নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুরুতেই হোঁচট। এরপর ঘুরে দাঁড়ানো। স্বাগতিক ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোল সমতায় সাফ অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালটাকে অতিরিক্ত সময়ে নিয়ে গেছে বাংলাদেশ।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল ম্যাচের আবহ বোঝার আগেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। শুরুর ২ মিনিটের মাথায় বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো ভারতীয় ফরোয়ার্ড গুরক্রিত সিংকে ফাউল করে বসেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। রেফারি দেন পেনাল্টির সিদ্ধান্ত। নিজেই পরে স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন গুরক্রিত।
২৬ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রফিকুলের নিচু ক্রস বক্সে পিয়াস আহমেদ নোভার পায়ে যাওয়ার আগেই ঠেকান ভারতীয় অধিনায়ক হালেন নংটডু।
বল পায়ে বাংলাদেশের প্রাধান্য থাকলেও নিজেদের দর্শকের সামনে আক্রমণে ঝাঁজ ছিল ভারতের। ৩৪ মিনিটে গুরক্রিতের শটে অল্পে রক্ষা বাংলাদেশের। ৩৯ মিনিটে বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন হিমাংশু। তবে লাফিয়ে কর্নারের বিনিময়ে আটকে দেন গোলকিপার আসিফ।
৪৫ মিনিটে রাজনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। রফিকুলের কাটব্যাকে বক্সের ভেতর থেকে ডান পায়ের গতির শটে জাল খুঁজে নেন রাজন হাওলাদার।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ভারতীয় ডিফেন্ডারের ভুলে পিয়াস আহমেদ নোভার হেডে ফাঁকায় বল পান ডিফেন্ডার শাহিন মিয়া। শাহিনের বাঁ পায়ের জোরালো এক শটে স্রেফ দর্শকই বনে যান গোলরক্ষক সোম কুমার।
৬০ মিনিটে আবারও ম্যাচে ফেরে ভারত। বাংলাদেশের বক্সের ভেতর জটলা থেকে ডিফেন্ডার বিকাশ ইয়ুমনামের কাটব্যাকে ফাঁকায় বল পান ফরোয়ার্ড গুরক্রিত সিং। তাঁর জোরালো এক শটে হার মানেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ।
৬৭ মিনিটে তৃতীয় গোল প্রায় হজম করেই বসেছিল বাংলাদেশ। হিমাংশু জাংগরার দুর্বল শট জালে জড়ানোর আগে গোলমুখ থেকে বিপদমুক্ত করেন ডিফেন্ডার আজিজুল হক অনন্ত।
৬৯ মিনিটে ব্যবধান বাড়তে পারত বাংলাদেশেরও। মোহাম্মদ নাহিয়ানের আড়াআড়ি শট অল্পের জন্য খুঁজে পায়নি জাল।
একদম শেষ সময়ে অসাধারণ দক্ষতায় ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেছেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। ঠিক ৯০ মিনিটের মাথায় বিরজেশ গীরির ভলির অসাধারণ দক্ষতায় ঠেকান আসিফ।
অতিরিক্ত সময়ে ৩ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি তানভীরের দল। আবারও স্বাগতিক ভারতের কাছে শিরোপা হারিয়ে ফিরতে হচ্ছে যুবাদের।

শুরুতেই হোঁচট। এরপর ঘুরে দাঁড়ানো। স্বাগতিক ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোল সমতায় সাফ অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালটাকে অতিরিক্ত সময়ে নিয়ে গেছে বাংলাদেশ।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল ম্যাচের আবহ বোঝার আগেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। শুরুর ২ মিনিটের মাথায় বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো ভারতীয় ফরোয়ার্ড গুরক্রিত সিংকে ফাউল করে বসেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। রেফারি দেন পেনাল্টির সিদ্ধান্ত। নিজেই পরে স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন গুরক্রিত।
২৬ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রফিকুলের নিচু ক্রস বক্সে পিয়াস আহমেদ নোভার পায়ে যাওয়ার আগেই ঠেকান ভারতীয় অধিনায়ক হালেন নংটডু।
বল পায়ে বাংলাদেশের প্রাধান্য থাকলেও নিজেদের দর্শকের সামনে আক্রমণে ঝাঁজ ছিল ভারতের। ৩৪ মিনিটে গুরক্রিতের শটে অল্পে রক্ষা বাংলাদেশের। ৩৯ মিনিটে বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন হিমাংশু। তবে লাফিয়ে কর্নারের বিনিময়ে আটকে দেন গোলকিপার আসিফ।
৪৫ মিনিটে রাজনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। রফিকুলের কাটব্যাকে বক্সের ভেতর থেকে ডান পায়ের গতির শটে জাল খুঁজে নেন রাজন হাওলাদার।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ভারতীয় ডিফেন্ডারের ভুলে পিয়াস আহমেদ নোভার হেডে ফাঁকায় বল পান ডিফেন্ডার শাহিন মিয়া। শাহিনের বাঁ পায়ের জোরালো এক শটে স্রেফ দর্শকই বনে যান গোলরক্ষক সোম কুমার।
৬০ মিনিটে আবারও ম্যাচে ফেরে ভারত। বাংলাদেশের বক্সের ভেতর জটলা থেকে ডিফেন্ডার বিকাশ ইয়ুমনামের কাটব্যাকে ফাঁকায় বল পান ফরোয়ার্ড গুরক্রিত সিং। তাঁর জোরালো এক শটে হার মানেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ।
৬৭ মিনিটে তৃতীয় গোল প্রায় হজম করেই বসেছিল বাংলাদেশ। হিমাংশু জাংগরার দুর্বল শট জালে জড়ানোর আগে গোলমুখ থেকে বিপদমুক্ত করেন ডিফেন্ডার আজিজুল হক অনন্ত।
৬৯ মিনিটে ব্যবধান বাড়তে পারত বাংলাদেশেরও। মোহাম্মদ নাহিয়ানের আড়াআড়ি শট অল্পের জন্য খুঁজে পায়নি জাল।
একদম শেষ সময়ে অসাধারণ দক্ষতায় ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেছেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। ঠিক ৯০ মিনিটের মাথায় বিরজেশ গীরির ভলির অসাধারণ দক্ষতায় ঠেকান আসিফ।
অতিরিক্ত সময়ে ৩ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি তানভীরের দল। আবারও স্বাগতিক ভারতের কাছে শিরোপা হারিয়ে ফিরতে হচ্ছে যুবাদের।

নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে