
ক্লোয়ি কেলি ম্যানচেস্টার সিটির। সিটিতে খেলেন বলেই হয়তো জার্সি ওড়ানোর ধরনটাও ছিল অনেকটা সার্জিও আগুয়েরোর মতো। ২০১২ সালের ইতিহাদে সিটিকে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জেতানো গোলের পরা জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আগুয়েরো। আর কাল প্রথমবারের মতো ইংল্যান্ডকে ইউরো সেরা বানিয়ে ওয়েম্বলিতে ইতিহাদে আগুয়েরোর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটাই যে মনে করালেন ক্লোয়ি।
ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ মিনিট বাকি তাকতে ইংল্যান্ডকে আনন্দে ভাসান ক্লোয়ি। তবে তাঁর গোলের চেয়ে গোলের পর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটুকু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ফুটবল ইতিহাসে জার্সি খোলার অমর ছবিগুলোর অ্যালবামে জায়গা করে নিয়েছেন ক্লোয়িও। কেউ কেউ অবশ্য এই তাঁর জার্সির খোলার দৃশ্যকে নারী ফুটবলের সবচেয়ে আইকনিক মুহূর্তের মর্যাদাও দিচ্ছে।
ছেলেদের ফুটবলে গোলের পর জার্সি খুলে উদ্যাপন হরহামেশায় দেখা যায়। কিন্তু নারীদের ফুটবলে এমন দৃশ্য খুব কম দেখা যায়। সবশেষে গত বছর মিলান ডার্বিতে এমনটা দেখা গিয়েছিল। ইন্টারমিলান ৪-০ গোলে বিধ্বস্ত করে দেওয়া ম্যাচে এসি মিলান অধিনায়ক ভ্যালেন্টিনা জিয়াসিন্থি গোলের পর জার্সি খুলে উদ্যাপন করেছিলেন।
এর আগে ১৯৯৯ সালে নারীদের বিশ্বকাপ ফাইনালে জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আমেরিকান ফুটবলার ব্রান্ডি চাস্টেইন। ও একই বছর নারীদের সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচেও গোলের পর জার্সি খোলার দৃশ্য দেখা গিয়েছিল। চেলসির স্যাম কেরি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের পর জার্সি খুলে বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যেটির মিল আছে গতকাল ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচের সঙ্গে। জার্মানির বিপক্ষে ক্লোয়িও গোলে পেয়েছিলেন অতিরিক্ত সময়েই।

ক্লোয়ি কেলি ম্যানচেস্টার সিটির। সিটিতে খেলেন বলেই হয়তো জার্সি ওড়ানোর ধরনটাও ছিল অনেকটা সার্জিও আগুয়েরোর মতো। ২০১২ সালের ইতিহাদে সিটিকে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জেতানো গোলের পরা জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আগুয়েরো। আর কাল প্রথমবারের মতো ইংল্যান্ডকে ইউরো সেরা বানিয়ে ওয়েম্বলিতে ইতিহাদে আগুয়েরোর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটাই যে মনে করালেন ক্লোয়ি।
ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ মিনিট বাকি তাকতে ইংল্যান্ডকে আনন্দে ভাসান ক্লোয়ি। তবে তাঁর গোলের চেয়ে গোলের পর জার্সি খুলে উদ্যাপনের মুহূর্তটুকু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ফুটবল ইতিহাসে জার্সি খোলার অমর ছবিগুলোর অ্যালবামে জায়গা করে নিয়েছেন ক্লোয়িও। কেউ কেউ অবশ্য এই তাঁর জার্সির খোলার দৃশ্যকে নারী ফুটবলের সবচেয়ে আইকনিক মুহূর্তের মর্যাদাও দিচ্ছে।
ছেলেদের ফুটবলে গোলের পর জার্সি খুলে উদ্যাপন হরহামেশায় দেখা যায়। কিন্তু নারীদের ফুটবলে এমন দৃশ্য খুব কম দেখা যায়। সবশেষে গত বছর মিলান ডার্বিতে এমনটা দেখা গিয়েছিল। ইন্টারমিলান ৪-০ গোলে বিধ্বস্ত করে দেওয়া ম্যাচে এসি মিলান অধিনায়ক ভ্যালেন্টিনা জিয়াসিন্থি গোলের পর জার্সি খুলে উদ্যাপন করেছিলেন।
এর আগে ১৯৯৯ সালে নারীদের বিশ্বকাপ ফাইনালে জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আমেরিকান ফুটবলার ব্রান্ডি চাস্টেইন। ও একই বছর নারীদের সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচেও গোলের পর জার্সি খোলার দৃশ্য দেখা গিয়েছিল। চেলসির স্যাম কেরি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের পর জার্সি খুলে বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যেটির মিল আছে গতকাল ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচের সঙ্গে। জার্মানির বিপক্ষে ক্লোয়িও গোলে পেয়েছিলেন অতিরিক্ত সময়েই।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩৪ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে