চোট ছিল এতটাই গুরুতর যে শেষ পর্যন্ত চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতেই হয়েছে তপু বর্মণকে। শেষ হয়েছে অস্ত্রোপচারও। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুসংবাদ, অস্ত্রোপচারের পর এখন হাঁটতেও পারছেন জাতীয় দলের অভিজ্ঞ এই সেন্টারব্যাক।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে স্বাধীনতা কাপে সেমিফাইনালে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে ডান পায়ের লিগামেন্টে চোট পান বসুন্ধরা অধিনায়ক তপু। মাঠে তাঁকে কাতরাতে দেখেই বোঝা যাচ্ছিল, গুরুতর চোট পেয়েছেন অভিজ্ঞ এই সেন্টার ব্যাক।
চোট সারাতে ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গতকাল অস্ত্রোপচার হয়েছে তপুর। তাঁর অস্ত্রোপচার করেছেন ভারতের প্রখ্যাত স্পোর্টস অর্থোপেডিকস চিকিৎসক দিনস্ব প্রদিওয়ালা। প্রদিওয়ালা আইসিসির মেডিকেল কমিটির ভারত প্রতিনিধি। তাঁর অধীনে চিকিৎসা নিয়েছেন শচীন টেন্ডুলকার, লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটারেরা। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরাজ চোপড়ার মতো ভারতের অসংখ্য খেলোয়াড়েরও সফল অস্ত্রোপচার করেছেন প্রদিওয়ালা।
প্রদিওয়ালার সফল অস্ত্রোপচারে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তপু। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন বসুন্ধরা কিংসের এই সেন্টারব্যাক। সেখানে দেখা যাচ্ছে ওয়াকারের সাহায্য ধীরে ধীরে হাঁটা শুরু করেছেন তিনি। ক্যাপশন লিখেছেন, ‘এক পা, এক পা করে শুরু সুস্থ হওয়ার লড়াই শুরু।’
অস্ত্রোপচার সফল হলেও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তপুর মাঠে ফিরতে সময় লেগে যেতে পারে ৭-৮ মাস। বসুন্ধরা কিংসের হয়ে এ মৌসুমে আর মাঠে নাও ফেরা হতে পারে তাঁর। খেলতে পারবেন না আগামী মে মাসে এএফসি কাপ ও বাংলাদেশের হয়ে এশিয়া কাপ বাছাইপর্বে।
তপুর মতো টার্ফের শিকার হয়েছেন আবাহনী ও জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা আছে তাঁরও।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে