
নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হচ্ছে—এমনটা নিয়ে কানাঘুষা চলছিল কদিন ধরেই। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হয়েছে। সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল হিলাল গত রাতে নিশ্চিত করেছে নেইমারের সঙ্গে তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা। সৌদি ক্লাবটি লিখেছে, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। আল হিলালের জার্সিতে তিনি যা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর জন্য আমাদের শুভকামনা।’ এর আগে সূত্রের বরাতে গতকাল ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। যদি চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে নেইমার ছয় মাসের চুক্তিতে সান্তোসে আসতে পারেন। সেই ঘোষণার ঠিক পরদিনই আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিলের কথা জানা গেছে।
Full club statement 🔹 pic.twitter.com/oxOrPUereF
— AlHilal Saudi Club (@Alhilal_EN) January 27, 2025
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে আল হিলালের হয়ে নেইমার খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।

নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হচ্ছে—এমনটা নিয়ে কানাঘুষা চলছিল কদিন ধরেই। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হয়েছে। সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল হিলাল গত রাতে নিশ্চিত করেছে নেইমারের সঙ্গে তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা। সৌদি ক্লাবটি লিখেছে, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। আল হিলালের জার্সিতে তিনি যা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর জন্য আমাদের শুভকামনা।’ এর আগে সূত্রের বরাতে গতকাল ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। যদি চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে নেইমার ছয় মাসের চুক্তিতে সান্তোসে আসতে পারেন। সেই ঘোষণার ঠিক পরদিনই আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিলের কথা জানা গেছে।
Full club statement 🔹 pic.twitter.com/oxOrPUereF
— AlHilal Saudi Club (@Alhilal_EN) January 27, 2025
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে আল হিলালের হয়ে নেইমার খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে