
ঢাকা: প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ইতালি। আজ ওয়েলসের বিপক্ষে ম্যাচটি ছিল এক অর্থে আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন রবার্তো মানচিনির শিষ্যরা। এবারের ইউরোতে একাদশে প্রথম সুযোগ পাওয়া মাত্তেও পেসিনার গোলে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। এই জয়ে শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করার সঙ্গে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আজ্জুরিরা।
আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ৪-৩-৩ ছকে একাদশ সাজান মানচিনি। তবে এই ম্যাচে আগের দুই ম্যাচের একাদশের কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে কিছু পরিবর্তন আনা হয়। আক্রমণভাগে ফেডেরিকো বার্নার্দেচি, মধ্যভাগে মাত্তেও পেসিনা, রক্ষণভাগে আলেসান্দ্রো বাস্তোনিরা ছিলেন নতুন মুখ।
রোমের অলিম্পিকো স্টেডিয়ামে আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও ইতালি শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ১২ মিনিটে ডিফেন্ডার বাস্তোনির ক্রস থেকে পাওয়া সুযোগ আন্দ্রেয়া বেলোত্তি ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। মিনিট তিনেক পর আবারও ইতালির আক্রমণ। এবার বক্সের বাইরে থেকে এমারসনের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।
এরপর পাল্টা আক্রমণ করে ওয়েলস। ২৭ মিনিটে ড্যানিয়েল জেমসের কর্নার থেকে ক্রস ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ক্রিস গান্টার। ওয়েলস অবশ্য নিজেদের ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। এরই মধ্যে ইতালি গোল উৎসবে মেতে ওঠে। ৩৯ মিনিটে সেট পিস থেকে মার্কো ভেরাত্তির ক্রস ডান পায়ের আলতো ছোঁয়ায় ওয়েলসের জালে জড়ান মিডফিল্ডার পেসিনা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে শেষ করে আজ্জুরিরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইতালি। ৫৫ মিনিটে জর্জিনিওর সহায়তায় বেলোত্তি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ১ মিনিট পরে ওয়েলস দল হয়ে যায় ১০ জনের। ইতালিয়ান স্ট্রাইকার বার্নার্দেচিকে ফাউল করায় রেফারি লাল কার্ড দেখান ওয়েলশ ডিফেন্ডার ইথান আমপাদুকে।
১০ জনের ওয়েলশকে পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি ইতালি। ৫৮ ও ৬৫ মিনিটে ইতালিকে দুবার হতাশ করেছেন ওয়ার্ড। বেশ কিছু সহজ সুযোগ নষ্টও করে ইতালি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছায় আজ্জুরিরা।

ঢাকা: প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ইতালি। আজ ওয়েলসের বিপক্ষে ম্যাচটি ছিল এক অর্থে আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন রবার্তো মানচিনির শিষ্যরা। এবারের ইউরোতে একাদশে প্রথম সুযোগ পাওয়া মাত্তেও পেসিনার গোলে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। এই জয়ে শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করার সঙ্গে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আজ্জুরিরা।
আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ৪-৩-৩ ছকে একাদশ সাজান মানচিনি। তবে এই ম্যাচে আগের দুই ম্যাচের একাদশের কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে কিছু পরিবর্তন আনা হয়। আক্রমণভাগে ফেডেরিকো বার্নার্দেচি, মধ্যভাগে মাত্তেও পেসিনা, রক্ষণভাগে আলেসান্দ্রো বাস্তোনিরা ছিলেন নতুন মুখ।
রোমের অলিম্পিকো স্টেডিয়ামে আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও ইতালি শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ১২ মিনিটে ডিফেন্ডার বাস্তোনির ক্রস থেকে পাওয়া সুযোগ আন্দ্রেয়া বেলোত্তি ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। মিনিট তিনেক পর আবারও ইতালির আক্রমণ। এবার বক্সের বাইরে থেকে এমারসনের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।
এরপর পাল্টা আক্রমণ করে ওয়েলস। ২৭ মিনিটে ড্যানিয়েল জেমসের কর্নার থেকে ক্রস ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ক্রিস গান্টার। ওয়েলস অবশ্য নিজেদের ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। এরই মধ্যে ইতালি গোল উৎসবে মেতে ওঠে। ৩৯ মিনিটে সেট পিস থেকে মার্কো ভেরাত্তির ক্রস ডান পায়ের আলতো ছোঁয়ায় ওয়েলসের জালে জড়ান মিডফিল্ডার পেসিনা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে শেষ করে আজ্জুরিরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইতালি। ৫৫ মিনিটে জর্জিনিওর সহায়তায় বেলোত্তি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ১ মিনিট পরে ওয়েলস দল হয়ে যায় ১০ জনের। ইতালিয়ান স্ট্রাইকার বার্নার্দেচিকে ফাউল করায় রেফারি লাল কার্ড দেখান ওয়েলশ ডিফেন্ডার ইথান আমপাদুকে।
১০ জনের ওয়েলশকে পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি ইতালি। ৫৮ ও ৬৫ মিনিটে ইতালিকে দুবার হতাশ করেছেন ওয়ার্ড। বেশ কিছু সহজ সুযোগ নষ্টও করে ইতালি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছায় আজ্জুরিরা।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে