
গত মৌসুমেই লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। জিততে তো তারা পারেইনি, একই সঙ্গে কোচ জাভি হার্নান্দেজকেও দেখতে হয়েছে লাল কার্ড।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গতকাল লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। পুরো ম্যাচে রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। খেলা শুরুর ১৫ মিনিটে হেতাফের স্তেফান মিত্রোভিচকে দিয়ে ম্যাচে হলুদ কার্ড দেখানো শুরু হয়। এরপর ৩৮ মিনিটে হলুদ কার্ড দেখানো হয় হেইম মাতাকে। হেতাফের দুজনের পর হলুদ কার্ড দেখেছেন বার্সেলোনার রাফিনহা। ৩৮ মিনিটে হেতাফের মিডফিল্ডার কার্লোস অ্যালেনার থেকে বল নিতে গিয়ে পড়ে যান রাফিনহা। এই ঘটনায় রাফিনহা, অ্যালেনা-দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়েছে। কিছুক্ষণ পরে বার্সা ১০ জনের দল হয়ে যায়। হেতাফের গাস্তন আলভারেজকে ৪২ মিনিটে কনুই মেরে লাল কার্ড দেখেন রাফিনহা। প্রথমার্ধ শেষ গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধে হেতাফেও ১০ জনের দলে পরিণত হয়। ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হেইম মাতা। এরপর ৭০ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনার কোচ জাভিকে। পেনাল্টি এরিয়াতে বার্সার আবদেসসামাদ এজাজৌলিকে ফাউল করা হলে রেফারির সঙ্গে তর্কে জড়ান জাভি। বার্সা কোচকে লাল কার্ড দেখান রেফারি। জাভি লাল কার্ড দেখার পর হলুদ কার্ড দেখানো হয় পাঁচটি। যার চারটি হেতাফেকে ও একটি দেখানো হয় বার্সাকে। কার্ড বন্যার এই ম্যাচে শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে হেতাফে-বার্সেলোনা ম্যাচ।

গত মৌসুমেই লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। জিততে তো তারা পারেইনি, একই সঙ্গে কোচ জাভি হার্নান্দেজকেও দেখতে হয়েছে লাল কার্ড।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গতকাল লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। পুরো ম্যাচে রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। খেলা শুরুর ১৫ মিনিটে হেতাফের স্তেফান মিত্রোভিচকে দিয়ে ম্যাচে হলুদ কার্ড দেখানো শুরু হয়। এরপর ৩৮ মিনিটে হলুদ কার্ড দেখানো হয় হেইম মাতাকে। হেতাফের দুজনের পর হলুদ কার্ড দেখেছেন বার্সেলোনার রাফিনহা। ৩৮ মিনিটে হেতাফের মিডফিল্ডার কার্লোস অ্যালেনার থেকে বল নিতে গিয়ে পড়ে যান রাফিনহা। এই ঘটনায় রাফিনহা, অ্যালেনা-দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়েছে। কিছুক্ষণ পরে বার্সা ১০ জনের দল হয়ে যায়। হেতাফের গাস্তন আলভারেজকে ৪২ মিনিটে কনুই মেরে লাল কার্ড দেখেন রাফিনহা। প্রথমার্ধ শেষ গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধে হেতাফেও ১০ জনের দলে পরিণত হয়। ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হেইম মাতা। এরপর ৭০ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনার কোচ জাভিকে। পেনাল্টি এরিয়াতে বার্সার আবদেসসামাদ এজাজৌলিকে ফাউল করা হলে রেফারির সঙ্গে তর্কে জড়ান জাভি। বার্সা কোচকে লাল কার্ড দেখান রেফারি। জাভি লাল কার্ড দেখার পর হলুদ কার্ড দেখানো হয় পাঁচটি। যার চারটি হেতাফেকে ও একটি দেখানো হয় বার্সাকে। কার্ড বন্যার এই ম্যাচে শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে হেতাফে-বার্সেলোনা ম্যাচ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
১২ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৩ ঘণ্টা আগে