
খেলাটা ড্র হলেই নতুন করে আবারও ম্যাচ খেলতে হতো বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। খেলাটা যখন প্লে-অফের দিকে গড়াচ্ছে, তখনই বসুন্ধরা কিংসের জাদু। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে নারী ফুটবল লিগের হ্যাটট্রিক শিরোপা সাবিনা খাতুনদের।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার মেয়েরা। ১১ ম্যাচে ৩৩ পয়েন্টে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা। শুধু এই লিগেই নয়, তিন লিগ মিলিয়ে ৩৭ ম্যাচ অপরাজিত দলটি।
বসুন্ধরার জয়ে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ল আতাউর রহমান কলেজ সিএসসির। আজকের ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জিতেছিল সোহাগী কিসকুর দল। বসুন্ধরার কাছে এক ম্যাচ হেরেই ৩০ পয়েন্টে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ এআরবি সিএসসি।
অবশ্য ম্যাচটা জিততে বেশ কষ্টই হয়েছে বসুন্ধরার। আগের ১০ ম্যাচে যেভাবে মুড়ি-মুড়কির মতো গোল করেছেন সাবিনারা, আজ শেষ ম্যাচে হলো তার ঠিক উল্টো। দুই দলের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে থাকায় একে অপরের শক্তিমত্তা সম্পর্কে ভালোই ধারণা রাখতেন। আর তাই গোল পেতে বসুন্ধরাকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত।
৮২ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান শিউলি আজিম। মণিকা চাকমার ছোট করে নেওয়া কর্নার থেকে বল পান সাবিনা। তার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে, জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান বড় করেন শামসুন্নাহার সিনিয়র।
২৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এআরবি সিএসসির আকলিমা খাতুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের শাহেদা আক্তার রিপা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৩১ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে