ক্রীড়া ডেস্ক

তারকা ফুটবলারদের ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এই যেমন ২০২৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর একগাদা তারকা ফুটবলার সৌদিতে চলে যান। এবার ভিনিসিয়ুস জুনিয়রের সৌদিতে যাওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
সৌদি আরব থেকে ভিনির প্রস্তাব পাওয়ার কথা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। স্পেনের সংবাদমাধ্যম এএস পরশু রাতে এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি থেকে ১০৪ কোটি ডলারের প্রস্তাব পেয়েছেন ভিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ হাজার ৬২৩ কোটি ৫৭ লাখ টাকা। সৌদি ক্লাবটি রিয়ালের কাছে ৩০ কোটি ইউরোর (৩৮০০ কোটি টাকা) প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা করছে। সৌদিতে বছরে ২০ কোটি ইউরো করে দেওয়া হবে। বাংলাদেশি হিসেবে ২৫৩২ কোটি ৮০ লাখ টাকা। যদিও সৌদির কোন ক্লাব থেকে প্রস্তাব এসেছে,সেটা জানা যায়নি।
স্পেনের এএস সংবাদ মাধ্যমের থেকে খবর প্রচারের পরই ভিনির সৌদিতে যাওয়ার কথা নিয়ে আলাপ-আলোচনা চলছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে গত রাতে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কাছে এসেছে এই প্রশ্ন। রিয়াল কোচ বলেন,‘ভিনিসিয়ুসকে আমার খুশি মনে হচ্ছে। এটা আমি আগেই বলেছি। সে এখানে থাকতে আগ্রহী ও আমার মতে সে গৌরবকেই বেছে নেবে।’
২০১৮ থেকে রিয়ালের হয়ে খেলছেন ভিনি। রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জিতেছেন। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ—ট্রেবল জয়ী রিয়ালের সদস্য ছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন টনি ক্রুস। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তিনি। গত বছর রিয়ালের জার্সিতে অবসরই নিয়ে ফেলেন জার্মানির এই মিডফিল্ডার। গত রাতে সংবাদ সম্মেলনে আনচেলত্তি উল্লেখ করেন ক্রুসের কথা। রিয়াল কোচ বলেন,‘(টনি) ক্রুস ফুটবল ছেড়েছে। সবাই সেটা বোঝেননি, কিন্তু আমি বুঝেছিলাম।’
২০২৪-২৫ মৌসুম শেষে রিয়াল ছাড়ছেন আনচেলত্তি—স্প্যানিশ সংবাদমাধ্যম অন্ডা সেরো গত সপ্তাহে এমন এক প্রতিবেদন প্রকাশ করেছিল। আদতে এমন কিছু ঘটছে কি না, সে ব্যাপারে গত রাতে সংবাদ সম্মেলনে তাঁকে কথা বলতে হয়েছর এই প্রসঙ্গেও। রিয়াল কোচ বলেন, ‘এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ক্লাব ও আমি চাচ্ছি যতটা সম্ভব চালিয়ে নেওয়া যায়। যদি অদ্ভুতুড়ে কিছু ঘটে, তাহলে পরিবর্তন হতে পারে এখানে। ফুটবলে এমনটা হয়েই থাকে।’
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে ব্রেস্ত-রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের ম্যাচটি হবে ব্রেস্তের মাঠ স্তেদি দি রোদুরু স্টেডিয়ামে। তবে নিষেধাজ্ঞা থাকায়
চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে খেলা হচ্ছে না ভিনির। ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে আনচেলত্তির দল ১৬ নম্বরে অবস্থান করছে। ৭ ম্যাচ খেলে জিতেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে।

তারকা ফুটবলারদের ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এই যেমন ২০২৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর একগাদা তারকা ফুটবলার সৌদিতে চলে যান। এবার ভিনিসিয়ুস জুনিয়রের সৌদিতে যাওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
সৌদি আরব থেকে ভিনির প্রস্তাব পাওয়ার কথা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। স্পেনের সংবাদমাধ্যম এএস পরশু রাতে এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি থেকে ১০৪ কোটি ডলারের প্রস্তাব পেয়েছেন ভিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ হাজার ৬২৩ কোটি ৫৭ লাখ টাকা। সৌদি ক্লাবটি রিয়ালের কাছে ৩০ কোটি ইউরোর (৩৮০০ কোটি টাকা) প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা করছে। সৌদিতে বছরে ২০ কোটি ইউরো করে দেওয়া হবে। বাংলাদেশি হিসেবে ২৫৩২ কোটি ৮০ লাখ টাকা। যদিও সৌদির কোন ক্লাব থেকে প্রস্তাব এসেছে,সেটা জানা যায়নি।
স্পেনের এএস সংবাদ মাধ্যমের থেকে খবর প্রচারের পরই ভিনির সৌদিতে যাওয়ার কথা নিয়ে আলাপ-আলোচনা চলছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে গত রাতে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কাছে এসেছে এই প্রশ্ন। রিয়াল কোচ বলেন,‘ভিনিসিয়ুসকে আমার খুশি মনে হচ্ছে। এটা আমি আগেই বলেছি। সে এখানে থাকতে আগ্রহী ও আমার মতে সে গৌরবকেই বেছে নেবে।’
২০১৮ থেকে রিয়ালের হয়ে খেলছেন ভিনি। রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জিতেছেন। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ—ট্রেবল জয়ী রিয়ালের সদস্য ছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন টনি ক্রুস। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তিনি। গত বছর রিয়ালের জার্সিতে অবসরই নিয়ে ফেলেন জার্মানির এই মিডফিল্ডার। গত রাতে সংবাদ সম্মেলনে আনচেলত্তি উল্লেখ করেন ক্রুসের কথা। রিয়াল কোচ বলেন,‘(টনি) ক্রুস ফুটবল ছেড়েছে। সবাই সেটা বোঝেননি, কিন্তু আমি বুঝেছিলাম।’
২০২৪-২৫ মৌসুম শেষে রিয়াল ছাড়ছেন আনচেলত্তি—স্প্যানিশ সংবাদমাধ্যম অন্ডা সেরো গত সপ্তাহে এমন এক প্রতিবেদন প্রকাশ করেছিল। আদতে এমন কিছু ঘটছে কি না, সে ব্যাপারে গত রাতে সংবাদ সম্মেলনে তাঁকে কথা বলতে হয়েছর এই প্রসঙ্গেও। রিয়াল কোচ বলেন, ‘এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ক্লাব ও আমি চাচ্ছি যতটা সম্ভব চালিয়ে নেওয়া যায়। যদি অদ্ভুতুড়ে কিছু ঘটে, তাহলে পরিবর্তন হতে পারে এখানে। ফুটবলে এমনটা হয়েই থাকে।’
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে ব্রেস্ত-রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের ম্যাচটি হবে ব্রেস্তের মাঠ স্তেদি দি রোদুরু স্টেডিয়ামে। তবে নিষেধাজ্ঞা থাকায়
চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে খেলা হচ্ছে না ভিনির। ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে আনচেলত্তির দল ১৬ নম্বরে অবস্থান করছে। ৭ ম্যাচ খেলে জিতেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে