গত মৌসুমে শেষ দিনের নাটকীয়তায় ম্যানচেস্টার সিটির কাছে লিগ শিরোপা হাতছাড়া করেছে লিভারপুল। গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। মাঝে একবার কেবল সিটির জয়যাত্রা ঠেকাতে পেরেছে লিভারপুল। ২০১৯-২০ মৌসুমে সিটিকে পেছনে ফেলে শিরোপা উৎসবে মাতে অ্যানফিল্ডের দলটি।
আগামী মৌসুমেও সিটির সঙ্গে লিভারপুলকে শিরোপা দৌড়ে দেখছে ফুটবল বিশ্লেষকেরা। তবে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ তেমনটা ভাবছেন না। তাঁর মনে হচ্ছে, সেই সিটিই আবার চ্যাম্পিয়ন হবে। আর নিজের লক্ষ্য হিসেবে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
প্রাক মৌসুম প্রস্তুতিতে বর্তমানে ব্যস্ত সময় পার করছে লিভারপুল। এর মাঝে আগামী মৌসুম নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ক্লপ বলেন, ‘প্রিমিয়ার লিগে শিরোপার জন্য অনেক লড়াই হবে। এটা প্রিমিয়ার লিগ। কে জিতবে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত সিটি চ্যাম্পিয়ন হবে বলে মনে হচ্ছে। যদি আমরা চ্যাম্পিয়ন না হতাম তবে সিটি টানা ৫-৬ বার চ্যাম্পিয়ন হতো, এই দেশে যা সত্যিই উদ্ভট ব্যাপার। তবে আমাদের লক্ষ্য হচ্ছে, মৌসুমে নিজেদের সেরা খেলাটা খেলা।’
আগামী মৌসুমে নিজেদের মূল লক্ষ্যের কথা জানাতে গিয়ে ক্লপ আরও বলেন, ‘এটা সব সময় এমন যে, মূল লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়া। এটা এখনই অনেক কঠিন। আপনি যদি সেই লক্ষ্য অর্জন করেন এবং তারপর যদি শিরোপা লড়াইয়ের সময় থাকে তবে লড়বেন। এ ছাড়া মৌসুমের বেশির ভাগ সময় লড়াইটা হয় চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৯ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে