফেডারেশনও। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা সংস্কার কাজ চলমান ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা বাফুফের। সেই উপলক্ষে আজ বাফুফের কম্পিটিশন কমিটি বসেছিল বৈঠকে। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও।
বাফুফে জানিয়েছে, সমর্থকদের ভোগান্তি কমাতে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা করবে তারা। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজারের বেশি টিকিট বিক্রির আশা তাদের। সভা শেষে কমপিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল জানান, নতুন মাঠে দর্শক ফেরাতে সব চেষ্টাই করবে বাফুফে। তিনি বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকেরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এ জন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সহায়তা করছে।’
হামজার ঘরের মাঠে অভিষেক ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির পরিকল্পনাও আছে বাফুফের। এ নিয়ে তাজওয়ার বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলাইনে টিকিট বিক্রি করছে। বাফুফেও সেই পথে হাটতে চায়, আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে