
ঢাকা: ইউরো শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ২৬ সদস্যের দলে সব পজিশনেই আছে সময়ের অন্যতম সেরা তারকারা।
ইউরোতে পর্তুগালের আক্রমণভাগ কেবল রোনালদো নির্ভর হচ্ছে না। ‘সিআর সেভেন’কে সঙ্গ দেওয়ার জন্য আছেন আতলেতিকো মাদ্রিদের তরুণ তুর্কি জোয়াও ফেলিক্স। আরও আছেন লিভারপুলের হয়ে আলো ছড়ানো দিয়োগো জোতা। এই মৌসুমে বুন্দেসলিগায় এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে সর্বোচ্চ গোলদাতা আন্দ্রে সিলভাও আক্রমণভাগে শক্তি বাড়াবেন।
আক্রমণভাগের মতো পর্তুগালের রক্ষণও তারকা সমৃদ্ধ। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলার নির্বাচিত হওয়া রুবেন দিয়াজ রক্ষণের বড় শক্তি। দিয়াজের ম্যানচেস্টার সিটির সতীর্থ জোয়াও ক্যানসেলা তো আছেনই, অভিজ্ঞ পেপেকেও পেছনে রাখা যাবে না। মাঝমাঠে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে পথ দেখানো ব্রুনো ফার্নান্দেজ। সবমিলিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফেভারিট তকমা পাওয়ার মতো দল নিয়েই মাঠে নামবে পর্তুগাল।
২০২০ ইউরোতে পর্তুগালের ২৬ সদস্যের দল:
গোলরক্ষক:
অ্যান্থনি লোপেজ (লিওঁ), রুই প্যাত্রিসিও (উলভস), রুই সিলভা (গ্রানাদা)।
ডিফেন্ডার:
জোয়াও ক্যানসেলো (ম্যান সিটি), নেলসন সেমেদাও (উলভস), জোসে ফন্তে (লিল), পেপে (পোর্তো), রুবেন দিয়াজ (ম্যান সিটি), নুনো মেন্দেজ (লিসবন), রাফায়েল গেরেরো (বরুসিয়া ডর্টমুন্ড)।
মিডফিল্ডার:
দানিলো পেরেইরা (পিএসজি), জোয়াও পাউলিনিয়া (লিসবন), রুবেন নেভেস (উলভস), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানইউ), জোয়াও মুতিনিও (উলভস), রেনাতো সানচেস (লিল), সার্জিও অলিভিয়েরা (পোর্তো), উইলিয়াম কারভালহো (রিয়াল বেতিস)।
ফরোয়ার্ড:
ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), দিয়োগো জোতা (লিভারপুল), বের্নার্দো সিলভা (ম্যান সিটি), গনসালো গেদেস (ভ্যালেন্সিয়া), পেদ্রো গনকালভেস (লিসবন), আন্দ্রে সিলভা (ফ্রাঙ্কফুর্ট), রাফা সিলভা (বেনফিকা)।

ঢাকা: ইউরো শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ২৬ সদস্যের দলে সব পজিশনেই আছে সময়ের অন্যতম সেরা তারকারা।
ইউরোতে পর্তুগালের আক্রমণভাগ কেবল রোনালদো নির্ভর হচ্ছে না। ‘সিআর সেভেন’কে সঙ্গ দেওয়ার জন্য আছেন আতলেতিকো মাদ্রিদের তরুণ তুর্কি জোয়াও ফেলিক্স। আরও আছেন লিভারপুলের হয়ে আলো ছড়ানো দিয়োগো জোতা। এই মৌসুমে বুন্দেসলিগায় এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে সর্বোচ্চ গোলদাতা আন্দ্রে সিলভাও আক্রমণভাগে শক্তি বাড়াবেন।
আক্রমণভাগের মতো পর্তুগালের রক্ষণও তারকা সমৃদ্ধ। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফুটবলার নির্বাচিত হওয়া রুবেন দিয়াজ রক্ষণের বড় শক্তি। দিয়াজের ম্যানচেস্টার সিটির সতীর্থ জোয়াও ক্যানসেলা তো আছেনই, অভিজ্ঞ পেপেকেও পেছনে রাখা যাবে না। মাঝমাঠে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে পথ দেখানো ব্রুনো ফার্নান্দেজ। সবমিলিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফেভারিট তকমা পাওয়ার মতো দল নিয়েই মাঠে নামবে পর্তুগাল।
২০২০ ইউরোতে পর্তুগালের ২৬ সদস্যের দল:
গোলরক্ষক:
অ্যান্থনি লোপেজ (লিওঁ), রুই প্যাত্রিসিও (উলভস), রুই সিলভা (গ্রানাদা)।
ডিফেন্ডার:
জোয়াও ক্যানসেলো (ম্যান সিটি), নেলসন সেমেদাও (উলভস), জোসে ফন্তে (লিল), পেপে (পোর্তো), রুবেন দিয়াজ (ম্যান সিটি), নুনো মেন্দেজ (লিসবন), রাফায়েল গেরেরো (বরুসিয়া ডর্টমুন্ড)।
মিডফিল্ডার:
দানিলো পেরেইরা (পিএসজি), জোয়াও পাউলিনিয়া (লিসবন), রুবেন নেভেস (উলভস), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানইউ), জোয়াও মুতিনিও (উলভস), রেনাতো সানচেস (লিল), সার্জিও অলিভিয়েরা (পোর্তো), উইলিয়াম কারভালহো (রিয়াল বেতিস)।
ফরোয়ার্ড:
ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), দিয়োগো জোতা (লিভারপুল), বের্নার্দো সিলভা (ম্যান সিটি), গনসালো গেদেস (ভ্যালেন্সিয়া), পেদ্রো গনকালভেস (লিসবন), আন্দ্রে সিলভা (ফ্রাঙ্কফুর্ট), রাফা সিলভা (বেনফিকা)।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে