
ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদের ঘটনা নিয়ে ফুঁসছে পুরো বিশ্ব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এ ঘটনার প্রতিবাদ করছেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা যুদ্ধ ঘোষণা করেছেন বর্ণবাদের বিরুদ্ধে।
হোসে জরিল্লায় গতকাল লা লিগায় মুখোমুখি হয়েছে ভায়াদোলিদ-বার্সেলোনা। এই ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন রাফিনহা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ম্যাচের ৬৩ মিনিটের সময় বদলি করা হয়। বদলি করার সময় জার্সি খুলে ফেলেন রাফিনহা। তাঁর গেঞ্জিতে তখন লেখা ছিল, ‘যত দিন চোখের উজ্জ্বলতার চেয়ে গায়ের রংকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যুদ্ধ চলবে।’ জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুসের বর্ণবাদের ঘটনার প্রতিবাদ জানাতেই এমন কাজ করেন রাফিনহা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুতই।
লা লিগার এই ম্যাচে জিততে পারেনি বার্সেলোনা। বার্সাকে ৩-১ গোলে হারিয়েছে ভায়াদোলিদ। ভায়াদোলিদের দুই গোল করেন সিলি লারিন ও গঞ্জালো প্লাতা। স্বাগতিকদের গোল উপহার দেন বার্সার ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। আর কাতালানদের একমাত্র গোল করেন রবার্ট লেভানডফস্কি। অবশ্য বার্সার কাছে সব ম্যাচ এখন আনুষ্ঠানিকতার। ১৪ মে এসপানিওলকে ৪-২ গোলে হারিয়ে চার বছর পর লা লিগা শিরোপা জেতে কাতালানরা।
রোববার মেস্তায়ায় লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। এরপর টুইটারে পাল্টাপাল্টি জবাব চলে ভিনিসিয়ুস ও লা-লিগার মধ্যে। আর নিজের ইনস্টাগ্রামে গত পরশু একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন। ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে। এখন আমার প্রশ্ন, কয়জন বর্ণবাদীর নাম এবং ছবি ওয়েবসাইটে এসেছে। এর সহজ উত্তর শূন্য। এমন দুঃখজনক গল্পের কথা কাউকেই বলতে শুনিনি। অথবা সেই ভুয়া লোকদেরও ক্ষমা চাইতে হয়নি।’ আর গতকাল ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা বানানোর ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের এক হাইওয়েতে ব্রাজিলের এই তারকার ঝুলন্ত মূর্তি দেখা গিয়েছিল।

ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদের ঘটনা নিয়ে ফুঁসছে পুরো বিশ্ব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এ ঘটনার প্রতিবাদ করছেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহা যুদ্ধ ঘোষণা করেছেন বর্ণবাদের বিরুদ্ধে।
হোসে জরিল্লায় গতকাল লা লিগায় মুখোমুখি হয়েছে ভায়াদোলিদ-বার্সেলোনা। এই ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন রাফিনহা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে ম্যাচের ৬৩ মিনিটের সময় বদলি করা হয়। বদলি করার সময় জার্সি খুলে ফেলেন রাফিনহা। তাঁর গেঞ্জিতে তখন লেখা ছিল, ‘যত দিন চোখের উজ্জ্বলতার চেয়ে গায়ের রংকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যুদ্ধ চলবে।’ জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুসের বর্ণবাদের ঘটনার প্রতিবাদ জানাতেই এমন কাজ করেন রাফিনহা, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুতই।
লা লিগার এই ম্যাচে জিততে পারেনি বার্সেলোনা। বার্সাকে ৩-১ গোলে হারিয়েছে ভায়াদোলিদ। ভায়াদোলিদের দুই গোল করেন সিলি লারিন ও গঞ্জালো প্লাতা। স্বাগতিকদের গোল উপহার দেন বার্সার ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন। আর কাতালানদের একমাত্র গোল করেন রবার্ট লেভানডফস্কি। অবশ্য বার্সার কাছে সব ম্যাচ এখন আনুষ্ঠানিকতার। ১৪ মে এসপানিওলকে ৪-২ গোলে হারিয়ে চার বছর পর লা লিগা শিরোপা জেতে কাতালানরা।
রোববার মেস্তায়ায় লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। এরপর টুইটারে পাল্টাপাল্টি জবাব চলে ভিনিসিয়ুস ও লা-লিগার মধ্যে। আর নিজের ইনস্টাগ্রামে গত পরশু একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন। ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে। এখন আমার প্রশ্ন, কয়জন বর্ণবাদীর নাম এবং ছবি ওয়েবসাইটে এসেছে। এর সহজ উত্তর শূন্য। এমন দুঃখজনক গল্পের কথা কাউকেই বলতে শুনিনি। অথবা সেই ভুয়া লোকদেরও ক্ষমা চাইতে হয়নি।’ আর গতকাল ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা বানানোর ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের এক হাইওয়েতে ব্রাজিলের এই তারকার ঝুলন্ত মূর্তি দেখা গিয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে