নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
ফাহামিদুল বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবল সমর্থকরা। গতকাল বাফুফে ভবন তো বটেই টিম হোটেলও ঘেরাও করতে দেখা যায় তাদের। এমনকি আল্টিমেটামও দেওয়া হয়। কিন্তু ইতালিপ্রবাসী ফুটবলারকে ফেরানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।
বাংলাদেশ দলের টিম হোটেলে আজ সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘ফাহামিদুলের পরিস্থিতিটা দুর্ভাগ্যজনক। আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷ এই ম্যাচের জন্য তাকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে ইতালি ফিরে গেছে।’
ফাহামিদুলের বাদ পড়া নিয়ে কাবরেরার সুরে সুর মিলিয়েছেন জামাল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘সবাই ভিন্ন ধরনের। একজন খেলোয়াড় ভালো করতে পারে, খারাপও করতে পারে। সে আসলেই ভালো অনুশীলন করেছে। কোচ যেটা বলছেন সে এখনো প্রস্তুত নয় খেলার জন্য। আমাকে সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো করবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে।’
ফাহমিদুলকে ফেরানোর দাবিতে আজ টিম হোটেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেন বেশ কয়েকজন সমর্থক। তাবিথ জানিয়েছেন, এটা কোচের সিদ্ধান্ত এবং এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে হবে। সমর্থকেরা আজ সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি শিথিল করেছেন। তবে ফাহামিদুলকে ফেরানোর দাবিতে অটল রয়েছেন তাঁরা। ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে।

ফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
ফাহামিদুল বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবল সমর্থকরা। গতকাল বাফুফে ভবন তো বটেই টিম হোটেলও ঘেরাও করতে দেখা যায় তাদের। এমনকি আল্টিমেটামও দেওয়া হয়। কিন্তু ইতালিপ্রবাসী ফুটবলারকে ফেরানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।
বাংলাদেশ দলের টিম হোটেলে আজ সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘ফাহামিদুলের পরিস্থিতিটা দুর্ভাগ্যজনক। আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷ এই ম্যাচের জন্য তাকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে ইতালি ফিরে গেছে।’
ফাহামিদুলের বাদ পড়া নিয়ে কাবরেরার সুরে সুর মিলিয়েছেন জামাল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘সবাই ভিন্ন ধরনের। একজন খেলোয়াড় ভালো করতে পারে, খারাপও করতে পারে। সে আসলেই ভালো অনুশীলন করেছে। কোচ যেটা বলছেন সে এখনো প্রস্তুত নয় খেলার জন্য। আমাকে সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো করবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে।’
ফাহমিদুলকে ফেরানোর দাবিতে আজ টিম হোটেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেন বেশ কয়েকজন সমর্থক। তাবিথ জানিয়েছেন, এটা কোচের সিদ্ধান্ত এবং এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে হবে। সমর্থকেরা আজ সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি শিথিল করেছেন। তবে ফাহামিদুলকে ফেরানোর দাবিতে অটল রয়েছেন তাঁরা। ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে