ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। সম্প্রতি আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা। ১৬ জনের প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে একটি চ্যারিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল দল। এই উদ্যোগটি লিওনেল স্কালোনির কোচিং স্টাফ এবং দুই খেলোয়াড়—জার্মান পেজ্জেয়া ও লাউতারো মার্টিনেজের দ্বারা পরিচালিত হয়। যাঁরা ওই শহর থেকে এসেছেন।
টোমাস আদোলফো দুকো স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে। আনহেল কোরেয়া ও নিকো পাজের ঝলকে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত এলাকার একটি হাসপাতাল পুনর্গঠনে ব্যয় করা হবে।
ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার বেঞ্চের ফুটবলাররাও নিজেদের ঝালিয়ে নিলেন। প্রীতি ম্যাচটি দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। এটি একদিকে বন্যার্তদের সহায়তার উদ্যোগ ছিল, তেমনি স্কালোনির জন্য দলে রোটেশন করার সুযোগও তৈরি করে। যেসব খেলোয়াড় উরুগুয়ে ম্যাচে মাঠে নামেননি, তারা ব্রাজিল ম্যাচের আগে গুরুত্বপূর্ণ কিছু সময় মাঠে কাটানোর সুযোগ পান। কোরেয়া ও নিকো দুজনই একটি করে গোল করেন।
আগামী মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। তার আগে বাছাইপর্বের ১৩ তম রাউন্ডে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ: ওয়াল্তার বেনিতেজ, হুয়ান ফোয়েথ, জার্মান পেজ্জেয়া, লিওনার্দো বালর্দি, ফাকুন্দো মেদিনা, এক্সেকিয়েল পালাসিওস, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ, অ্যাঞ্জেল কোরেয়া, বেঞ্জামিন ডোমিঙ্গেজ ও সান্তিয়াগো ক্যাস্ত্রো।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ একাদশ: জেরোনিমো রুল্লি, দিলান গোরোসিতো, ভালেন্তে পিয়েরানি, টোবিয়াস রামিরেজ, তেও পাগানো, ভালেন্তিনো আকুনা, মিল্তন দেলগাদো, লাউতারো মিয়ান, ইয়ান সুবিয়াব্রে, সান্তিয়াগো হিদালগো, দিলান আকুইনো।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। সম্প্রতি আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা। ১৬ জনের প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে একটি চ্যারিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল দল। এই উদ্যোগটি লিওনেল স্কালোনির কোচিং স্টাফ এবং দুই খেলোয়াড়—জার্মান পেজ্জেয়া ও লাউতারো মার্টিনেজের দ্বারা পরিচালিত হয়। যাঁরা ওই শহর থেকে এসেছেন।
টোমাস আদোলফো দুকো স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে। আনহেল কোরেয়া ও নিকো পাজের ঝলকে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত এলাকার একটি হাসপাতাল পুনর্গঠনে ব্যয় করা হবে।
ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার বেঞ্চের ফুটবলাররাও নিজেদের ঝালিয়ে নিলেন। প্রীতি ম্যাচটি দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। এটি একদিকে বন্যার্তদের সহায়তার উদ্যোগ ছিল, তেমনি স্কালোনির জন্য দলে রোটেশন করার সুযোগও তৈরি করে। যেসব খেলোয়াড় উরুগুয়ে ম্যাচে মাঠে নামেননি, তারা ব্রাজিল ম্যাচের আগে গুরুত্বপূর্ণ কিছু সময় মাঠে কাটানোর সুযোগ পান। কোরেয়া ও নিকো দুজনই একটি করে গোল করেন।
আগামী মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। তার আগে বাছাইপর্বের ১৩ তম রাউন্ডে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ: ওয়াল্তার বেনিতেজ, হুয়ান ফোয়েথ, জার্মান পেজ্জেয়া, লিওনার্দো বালর্দি, ফাকুন্দো মেদিনা, এক্সেকিয়েল পালাসিওস, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ, অ্যাঞ্জেল কোরেয়া, বেঞ্জামিন ডোমিঙ্গেজ ও সান্তিয়াগো ক্যাস্ত্রো।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ একাদশ: জেরোনিমো রুল্লি, দিলান গোরোসিতো, ভালেন্তে পিয়েরানি, টোবিয়াস রামিরেজ, তেও পাগানো, ভালেন্তিনো আকুনা, মিল্তন দেলগাদো, লাউতারো মিয়ান, ইয়ান সুবিয়াব্রে, সান্তিয়াগো হিদালগো, দিলান আকুইনো।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৩ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৪ ঘণ্টা আগে