ক্রীড়া ডেস্ক

৪০ ছুঁই ছুঁই বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। প্রায় ম্যাচেই দেখা যায় তাঁর নামের পাশে যুক্ত হচ্ছে কোনো না কোনো রেকর্ড। সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে করে ফেললেন সেঞ্চুরি।
১০০ গোল নয়, সৌদিতে রোনালদোর সেঞ্চুরিটা এসেছে গোল ও অ্যাসিস্ট মিলে। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে পর্তুগিজ ফরোয়ার্ড এই মাইলফলক স্পর্শ করেন। ৬৫ মিনিটে বক্সের মাথা থেকে নিচু এক শটে আল খালিজের বিপক্ষে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে করে আল নাসরের জার্সিতে ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রাখার কীর্তিটা গড়লেন রোনালদো।
সেঞ্চুরি করেই রোনালদো শুধু থেমে থাকেননি। পর্তুগিজ ফরোয়ার্ড গত রাতে সৌদি প্রো লিগে করেছেন আরও এক গোল। আল খালিজের বিপক্ষে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে দ্বিতীয় গোল করেন রোনালদো। তাতে আল নাসরের হয়ে ৯২ ম্যাচে তাঁর গোল ৮৩। অ্যাসিস্ট ১৮। সেঞ্চুরির মাইলফলক অর্জনের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সৌদি ক্লাবটির হয়ে অভিষেকের প্রায় ২ বছরের মধ্যেই রোনালদো করলেন এমন কীর্তি। ২০২৩ সালের ২২ জানুয়ারি আল নাসরের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর।
রোনালদোর মাইলফলক অর্জনের রাতে আল নাসর ৩-১ গোলে জিতেছে আল খালিজের বিপক্ষে। রোনালদোর জোড়া গোলের পাশাপাশি আল নাসরের অপর গোল করেছেন সুলতান আল ঘান্নাম। আল খালিজের একমাত্র গোল পেনাল্টি থেকে ৮০ মিনিটে কস্টাস ফরচুইনিস। ১৬ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ২ পরাজয়ে ৩২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিনে রোনালদোর দল। সবার ওপরে থাকা আল হিলাল ও আল ইত্তিহাদের পয়েন্ট ৪৩ ও ৪০। আল হিলাল ১৬ ম্যাচ খেললেও আল ইত্তিহাদ খেলেছে ১৫ ম্যাচ।

মাইলফলক অর্জনের রাতে জয়ের পর সামাজিক মাধ্যমে আল নাসরের উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন রোনালদো। এক্স হ্যান্ডলে পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘দারুণ জয় পেলাম আজ (কাল রাতে)। চল এগিয়ে যাই আল নাসর।’ ক্যাপশনে দুটি ফুটবলের ইমোজি দিয়ে তাঁর জোড়া গোলই বোঝাতে চেয়েছেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলে রোনালদোর গোল এখন ৯১৯।

৪০ ছুঁই ছুঁই বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। প্রায় ম্যাচেই দেখা যায় তাঁর নামের পাশে যুক্ত হচ্ছে কোনো না কোনো রেকর্ড। সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে করে ফেললেন সেঞ্চুরি।
১০০ গোল নয়, সৌদিতে রোনালদোর সেঞ্চুরিটা এসেছে গোল ও অ্যাসিস্ট মিলে। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে পর্তুগিজ ফরোয়ার্ড এই মাইলফলক স্পর্শ করেন। ৬৫ মিনিটে বক্সের মাথা থেকে নিচু এক শটে আল খালিজের বিপক্ষে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে করে আল নাসরের জার্সিতে ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রাখার কীর্তিটা গড়লেন রোনালদো।
সেঞ্চুরি করেই রোনালদো শুধু থেমে থাকেননি। পর্তুগিজ ফরোয়ার্ড গত রাতে সৌদি প্রো লিগে করেছেন আরও এক গোল। আল খালিজের বিপক্ষে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে দ্বিতীয় গোল করেন রোনালদো। তাতে আল নাসরের হয়ে ৯২ ম্যাচে তাঁর গোল ৮৩। অ্যাসিস্ট ১৮। সেঞ্চুরির মাইলফলক অর্জনের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সৌদি ক্লাবটির হয়ে অভিষেকের প্রায় ২ বছরের মধ্যেই রোনালদো করলেন এমন কীর্তি। ২০২৩ সালের ২২ জানুয়ারি আল নাসরের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর।
রোনালদোর মাইলফলক অর্জনের রাতে আল নাসর ৩-১ গোলে জিতেছে আল খালিজের বিপক্ষে। রোনালদোর জোড়া গোলের পাশাপাশি আল নাসরের অপর গোল করেছেন সুলতান আল ঘান্নাম। আল খালিজের একমাত্র গোল পেনাল্টি থেকে ৮০ মিনিটে কস্টাস ফরচুইনিস। ১৬ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ২ পরাজয়ে ৩২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিনে রোনালদোর দল। সবার ওপরে থাকা আল হিলাল ও আল ইত্তিহাদের পয়েন্ট ৪৩ ও ৪০। আল হিলাল ১৬ ম্যাচ খেললেও আল ইত্তিহাদ খেলেছে ১৫ ম্যাচ।

মাইলফলক অর্জনের রাতে জয়ের পর সামাজিক মাধ্যমে আল নাসরের উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন রোনালদো। এক্স হ্যান্ডলে পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘দারুণ জয় পেলাম আজ (কাল রাতে)। চল এগিয়ে যাই আল নাসর।’ ক্যাপশনে দুটি ফুটবলের ইমোজি দিয়ে তাঁর জোড়া গোলই বোঝাতে চেয়েছেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলে রোনালদোর গোল এখন ৯১৯।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে