আশরাফউদ্দিন চুন্নু

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই সম্ভাবনা আছে শিরোপা জেতার। দুই দলই লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব করে। লম্বা সময় ধরে তারা বিশ্বকে নান্দনিক ফুটবলে মুগ্ধ করে আসছে।
ফাইনালে দুই দলের শিরোপা জেতার সম্ভাবনা সমানে সমান। আমি বলব যারা আগে গোল পাবে, তাদেরই সম্ভাবনা বেশি শিরোপা জেতার। এবারের ইউরো আর কোপায় যে ধরনের ফুটবল দেখা যাচ্ছে, সেখানে আগে গোল করা দলটা গোল করে নিজেদের রক্ষণ খোলসে ঢুকে যাচ্ছে। চেষ্টা করছে অগ্রগামিতাকে ধরে রাখতে। কাজটা কঠিন, তবু দলকে জেতাতে দলগুলো এটাই করছে। কেউ আগে গোল খেয়ে ফেললে তাদের ম্যাচে ফেরাটা কঠিন হবে।
আমি ব্রাজিল–সমর্থক, আবার একই সঙ্গে মেসিরও সমর্থক। খুব করে চাইব সে যেন এবার জাতীয় দলের হয়ে একটা শিরোপা জিততে পারে। আর্জেন্টিনা দলটায় অসাধারণ সব খেলোয়াড় আছে। সবাইকে নিয়ে দলটা ৯৫ শতাংশ পরিপূর্ণ। ফাইনালে যদি এই দলের দুই-তিনজন খেলোয়াড় নিজেদের শতভাগটা দেয়, তাহলেই ম্যাচটা বের করে আনা খুব সম্ভব। একই কথা ব্রাজিলের ক্ষেত্রেও খাটে। নেইমাররা যদি ফাইনালে নিজেদের সেরাটা দেয়, আর্জেন্টিনার জন্য শিরোপা জেতা কঠিন হয়ে যাবে।
আর্জেন্টিনার খেলোয়াড়েরা নিয়মিত গোল পাচ্ছে। মেসি গোল করছে, করাচ্ছে। সে এখন পর্যন্ত নিজের স্বকীয়তা ধরে রেখেছে। কখনো তার গোল হচ্ছে, কখনো বল বারে লাগছে। সবকিছু দেখে মনে হচ্ছে মেসি এবং আর্জেন্টিনা দলটা শিরোপা জেতার মতো ইতিবাচক মানসিকতায় আছে। তাদের শক্তি আর দুর্বলতার জায়গা আসলে পরিমাপ করা কঠিন। বিশ্বের সব বড় দল এখন ‘টোটাল ফুটবল’ খেলে। দলের প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড় কম্পিউটার গেমসের মতো দৌড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দুর্বলতা নিয়ে মন্তব্য করা খুব কঠিন।
ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় গোল করার পর ম্যাচের শেষ দুই মিনিট পা থেকে বলই সরায়নি। ডেনমার্কের সমতায় ফেরাটা তাই বেশ কঠিন হয়ে গেছে তাতে। কোপার ফাইনালেও বিষয়টা একই হতে পারে। যে এগিয়ে যাবে তারা চেষ্টা করবে প্রতিপক্ষকে বল না দিতে। আবারও বলব, যারা আগে গোল করবে, তারাই এগিয়ে থাকবে শিরোপা জয়ের সম্ভাবনায়।

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই সম্ভাবনা আছে শিরোপা জেতার। দুই দলই লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব করে। লম্বা সময় ধরে তারা বিশ্বকে নান্দনিক ফুটবলে মুগ্ধ করে আসছে।
ফাইনালে দুই দলের শিরোপা জেতার সম্ভাবনা সমানে সমান। আমি বলব যারা আগে গোল পাবে, তাদেরই সম্ভাবনা বেশি শিরোপা জেতার। এবারের ইউরো আর কোপায় যে ধরনের ফুটবল দেখা যাচ্ছে, সেখানে আগে গোল করা দলটা গোল করে নিজেদের রক্ষণ খোলসে ঢুকে যাচ্ছে। চেষ্টা করছে অগ্রগামিতাকে ধরে রাখতে। কাজটা কঠিন, তবু দলকে জেতাতে দলগুলো এটাই করছে। কেউ আগে গোল খেয়ে ফেললে তাদের ম্যাচে ফেরাটা কঠিন হবে।
আমি ব্রাজিল–সমর্থক, আবার একই সঙ্গে মেসিরও সমর্থক। খুব করে চাইব সে যেন এবার জাতীয় দলের হয়ে একটা শিরোপা জিততে পারে। আর্জেন্টিনা দলটায় অসাধারণ সব খেলোয়াড় আছে। সবাইকে নিয়ে দলটা ৯৫ শতাংশ পরিপূর্ণ। ফাইনালে যদি এই দলের দুই-তিনজন খেলোয়াড় নিজেদের শতভাগটা দেয়, তাহলেই ম্যাচটা বের করে আনা খুব সম্ভব। একই কথা ব্রাজিলের ক্ষেত্রেও খাটে। নেইমাররা যদি ফাইনালে নিজেদের সেরাটা দেয়, আর্জেন্টিনার জন্য শিরোপা জেতা কঠিন হয়ে যাবে।
আর্জেন্টিনার খেলোয়াড়েরা নিয়মিত গোল পাচ্ছে। মেসি গোল করছে, করাচ্ছে। সে এখন পর্যন্ত নিজের স্বকীয়তা ধরে রেখেছে। কখনো তার গোল হচ্ছে, কখনো বল বারে লাগছে। সবকিছু দেখে মনে হচ্ছে মেসি এবং আর্জেন্টিনা দলটা শিরোপা জেতার মতো ইতিবাচক মানসিকতায় আছে। তাদের শক্তি আর দুর্বলতার জায়গা আসলে পরিমাপ করা কঠিন। বিশ্বের সব বড় দল এখন ‘টোটাল ফুটবল’ খেলে। দলের প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড় কম্পিউটার গেমসের মতো দৌড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দুর্বলতা নিয়ে মন্তব্য করা খুব কঠিন।
ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় গোল করার পর ম্যাচের শেষ দুই মিনিট পা থেকে বলই সরায়নি। ডেনমার্কের সমতায় ফেরাটা তাই বেশ কঠিন হয়ে গেছে তাতে। কোপার ফাইনালেও বিষয়টা একই হতে পারে। যে এগিয়ে যাবে তারা চেষ্টা করবে প্রতিপক্ষকে বল না দিতে। আবারও বলব, যারা আগে গোল করবে, তারাই এগিয়ে থাকবে শিরোপা জয়ের সম্ভাবনায়।

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩০ মিনিট আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৪৪ মিনিট আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৩ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগে