
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ফিরলেন গতকাল। ফেরার ম্যাচে তাঁর দল আল নাসর জিতেছে। দল জেতার পরও ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়েছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।
প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে আল খালিজ ও আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল নাসরের শুরুর একাদশে ছিলেন রোনালদো। খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে একটা গোলও করতে পারেননি তিনি। উপরন্তু গোলের সুযোগ হারিয়েছেন তিনি, যার মধ্যে প্রথমার্ধে সমানে সমানে লড়াই হয়েছে। তবে পাঁচবার অফসাইড ডাকেন রেফারি, যার মধ্যে দুটিতেই ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধে গোলের সহজতম এক সুযোগই হারিয়েছেন। হেডে লক্ষ্যভেদ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। অ্যায়মেরিক লাপোর্তের ৬৮ মিনিটের গোলে ম্যাচে আল নাসর জয় পায় ১-০ গোলে।
গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ রোনালদো নেটিজেনদের বিদ্রুপের শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘পেনালদোকে বের করে দিন।’ কেউ কেউ তো এক কাঠি সরেস। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রোনালদো দীর্ঘ ছুটি কাটিয়ে যখন ফেরে।’ একই সঙ্গে নিচে লিওনেল মেসির পিএসজির জার্সি পরা এক ছবি দিয়েছেন। মেসিকে দেখা গেছে কপালে ঘাম মুছতে। কেউ একজন রোনালদোকে ভূত বলে আখ্যা দিয়েছেন, ‘রোনালদো সাধারণত ভূত হিসেবেই থাকে, যখন সে গোল করতে পারে না।’ কেউ একজন লিখেছেন, ‘সে শেষ। মেসি তো আরও ভালো খেলে।’
রোনালদো ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘ম্যাচ জয়ে খুশি। এগিয়ে যেতে হবে।’ আল খালিজকে হারিয়ে পয়েন্টটা আরেকটু বাড়িয়ে নিল আল নাসর। ২৯ ম্যাচে ২৩ জয়, ২ ড্র ও ৪ পরাজয়ে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৮০। তারা (আল হিলাল) অবশ্য আল নাসরের চেয়ে ১ ম্যাচ কম খেলেছে।
সৌদি প্রো লিগের গত রাতে ম্যাচের আগে রোনালদো সবশেষ আল নাসরের জার্সি চাপিয়েছেন ৮ এপ্রিল। সৌদি সুপার কাপের সেমিফাইনালটিতে আল হিলালের কাছে ২-১ গোলে হেরেছিল আল নাসর। সেই ম্যাচে লাল কার্ড দেখার পর এক ম্যাচ খেলতে পারেননি রোনালদো।

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ফিরলেন গতকাল। ফেরার ম্যাচে তাঁর দল আল নাসর জিতেছে। দল জেতার পরও ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়েছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।
প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গত রাতে মুখোমুখি হয়েছে আল খালিজ ও আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল নাসরের শুরুর একাদশে ছিলেন রোনালদো। খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে একটা গোলও করতে পারেননি তিনি। উপরন্তু গোলের সুযোগ হারিয়েছেন তিনি, যার মধ্যে প্রথমার্ধে সমানে সমানে লড়াই হয়েছে। তবে পাঁচবার অফসাইড ডাকেন রেফারি, যার মধ্যে দুটিতেই ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধে গোলের সহজতম এক সুযোগই হারিয়েছেন। হেডে লক্ষ্যভেদ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। অ্যায়মেরিক লাপোর্তের ৬৮ মিনিটের গোলে ম্যাচে আল নাসর জয় পায় ১-০ গোলে।
গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ রোনালদো নেটিজেনদের বিদ্রুপের শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘পেনালদোকে বের করে দিন।’ কেউ কেউ তো এক কাঠি সরেস। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রোনালদো দীর্ঘ ছুটি কাটিয়ে যখন ফেরে।’ একই সঙ্গে নিচে লিওনেল মেসির পিএসজির জার্সি পরা এক ছবি দিয়েছেন। মেসিকে দেখা গেছে কপালে ঘাম মুছতে। কেউ একজন রোনালদোকে ভূত বলে আখ্যা দিয়েছেন, ‘রোনালদো সাধারণত ভূত হিসেবেই থাকে, যখন সে গোল করতে পারে না।’ কেউ একজন লিখেছেন, ‘সে শেষ। মেসি তো আরও ভালো খেলে।’
রোনালদো ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘ম্যাচ জয়ে খুশি। এগিয়ে যেতে হবে।’ আল খালিজকে হারিয়ে পয়েন্টটা আরেকটু বাড়িয়ে নিল আল নাসর। ২৯ ম্যাচে ২৩ জয়, ২ ড্র ও ৪ পরাজয়ে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৮০। তারা (আল হিলাল) অবশ্য আল নাসরের চেয়ে ১ ম্যাচ কম খেলেছে।
সৌদি প্রো লিগের গত রাতে ম্যাচের আগে রোনালদো সবশেষ আল নাসরের জার্সি চাপিয়েছেন ৮ এপ্রিল। সৌদি সুপার কাপের সেমিফাইনালটিতে আল হিলালের কাছে ২-১ গোলে হেরেছিল আল নাসর। সেই ম্যাচে লাল কার্ড দেখার পর এক ম্যাচ খেলতে পারেননি রোনালদো।

আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৭ মিনিট আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৪ ঘণ্টা আগে