ক্রীড়া ডেস্ক

স্পেনের নারী ফুটবলার জেনিফার হারমোসোকে সেই চুমুকাণ্ডের ঘটনার প্রায় দেড় বছর হতে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতির এই বিতর্কিত কাণ্ড নিয়ে কত ঝড় বইয়ে গেছে। এবার সেই ঘটনা নিয়ে জেনিফারের ভাই রাফায়েল হারমোসো বিস্ফোরক কথা বলেছেন।
মাদ্রিদের এক আদালতে আজ সাক্ষ্য দিয়েছেন জেনিফারের ভাই রাফায়েল এবং তাঁর (জেনিফার) এক সতীর্থ। বিচারককে জেনিফারের ভাই বলেন, ‘সে (জেনিফার) অর্ধেক কান্নারত অবস্থায় আমাদের কাছে এসেছিল। চুম্বনের ঘটনাকে আড়াল করতে ভিন্ন রকম এক ভাব করতে বলা হয়েছিল তাকে। এ ঘটনায় তারা (ফেডারেশন) চাপ দিতে থাকে আমাদের সে (জেনিফার) জানিয়েছিল। সভাপতি আমার কাছে অনুরোধ করেছিলেন যাতে আমি তাকে (জেনি) বলি ঘটনাটা ভিডিও করে রাখি। সেটাই সবার জন্য ভালো হতো বলে তখন বলা হয়েছিল।’
দেড় বছর আগের ঘটনায় রুবিয়ালেসসহ চার জনের বিচার চলছে এখনো। অপর তিন জনের একজন স্পেন নারী ফুটবল দলের সাবেক কোচ হোর্হে ভিলদা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক দুই সদস্য। সেই চারজনই তাঁদের অপরাধ অস্বীকার করেছেন।
প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন রুবিয়ালেসের আড়াই বছরের জেল চাইছে। একই সঙ্গে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ১৪ হাজার টাকা) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি তিন জনেরই দেড় বছরের কারাদণ্ড চাইছেন প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন। বিচার কমপক্ষে ১০ দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের আগস্টে হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ। সিডনিতে সেই নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ফাইনালের পর রুবিয়ালেসকে জড়িয়ে ধরে হারমোসোর চুমুকাণ্ড ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরবর্তীতে এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। পারস্পরিক সম্মতিতে এই চুমুর ঘটনা ঘটেছিল বলে রুবিয়ালেস দাবি করলেও হারমোসো বারবার অস্বীকার করেছেন। পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগই করেন রুবিয়ালেস।

স্পেনের নারী ফুটবলার জেনিফার হারমোসোকে সেই চুমুকাণ্ডের ঘটনার প্রায় দেড় বছর হতে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতির এই বিতর্কিত কাণ্ড নিয়ে কত ঝড় বইয়ে গেছে। এবার সেই ঘটনা নিয়ে জেনিফারের ভাই রাফায়েল হারমোসো বিস্ফোরক কথা বলেছেন।
মাদ্রিদের এক আদালতে আজ সাক্ষ্য দিয়েছেন জেনিফারের ভাই রাফায়েল এবং তাঁর (জেনিফার) এক সতীর্থ। বিচারককে জেনিফারের ভাই বলেন, ‘সে (জেনিফার) অর্ধেক কান্নারত অবস্থায় আমাদের কাছে এসেছিল। চুম্বনের ঘটনাকে আড়াল করতে ভিন্ন রকম এক ভাব করতে বলা হয়েছিল তাকে। এ ঘটনায় তারা (ফেডারেশন) চাপ দিতে থাকে আমাদের সে (জেনিফার) জানিয়েছিল। সভাপতি আমার কাছে অনুরোধ করেছিলেন যাতে আমি তাকে (জেনি) বলি ঘটনাটা ভিডিও করে রাখি। সেটাই সবার জন্য ভালো হতো বলে তখন বলা হয়েছিল।’
দেড় বছর আগের ঘটনায় রুবিয়ালেসসহ চার জনের বিচার চলছে এখনো। অপর তিন জনের একজন স্পেন নারী ফুটবল দলের সাবেক কোচ হোর্হে ভিলদা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক দুই সদস্য। সেই চারজনই তাঁদের অপরাধ অস্বীকার করেছেন।
প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন রুবিয়ালেসের আড়াই বছরের জেল চাইছে। একই সঙ্গে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ১৪ হাজার টাকা) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি তিন জনেরই দেড় বছরের কারাদণ্ড চাইছেন প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন। বিচার কমপক্ষে ১০ দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের আগস্টে হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ। সিডনিতে সেই নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ফাইনালের পর রুবিয়ালেসকে জড়িয়ে ধরে হারমোসোর চুমুকাণ্ড ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরবর্তীতে এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। পারস্পরিক সম্মতিতে এই চুমুর ঘটনা ঘটেছিল বলে রুবিয়ালেস দাবি করলেও হারমোসো বারবার অস্বীকার করেছেন। পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগই করেন রুবিয়ালেস।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩৬ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে