
স্পেনের নারী ফুটবলার জেনিফার হারমোসোকে সেই চুমুকাণ্ডের ঘটনার প্রায় দেড় বছর হতে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতির এই বিতর্কিত কাণ্ড নিয়ে কত ঝড় বইয়ে গেছে। এবার সেই ঘটনা নিয়ে জেনিফারের ভাই রাফায়েল হারমোসো বিস্ফোরক কথা বলেছেন।
মাদ্রিদের এক আদালতে আজ সাক্ষ্য দিয়েছেন জেনিফারের ভাই রাফায়েল এবং তাঁর (জেনিফার) এক সতীর্থ। বিচারককে জেনিফারের ভাই বলেন, ‘সে (জেনিফার) অর্ধেক কান্নারত অবস্থায় আমাদের কাছে এসেছিল। চুম্বনের ঘটনাকে আড়াল করতে ভিন্ন রকম এক ভাব করতে বলা হয়েছিল তাকে। এ ঘটনায় তারা (ফেডারেশন) চাপ দিতে থাকে আমাদের সে (জেনিফার) জানিয়েছিল। সভাপতি আমার কাছে অনুরোধ করেছিলেন যাতে আমি তাকে (জেনি) বলি ঘটনাটা ভিডিও করে রাখি। সেটাই সবার জন্য ভালো হতো বলে তখন বলা হয়েছিল।’
দেড় বছর আগের ঘটনায় রুবিয়ালেসসহ চার জনের বিচার চলছে এখনো। অপর তিন জনের একজন স্পেন নারী ফুটবল দলের সাবেক কোচ হোর্হে ভিলদা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক দুই সদস্য। সেই চারজনই তাঁদের অপরাধ অস্বীকার করেছেন।
প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন রুবিয়ালেসের আড়াই বছরের জেল চাইছে। একই সঙ্গে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ১৪ হাজার টাকা) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি তিন জনেরই দেড় বছরের কারাদণ্ড চাইছেন প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন। বিচার কমপক্ষে ১০ দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের আগস্টে হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ। সিডনিতে সেই নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ফাইনালের পর রুবিয়ালেসকে জড়িয়ে ধরে হারমোসোর চুমুকাণ্ড ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরবর্তীতে এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। পারস্পরিক সম্মতিতে এই চুমুর ঘটনা ঘটেছিল বলে রুবিয়ালেস দাবি করলেও হারমোসো বারবার অস্বীকার করেছেন। পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগই করেন রুবিয়ালেস।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে