
এবারের ক্লাব বিশ্বকাপে শুধু গোল হজম করাই যেন অকল্যান্ড সিটির একমাত্র নিয়তি। তিন ম্যাচ খেলে হজম করেছে ১৭ গোল। অথচ এত এত গোল হজম করা অকল্যান্ডের কাছেই কিনা ধরা খেল বোকা জুনিয়র্স।
বায়ার্ন মিউনিখ, বেনফিকার বিপক্ষে অকল্যান্ড সিটি হজম করেছিল ১০ ও ৬ গোল। নিজেদের প্রথম দুই ম্যাচে ১৬ গোল খাওয়া অকল্যান্ড দিতে পারেনি কোনো গোল। নিউজিল্যান্ডের এই ক্লাব এবারের ক্লাব বিশ্বকাপে গত রাতে পেল প্রথম গোলের দেখা। গোল তো শুধু করেইনি, একই সঙ্গে তারা রুখে দিল আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে। গিওদিস পার্কে ‘সি’ গ্রুপের ম্যাচে অকল্যান্ড সিটি-বোকা জুনিয়র্স ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
গিওদিস পার্কে গত রাতে অবশ্য বোকা জুনিয়র্সের দাপট বেশি ছিল। ৭৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১০ শট নিয়েছে আর্জেন্টাইন ক্লাব। তবে গোল হয়েছে কেবল একটিতে। সেই গোলও তারা পেয়েছে উপহার। অন্যদিকে অকল্যান্ড সিটি ২৬ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ২ শট। অল্প সুযোগ পেয়েও কাজে লাগিয়েছে নিউজিল্যান্ডের ক্লাবটি।
২৬ মিনিটে ম্যাচে অবশ্য এগিয়ে যায় বোকা জুনিয়র্স। অকল্যান্ড সিটির গোলরক্ষক নাথান কাইল গ্যারো করেছেন আত্মঘাতী গোল। প্রথমার্ধ বোকা জুনিয়র্স শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ব্যবধান কমাতে ৭ মিনিট লেগেছে অকল্যান্ডের। ৫২ মিনিটে কর্নার থেকে হেডে সমতাসূচক গোল করেন অকল্যান্ড সিটির ডিফেন্ডার ক্রিশ্চিয়ান থমাস গ্রে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলে কপাল পোড়ে বোকা জুনিয়র্সের। তিন ম্যাচে ২ ড্র ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে যায় আর্জেন্টাইন ক্লাবটির। অকল্যান্ড গ্রুপ পর্ব শেষ করেছে ১ পয়েন্ট নিয়ে।
প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া বোকা জুনিয়র্সের বিদায়ঘণ্টা বেজে যাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। সে ক্ষেত্রে বেনফিকার বিপক্ষে বায়ার্ন মিউনিখের বড় ব্যবধানে জয় এবং অকল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার স্মৃতিবিজড়িত বোকা জুনিয়র্সের বড় জয়ে সমীকরণ পাল্টাতেও পারত। কোনো সমীকরণই শেষ পর্যন্ত মেলেনি। শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গত রাতে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছে বেনফিকা। তাতে বায়ার্নকে সঙ্গে নিয়েই শেষ ষোলোতে উঠল বেনফিকা।
‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বেনফিকা উঠেছে দ্বিতীয় রাউন্ডে। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট পেয়েছে পর্তুগিজ ক্লাবটি। গ্রুপ রানার্সআপ বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৬। এবারের ক্লাব বিশ্বকাপে শুধু গত রাতেই হারল জার্মানির ক্লাবটি। শেষ ষোলোতে বেনফিকা খেলবে চেলসির বিপক্ষে। ২৮ জুন বাংলাদেশ সময় রাত ২টায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হবে বেনফিকা-চেলসি ম্যাচ। অন্যদিকে বায়ার্ন দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্ল্যামেঙ্গোকে। ২৯ জুন বাংলাদেশ সময় রাত ২টায় বায়ার্ন-ফ্ল্যামেঙ্গো ম্যাচ হবে হার্ডরক স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৩১ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে